Advertisement
মনোরঞ্জন

লাল বিকিনতে মালদ্বীপে উষ্ণতা ছড়াচ্ছেন শেফালি, দেখুন PHOTOS

  • 1/8

মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন টেলিভিশন অভিনেত্রী শেফালি জরিওয়ালা। সেখান থেকেই লাল বিকিনির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। এখনও পর্যন্ত ৯৯ হাজার মানুষ দেখে ফেলেছেন এই ছবি। নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল সেই ছবি।

  • 2/8

লাল বিকিনিতে সমুদ্রে উত্তাল হয়েছে। বিভিন্নভাবে পোজ দিয়ে ছবিও তুলেছে নায়িকা। 

  • 3/8

মালদ্বীপের প্রতি শেফালির বেশ দুর্বলতা বেশ বোঝা যাচ্ছে ছবিতে। সে কথা নিজেও ব্যক্ত করেছেন নায়িকা। 

Advertisement
  • 4/8

এর আগেও বিকিনিতে অনেক ছবি পোস্ট করেছেন শেফালি। 

  • 5/8

২০০২ সালের অন্যতম সেরা আইটেম সং কাটা লাগা তে দর্শকদের মনে ঝড় তুলেছিলেন শেফালি জরিওয়ালা। 

  • 6/8

২০০৫ সালে হারমিত সিং কে বিয়ে করেন শেফালি, পরে বিচ্ছেদও হয়। এরপর পরাগ ত্যাগী কে ২০১৪ সালে বিয়ে করেন 

  • 7/8

 কিছুদিন আগে বিগ বস ১৩ তে অংশ নিয়ে বেশ চর্চায় আসেন তিনি এবং সেই সময় বিগ বস ১৩ বিজেতা সিদ্ধার্থ শুক্লা এর সাথেও শেফালির সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিলো

Advertisement
  • 8/8

তবে আপাতত তাঁর বিকিনি অবতার ঝড় তুলছে সোশ্যাল মিডিয়ায়। 

Advertisement