Advertisement
মনোরঞ্জন

বিকিনিতে মালদ্বীপে উত্তাপ ছড়াচ্ছেন রকুল প্রীত সিং, রইল ছবি

রকুলপ্রীত সিং
  • 1/7

সানবাথ উপভোগ করছেন রকুলপ্রীত সিং। কমলা রঙের বিকিনিতে মোহময়ী অভিনেত্রী। রকুলের এই ছবির মুহূ্র্ত ক্যামেরাবন্দী করেছেন তাঁর বাবা। (ছবি - ইনস্টাগ্রাম)

রকুলপ্রীত সিং
  • 2/7

মালদ্বীপের সমুদ্র সৈকতে যোগে মগ্ন রকুল। একদিন আগে পোস্ট করেছিলেন এই ছবি। ক্যাপশনে লিখেছিলেন - 'আমি আমার ভিটামিন ডি নিচ্ছি'। (ছবি - ইনস্টাগ্রাম)

রকুলপ্রীত সিং
  • 3/7

পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন রকুলপ্রীত। ভাই আমানপ্রীতের সঙ্গেও ছবি শেয়ার করেছেন তিনি। (ছবি - ইনস্টাগ্রাম)

Advertisement
রকুল প্রীত সিং
  • 4/7

সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ওষুধের মামলায় এনসিবির টার্গেটে ছিলেন রকুল। এ কারণে তাঁকে এনসিবি জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। তবে অভিনেত্রীর বিরুদ্ধে সন্দেহজনক কিছু না পেয়ে তাকে মুক্তি দেওয়া হয়। (ছবি - ইনস্টাগ্রাম)

রকুলপ্রীত সিং
  • 5/7

এর আগে অভিনেত্রী একটি দক্ষিণী ছবির শুটিং করছিলেন। তবে এনসিবির তলব করার পরে তাকে শুটিং মাঝপথে ছেড়ে যেতে হয়েছিল। তদন্ত শেষ হওয়ার কয়েকদিন পর তিনি সেটে ফিরে যান। (ছবি - ইনস্টাগ্রাম)

রকুলপ্রীত সিং
  • 6/7

কাজ থেকে ছুটি নিয়ে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে উড়ে গেছেন মালদ্বীপে। (ছবি - ইনস্টাগ্রাম)

রকুলপ্রীত সিং
  • 7/7

এখনও পর্যন্ত বলিউডে রকুলের শেষ ছবি অজয় ​​দেবগন, তাবুর সঙ্গে 'দে দে পেয়ার দে'। তবে খুব তাড়াতাড়ি রকুলকে আবার বলিউডের পর্দায় দেখা যাবে। শোনা যাচ্ছে অর্জুন কাপুরের বিপরীতে একটি ছবিতে অভিনয় করছেন তিনি। এই ছবিতেই জন আব্রাহাম এবং অদিতি রাও হায়দারিকেও দেখা যাবে। (ছবি - ইনস্টাগ্রাম)

Advertisement