
শরীরি বিভঙ্গ আর কনট্রোভার্সি, পুনম পাণ্ডের জীবনের দুই অঙ্গ।

স্বামীর স্যাম বম্বের সঙ্গে মুম্বই এয়ারপোর্টে দেখা গেল গ্ল্যামার কন্যাকে।

সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় থাকেন পুনম।

প্রায়ই খোলামেলা পোশাকে ছবি আপলোড করেন তিনি।

কালো প্রিন্টেড স্পোর্টস লোয়ার সঙ্গে কালো স্প্যাগেটি টপ পরে ছিলেন নায়িকা।

গত বছর নভেম্বরে গোয়ায় অশালীন ভিডিও শুট করার জন্য তাঁর বিরুদ্ধে মামলা হয়।

গোয়ায় হানিমুনে গিয়েছিলেন পুনম।

ছবি যোগেন শাহ-এর তোলা।