পর্নোগ্রাফিক কনটেন্ট (Pornographic Content) তৈরির অভিযোগে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রাকে (Raj Kundra) গ্রেফতার করেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ (Mumbai Police Crime Branch)। পুলিশের অভিযোগ, পর্ন ছবি তৈরি করে তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন ইন্টারনেটে। ২৩ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে থাকবেন রাজ।
তদন্তে জানা গিয়েছে, রাজ কুন্দ্রা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিলেন যেখানে পর্ন ফিল্ম সংক্রান্ত ব্যবসা নিয়ে তথ্য আদানপ্রদান করা হত। এই হোয়াটস্যাপ গ্রুপের নাম H. গ্রুপে রাজ কুন্দ্রা ছাড়াও আরও ৪ জন সামিল রয়েছেন। এই গ্রুপের একটি চ্যাট প্রকাশ্যে এসেছে যেখানে রাজ-কে ব্যাবসার সেল্স, মার্কেটিং, মডেলদের পেমেন্ট ইত্যাদি নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে।
১০ নভেম্বর ২০২০-র একটি মেসেজে নিউড আর্টিকলের লিঙ্ক শেয়ার করা হয়। যেখানে পর্ন কনটেন্ট দেখানোর জন্য ৭টি OTT প্ল্যাটফর্মকে সমন পাঠানো হয়েছিল। এর জবাব আসে, " Thank God U Planned BF"...
এতে রাজ কুন্দ্রা লেখেন, 'আপাতত কিছু সময়ের জন্য এক্সট্রিম বোল্ড কনটেন্ট OTT প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নাও। আমাদের HS( Hotshots) কে সার্ভাইভ করার রাস্তা খুঁজতে হবে।'
রাজ কুন্দ্রার টিমের এক জন তাতে লেখেন, 'আমার সন্দেহ হয় পুলিশ অল্ট বালাজিকে টেক ডাউন করতে পারবে।' তাতে রাজ লেখেন, 'এটা ততটা সিরিয়াস বিষয় নয়। ওরা শুধুমাত্র আপত্তিকর কনটেন্ট সরাতে চায়। আমাদের লাইফ ভালো চলছে।'
২০২১-এর ফেব্রুয়ারিতে প্রশাসনের সাইবার ক্রাইম শাখায় পর্ন তৈরি এবং কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই রাজ কুন্দ্রাকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে। প্রশাসন আরও জানিয়েছে, ঘটনার মূল ষড়যন্ত্রকারী রাজ।
সোমবার রাত ৯টা নাগাদ রাজ কুন্দ্রাকে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দফতরে আনা হয়। সেখানে তাঁকে প্রায় ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাত ১১টা নাগাদ গ্রেফতার করা হয়।