
পরবর্তী ছবি রুহি-র প্রচারে দিল্লিতে পৌঁছে গেলেন ছবির নায়িকা জাহ্নবি কাপুর।

তাঁর সঙ্গে ছিলেন সহ অভিনেতা বরুণ শর্মা।

দিল্লির কনট প্লেসে একটি সিনেমা হলে তাঁরা প্রচার করেন সিনেমার।

ছবির গানের তালে পা মেলান জাহ্নবি এবং বরুণ।

ছবির অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাজকুমার রাও।

আগামী ১১ মার্চ ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।