scorecardresearch
 
বলিউড

PHOTOS: এক সময় কাজ চেয়ে পোস্ট করতেন নীনা গুপ্তা!

নীনা
  • 1/10

তাঁর অভিনয় প্রতিভার চেয়ে ব্যক্তিগত জীবন বরাবরই চর্চায় বিষয় হয়ে থেকেছে ফিল্ম ম্যাগাজিনে। এক সময় এমন অবস্থাও হয়েছিল, যখন তাঁকে সোশাল মিডিয়ায় পোস্ট করে পরিচালক-প্রযোজকদের কাছে কাজ চাইতে হয়েছিল।

নীনা
  • 2/10

যেটা আখেরে শাপে বর হয়েছে তাঁর জন্যেও, দর্শকদের জন্যেও। মুল্ক, পঙ্গা, বাধাই হো, শুভ মঙ্গল জ্যায়াদা সাবধান-এর মতো সিনেমার অফার আসে নীনার কাছে।

নীনা
  • 3/10

নীনা সেই সব অভিনেত্রীদের মধ্যে একজন, যিনি তাঁর চরিত্রে প্রাণ ঢেলে দেন। ২০১৭ সালে তাঁর একটি সোশাল পোস্ট নিয়ে বেশ চর্চা হয়েছিল। তার পর থেকে তিনি যে সমস্ত চরিত্রে অভিনয় করেছেন সবই মায়ের রোল।

নীনা
  • 4/10

আসুন এক নজরে দেখে নেওয়া যাক নীনার সেই সব চরিত্র যা তাঁকে নতুন করে দর্শকদের মনে জায়গা করে দিয়েছে। তার সঙ্গে তাঁর নামের প্রতিও সুবিচার করেছে।

নীনা
  • 5/10

২০১৮ সালে মুক্তি পেয়েছিল মুল্ক। যাতে তিনি ঋষি কাপুরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর পুত্রবধূর চরিত্রে দেখা গিয়েছিল তাপসী পান্নুকে।

নীনা
  • 6/10

২০১৮ সালে মুক্তি বধাই হো। এটি ভারতীয় সিনেমায় একটি পাথ ব্রেকিং সিনেমা বলা চলে। পঞ্চাশ ছুঁইছুঁই একজন মহিলা হঠাৎ করে বুঝতে পারেন তিনি প্রেগনেন্ট।

নীনা
  • 7/10

তার পর সে ঘটনাকে কেন্দ্র করে সামাজিক দৃষ্টিভঙ্গি, সন্তানদের কটাক্ষ, শারীরিক সমস্যা ইত্যাদি নিয়ে অত্যন্ত বাস্তব ধর্মী চিত্র ফুটিয়ে তোলা হয়। নীনা এই চরিত্রে ফুল মার্কস পেয়েছেন।

নীনা
  • 8/10

২০১৯ সালে কঙ্গনা রানাওয়াতের ছবি পঙ্গা মুক্তি পায়। সিনেমায় কঙ্গনার মায়ের চরিত্রে অভিনয় করেন নীনা। এক সময়কার জাতীয় চ্যাম্পিয়ন মেয়েকে ফের একবার কবাডির কোর্টে পৌঁছে দিয়েছিলেন তিনি।

নীনা
  • 9/10

২০২০ সালে মুক্তি পায় শুভ মঙ্গল জ্যায়াদা সাবধান। সিনেমাটি পুরুষদের সমকামিতা নিয়ে। সিনেমায় মুখ্য ভূমিকায় ছিলেন আয়ুষ্মান খুরানা এবং জিতেন্দ্র কুমার। জিতেন্দ্র-র মায়ের ভূমিকায় ছিলেন নীনা।

নীনা
  • 10/10

ছবি সৌজন্য নীনা গুপ্তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল