scorecardresearch
 
Advertisement
বলিউড

PHOTOS: সাদা বিকিনিতে মোহময়ী পূজা বত্রা, ভাইরাল ছবি

পূজা
  • 1/9

বলিউডের অত্যন্ত পরিচিত মুখ অভিনেত্রী পূজা বত্রা। বর্তমানে সিনেমা কম করলেও সোশাল মিডিয়ায় তিনি যথেষ্ট সক্রিয়।

পূজা
  • 2/9

ফিটনেট নিয়ে অত্যন্ত সচেতন পূজা। তার সঙ্গে নিজের ডায়েট নিয়েও ভীষণ খুঁতখুঁতে। মধ্য চল্লিশের কোটায় থাকলেও তাঁকে দেখে বোঝায় কোনও উপায় নেই।

পূজা
  • 3/9

তাঁর এই ফিটনেস রেজিম বহু মানুষকে অনুপ্রেণা দেয়। অনেকেই তাঁর এমন সুপারফিট থাকার রহস্যের বিষয়ে জিজ্ঞাসা করেন।

Advertisement
পূজা
  • 4/9

সম্প্রতি সাদা বিকিনিতে সুইমিং পুলে কিছউ ছবি পোস্ট করেন পূজা বাত্রা। সাদা বিকিনির সঙ্গে লাল রঙের ইয়ার রিংয়ে মোহময়ী লাগছে তাঁকে।

পূজা
  • 5/9

সুইমিং পুলে তিনি মাঝে মাঝে অ্যাকুয়া যোগা করেন। তার ছবি এবং ভিডিও পোস্ট করেন সোশাল মিডিয়ায়।

 

পূজা
  • 6/9

ছবির ক্যাশনে পূজা লেখেন, বয়স চল্লিশের কোঠায় থাকাও দারুণ ব্যাপার। ৪০ এখন নতুন ২০। হ্যাশট্যাগে যোগ করেন #40isthenew20

পূজা
  • 7/9

সম্প্রতি তাঁর ডেবিউ ছবি ভিরাসতের ২৪ বছর পূর্ণ হল। সেই উপলক্ষে ছবির পোস্টার এবং ছবির বেশ কিছু ছবি শেয়ার করেন পূজা।

 

Advertisement
পূজা
  • 8/9

অনিল কাপুরের সঙ্গে ডেবিউ ছবি করার পর বেশ কিছু হিন্দি ছবিতে অভিনয় করেন পূজা। তার সঙ্গে দক্ষিণী ছবিতেও সমান ভাবে অভিনয় করেছেন। তাঁকে শেষবার দেখা গিয়েছে বরুণ ধাওযানের ABCD2-তে।

পূজা
  • 9/9

ছবি সৌজন্য পূজা বত্রার অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল

Advertisement