scorecardresearch
 
Advertisement
বলিউড

PHOTOS: টমেটো দেখে ভয় পান ক্যাটরিনা! দেখুন স্টারদের ডর কা কিস্সা

অনন্যা পাণ্ডে
  • 1/8

অনন্যা পাণ্ডে
একজন মস্ত পালোয়ান, কিন্তু আরশোলা দেখলে ভয়ে অস্থির! এমন ঘটনা প্রায়শই শোনা যায়। বলিউড স্টারদের মধ্যে অনেকেই অদ্ভূত কিছু ফোবিয়ায় ভোগেন। যেমন অনন্যা পাণ্ডে। নায়িকা জানিয়েছেন, কোই মিল গয়া ছবিতে জাদুকে দেখে ভয় লাগে তাঁর। সে জন্য কোনও দিন সিনেমাটি পুরো দেখতে পারেননি।

অনুষ্কা শর্মা
  • 2/8

অনুষ্কা শর্মা
বাইক চালাতে ভয় পান বিরাট ঘরনি। মটরু কি বিজলি কা মনডোলা ছবিতে বাইক চালানোর দৃশ্যে অভিনয় করতে গিয়ে এই ভয় সামনে আসে। বাইক থেকে শতহস্ত দূরে থাকেন নায়িকা।

কঙ্গনা রানাওয়াত
  • 3/8

কঙ্গনা রানাওয়াত
বিশ্বের যে কোনও বিষয়ে মুখ খুলতে ভয় পান না। কিন্তু গাড়ি চালাতে ভয় লাগে কঙ্গনার। তাঁর ড্রাইভিং ফোবিয়া আছে। একবার গাড়ি চালানোর সময় একটি অটোরিক্সাকে ধাক্কা দিয়েছিলেন নায়িকা। এই ভয় তার পর থেকে শুরু হয়।

Advertisement
অর্জুন কাপুর
  • 4/8

অর্জুন কাপুর
সিলিং ফ্যান দেখে ভয় পান অর্জুন। তিনি একাধিক সাক্ষাৎকারে এ কথা স্বীকার করেছেন। জানলে অবাক হবেন, তাঁর বাড়িতে একটিও সিলিং ফ্যান নেই।

সোনম কাপুর
  • 5/8

সোনম কাপুর
বলিউডের নীরজা সোনম এলিভেটর বা লিফ্টে চড়তে ভয় পান। তাঁর বোন রিয়া এই ভয় কাটানোর বহু চেষ্টা করেছেন। কিন্তু কাজ হয়নি।

শাহরুখ খান
  • 6/8

শাহরুখ খান
এক ঘুসিতে ভিলেন আছড়ে ফেলা, রোম্যান্টিক দৃশ্যের রাজা বলিউড বাদশা শাহরুখ খানের ভয়টিও বড় অদ্ভূত। ঘোড়ায় চড়তে ভয় পান তিনি। সাধারণত সিনেমার শুটিংয়ে ঘোড়ায় চড়া কোনও দৃশ্য থাকলে এড়িয়ে যআওয়ার চেষ্টা করেন শাহরুখ।

ক্যাটরিনা কাইফ
  • 7/8

ক্যাটরিনা কাইফ
লা টোমাটিনা ফেস্টিভ্যালে জমিয়ে মজা করতে দেখা গিয়েছে অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। কিন্তু রিয়েল লাইফের গল্পটা একটু আলাদা। টমেটো দেখলে ভয় পান সুন্দরী। এ জন্য একাধিক টমেটো কেচাপের বিজ্ঞাপনকে না করে দিয়েছেন তিনি।

Advertisement
আমির খান
  • 8/8

আমির খান
মিস্টার পারফেকশনিস্ট। যে কোনও সিনেমার জন্য নিজেকে আমূল বদলে ফেলা আমির ভয় পান মৃত্যুকে। এই ভয়কে একে থানাটোফোবিয়া বলা হয়।

Advertisement