Advertisement
মনোরঞ্জন

Singer KK Dies: মৃত্যুর আগে কলকাতায় KK-র কিছু মুহূর্ত, মন খারাপ করা সেই ছবিগুলি

  • 1/9

মঙ্গলবার কলকাতায় প্রয়াত সঙ্গীতশিল্পী কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ।  গুরুদাস মহাবিদ্যালয়ের অনুষ্ঠান হওয়ার পর মৃত্যু হয় তাঁর। নজরুল মঞ্চে এই অনুষ্ঠানের পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। 

  • 2/9

কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। মৃত্যুকালে সঙ্গীতশিল্পীর বয়স হয়েছিল ৫৩ বছর। সঙ্গীতশিল্পীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র সাংস্কৃতিক জগতে। 
 

  • 3/9

সোমবারই নিজের দল নিয়ে কলকাতায় আসেন কেকে। শহরে আসার আগে মুম্বই বিমানবন্দর থেকে সোশ্যাল পেজে সেই ছবি পোস্টও করেন তিনি।
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KK (@kk_live_now)

Advertisement
  • 4/9

এদিনই নজরুল মঞ্চে বিবেকানন্দ কলেজের অনুষ্ঠান করেন তিনি। 
 

  • 5/9

মঙ্গলবার একই স্থানে শো করেন গুরুদাস মহাবিদ্যালয়ের জন্য।  এমনকি, কলকাতা আসবেন বলে কিছুদিন আগে একটি লাইভও করেন।  

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KK (@kk_live_now)

  • 6/9

শো চলাকালীনও অনুগামীদের মধ্যে দেখা যায় বাঁধভাঙা উত্তেজনা। শো -এর ছবিও নিজের সোশ্যাল পেজে শেয়ার করেন তিনি।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KK (@kk_live_now)

  • 7/9

শোনা যাচ্ছে শো চলাকালীনই অসুস্থ বোধ করেন তিনি। এরপরই শো শেষের পর কলকাতার একটি পাঁচতালা হোটেলের সিঁড়িতে পরে যান তিনি। এরপরেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে,  মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে।
 

Advertisement
  • 8/9

রাত ৯.৩০- ১০ টা নাগাদ মৃত্যু হয় কেকে-র। হাসপাতাল সূত্রের খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছিল তাঁর। (ছবি সৌজন্য: ফেসবুক)
 

  • 9/9

তিন চারেক আগেই পুনের একটি কনসার্টের ছবি শেয়ার করেছিলেন শিল্পী। 
 

Advertisement