scorecardresearch
 
Advertisement
বলিউড

PHOTOS: সমুদ্র সৈকতে বিকিনি ফটোশ্যুটে মোহময়ী সারা

সারা
  • 1/7

সোশাল মিডিয়ায় বেশ সক্রিয় সইফ-কন্যা সারা আলি খান। অভিনয় তো বটেই, তাঁর গ্ল্যামারাস লুকের জন্যেও চর্চায় থাকেন সারা।

সারা
  • 2/7

সম্প্রতি কমলা বিকিনিতে সারা কিছু ছবি সোশালে ট্রেন্ড করে।

সারা
  • 3/7

সমুদ্র সৈতকে হওয়া এই ফটোশ্যুটের ছবি সোশালে পোস্ট করে লেখেন, ভিটামিন সি-এর ডেইলি ডোজ।

Advertisement
সারা
  • 4/7

ভ্রমণ বিলাসি সারা, বিশ্বের নানা দেশে ঘোরার ছবি পোস্ট করেন। এর আগেও তাঁর বিকিনি লুক ভাইরাল হয়েছিল।

সারা
  • 5/7

সম্প্রতি আজমের শরিফে মা অমৃতা সিংয়ের সঙ্গে দেখা গিয়েছিল সারা আলি খান-কে।

সারা
  • 6/7

আপাতত পরবর্তী ছবি অতরঙ্গি রে নিয়ে ব্যস্ত। সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করবেন সারা।

সারা
  • 7/7

তাঁর আগের ছবি বরুণ ধাওয়ানের সঙ্গে কুলি নম্বর ওয়ান ফ্লপ করে। সারা-র অভিনয় বেশ সমালোচিত হয় ছবিতে।

Advertisement