করোনা অতিমারীর জন্য গোটা বিশ্বের সামগ্রিক চিত্রে অনেক পরিবর্তন এসেছে। তার মধ্যে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে (Corona Second Wave) ফের দেশের একাধিক জায়গায় চলছে লকডাউন। এ রাজ্যেও চলছে আংশিক লকডাউন। গত এক বছর ধরে ডিজিটাল মাধ্যমের গুরুত্ব অনেকটাই বেড়েছে। আর সেই ডিজিটাল মাধ্যমকে ভরসা করেই এবার ওয়াল্ড প্রিমিয়ার হবে রোহন সেন পরিচালিত ছবি 'এভাবেই গল্প হোক' (Ebhabei Golpo Hok film)। ছবিটি আসছে 'ক্লিক' (Klikk) ওটিটি প্ল্যাটফর্মে।
২০২১ সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছে এই ছবি। অভিনয় করেছেন একাধিক জনপ্রিয় অভিনেতারা। রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়, জয় সেনগুপ্ত, শাশ্বতী গুহঠাকুরতা, স্বর্গীয় মৃণাল মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা।
এছাড়াও আনন্দ এস চৌধুরী, বিবৃতি চট্টোপাধ্যায় এবং রূপঞ্জনা মিত্রের মতো অভিনেতারাও অভিনয় করেছেন এই ছবিতে।
ছবির সঙ্গীত পরিচালনা করেছেন রাজদীপ গাঙ্গুলী এবং গানগুলি গেয়েছেন রূপঙ্কর বাগচী, অমৃতা দে এবং কিঞ্জল চট্টোপাধ্যায়।
অভিজিৎ মুখোপাধ্যায়, একজন চলচ্চিত্র পরিচালক, যার নির্দেশনা দেওয়া শেষ তিনটি ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এবার তিনি 'একটি অসমাপ্ত গল্প' নামে এক উপন্যাস অবলম্বনে একটি ছবি বানাবেন।
ছবির কাজ এগানোর জন্য পরিচালক তাঁর ট্রিমের সঙ্গে আলোচনা করতে গিয়ে বোঝেন গল্পটি অসম্পূর্ণ। তিনি ছবির কার্যনির্বাহী প্রযোজককে দায়িত্ব দেন, সেই উপন্যাসের লেখককে খুঁজে বের করতে।
কী হবে সেই গল্পের শেষে? পরিচালক কী ছবিটি বানাতে পারবেন? এই রকম নানা প্রশ্ন উত্তরের মাঝে 'এভাবেই গল্প হোক' ছবিটির গল্প এগোয়।
আমাদের রোজকার জীবনেও এমন অনেকগুলি গল্প প্রতিদিন ঘটে যার কোনও সমাপ্তি হয় না। এই ছবিও মনে করিয়ে দেবে সেই কথা।