
নিজের হট লুকে বরাবর নেটদুনিয়া কাঁপান অভিনেত্রী ও মডেল এশা গুপ্তা।

নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বিকিনিতে ছবি পোস্ট করেন এশা।

নিজের স্মৃতির অ্যালবাম থেকে থ্রোওব্যাক ছবিটি শেয়ার করে তাক লাগিয়ে দেন এশা। সঙ্গে ক্যাপশনে জুড়ে দেন,"এখন সময় হয়েছে।"

কোঁকড়ানো ঘন এলোকেশী এশাকে বিকিনিতে দেখে নেটিজেনদের মনে আরও একবার উষ্ণতা ছড়িয়ে দেন তিনি। বডি কার্ভস, অ্যাবসও দৃশ্যমান।

এই ছবি দেখে কমেন্ট করলেন ফাতিমা সানা শেখ। জিজ্ঞেস করে বসলেন,"তুমি কীকরে এতো সুন্দরী!"

এশা গুপ্তার কাছে রয়েছে বিকিনির আকর্ষণীয় সংগ্রহ। সোশ্যাল মিডিয়ায় বিকিনিতে তাঁর ছবির ছড়াছড়ি।

বলিউডে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন এশা। মডেল হিসেবে তিনি বেশ জনপ্রিয়।

গতমাসেই সমুদ্রে ঘুরতে গিয়ে বাদামি বিকিনিতে ছবি শেয়ার করেন অভিনেত্রী। এই ছবিটিও আগুন লাগিয়েছিল নেটদুনিয়ায়।

এই ছবিটিও আগুন লাগিয়েছিল নেটদুনিয়ায়।

সম্প্রতি নাকাব নামে একটি ওয়েব সিরিজে কাজ করেছেন এশা। পুলিশের ভূমিকায় দেখা গেছে তাঁকে। এই সিরিজে আছেন মল্লিকা শেরাওয়াতও।