Advertisement
মনোরঞ্জন

কেমন মেয়েকে বিয়ে করতে চান নীরজ? শুনুন সোনাজয়ী অ্যাথলিটের পছন্দ

  • 1/10

টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজকে নিয়ে এখনও মেতে সোশ্যাল মিডিয়। বিশেষ করে নীরজের ব্যক্তিগত জীবন কেমন তা নিয়ে কৌতূহল রয়েছে অনেকেরই। 

  • 2/10

টোকিও অলিম্পিকের পরেই নীরজের মহিলা ভক্তদের পরিমাণ বেড়েছে লাফিয়ে লাফিয়ে। অনেকের মনেই প্রশ্ন উঠছে কেমন ধরনের মেয়ে পছন্দ করেন কিংবা নীরজের কোনও গার্লফ্রেন্ড রয়েছে কিনা।
 

  • 3/10

নীরজ চোপড়াকে শীঘ্রই ডান্স প্লাস ৬-এ শোতে দেখা যাবে। এর প্রোমোর একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে শো-টি হোস্ট করছেন রাঘব জুয়াল। 

Advertisement
  • 4/10

সেখানে বিভিন্ন প্রশ্ন দেখানো হয় নীরজকে।  অনেক মহিলা অনুরাগী নীরজের রাশিফলের সঙ্গে নিজের রাশির মেলাতে চায়। সেই প্রশ্ন সামনে আসার পরেই হেসে ফেলেন সকলে। 
 

  • 5/10

অনুষ্ঠানের বিচারক পুনিত পাঠক নীরজকে বলেন, "সব মেয়েদের পক্ষ থেকে, আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই যে আপনি কোন ধরনের মেয়ে পছন্দ করেন?"

  • 6/10

নীরজ সেই প্রশ্নের উত্তরে বলেন, "বর্তমানে এরকম কিছু নেই। কিন্তু একজন খেলোয়াড় হওয়ায়, আমি চাই সে একজন খেলোয়াড় হোক। নিজের কাজে ফোকাস রাখুক এবং অন্যদের সম্মান করুন। তিনিই পরিবারকে সম্মান করেন।"

  • 7/10

কেমন ধরনের মেয়ে পছন্দ নীরজের। এই প্রশ্নই এতোদিন ঘুরপাক খাচ্ছিল সবার মনে। এবার নীরজ সেই প্রশ্নের উত্তর দেওয়ায় অনেকেরই ধোঁয়াশা কাটল।

Advertisement
  • 8/10

শোয়ের মাঝে নীরজকে ভাংড়া নাচেও দেখা যায়। শোয়ের বিভিন্ন  কলাকুশলীরাও পা মেলান সেই নাচে।
 

  • 9/10

এই শোয়ের আরেকটি প্রোমেতে দেখা যাচ্ছে বিচারক শক্তি মোহনকে প্রোপোজ করছেন নীরজ চোপড়া। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। 

  • 10/10

তবে নীরজের প্রোপোজের স্টাইলও ছিল অভিনব। শক্তিকে তিনি বলেন, "তাঁর প্রথম ভালোবাসা জ্যাভলিন। রান্নাও জানেন না তিনি। সময়ও দিতে পারবেন না। তাহলে কি ভালোবাসতে পারবেন ?"
 

Advertisement