Advertisement
মনোরঞ্জন

Summer Fashion-এ একে অপরকে টেক্কা দিচ্ছেন বলি নায়িকারা

  • 1/8

ফ্যাশন ট্রেন্ড এমন একটা জিনিস যা বারবার পাল্টাতে থাকে। ঋতু বদলের সঙ্গে সঙ্গে ফ্যাশন ট্রেন্ডও বদলাতে থাকে। আর গ্রীষ্ম মানেই নজরে পড়ে নিত্য নতুন ফ্যাশনেবল জামাকাপড়।

  • 2/8

বি-টাউন সেলেবরাও এই গরমে যেন একে অপরকে টেক্কা দিচ্ছেন ফ্যাশনেবল সামার কালেকশনে। এক নজরে দেখে নেওয়া যাক কয়েকজন তারকাদের ফ্যাশন কালেকশন। 

  • 3/8

আলিয়া ভাট

বরাবরই নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য খবরে থাকেন অভিনেত্রী আলিয়া ভাট। এই বছর তাঁর 'ডাই' টি -শার্ট' ও তার সঙ্গে ডেনিম হট প্যান্ট বেশ নজর কেড়েছে সকলের। 

Advertisement
  • 4/8

কিয়ারা আদভানি

সম্প্রতি ইন্সটাগ্রামে শেয়ার করা কিয়ারার মোনোক্রম ড্রেসটি গরমের জন্য একদম সেরা। সাদা ডেনিম ট্রাওজারের সঙ্গে একটি একই রঙের ট্যাঙ্ক টপ পরেছেন নায়িকা। সেই সঙ্গে পীচ রঙা হিল জুতো পরায় আরও বেশি 'কুল' ও 'টেন্ডি' লুকটি ইন হয়েছে তাঁর। 
 

  • 5/8

অনন্য পান্ডে 

ফ্যাশনের দিক দিয়ে অনন্যা পান্ডেও বিভিন্ন সময়ে নজর চর্চায় থেকেছেন। তাঁর কিছুদিন আগেই শেয়ার করা একটি ছবিতে সাদা হালকা পোশাক পরেছেন তিনি। সঙ্গে পায়ে  রয়েছে মানানসই গোলাপি রঙা হিল জুতো। 

  • 6/8

জাহ্নবী কাপুর 

সমুদ্রের ধারে জাহ্নবী কাপুরের সামার পোশাকটি যেন একেবারে কনট্রাস্ট করা। হালকা গোলাপি স্প্যাগেটি ক্রপ টপের সঙ্গে হালকা রঙা ট্রাওজার এবং পায়ে স্নিকারসে একেবারে আলাদা তিনি। 

  • 7/8

শানায়া কাপুর 

রিপড বয়ফ্রেন্ড জিন্সের সঙ্গে সাদা ক্রপ টপে শানায়ার ছবি ইন্সটাগ্রামে একেবারে হিট। দেখেই যেমন মনে হচ্ছে গরমে আরামদায়ক। একই সঙ্গে ক্লাসিও বটে।

Advertisement
  • 8/8

শ্রদ্ধা কাপুর 

তুঁতে রঙা কুরুশের টপের সঙ্গে ঘিয়ে রঙের হালকা শর্ট প্যান্ট কিছুদিন আগেই অভিনেত্রী  শ্রদ্ধা কাপুরের মালদ্বীপের ছবিগুলি যথেষ্ট আলোচনায় ছিল। (সমস্ত ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)  
 

Advertisement