scorecardresearch
 
Advertisement
বলিউড

Sunil Dutt: দেশভাগের সময় সুনীল দত্ত-কে প্রাণে বাঁচান মুসলিম প্রতিবেশী

সুনীল
  • 1/8

বলিউডে বেশ কিছু অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যাঁদের অভিনয় প্রতিভার সঙ্গে সঙ্গে ব্যক্তিত্বও ভীষণ ভাবে আকৃষ্ট করেছে মানুষজনকে। তাঁদেরই মধ্যে একজন প্রয়াত অভিনেতা সুনীল দত্ত। আজ তাঁৎ জন্মদিনে জেনে নিন এমন এক কাহিনি যা তাঁর জীবন এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিয়েছিল।

সুনীল
  • 2/8

১৯২৯ সালের ৬ জুন পাকিস্তানের ঝিলমে জন্মগ্রহণ করেন সুনীল দত্ত। দেশ ভাগের পর পরিবার নিয়ে ভারতে চলে আসেন তিনি। তবে দেশভাগের সময় তাঁর প্রাণ সংকটে পড়েছিল।

সুনীল
  • 3/8

দেশ ভাগের সময় সুনীলের বয়স ছিল ১৮। দেশভাগের পর সাম্প্রদায়িক দাঙ্গায় দুই দেশের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। সে সময় পাকিস্তানেই ছিলেন সুনীল এবং তাঁর পরিবার। তাঁদের প্রাণ সংকটে দেখে প্রতিবেশী মুসলমান পরিবার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এক মাসেরও বেশি সময় সুনীল এবং তাঁর পরিবারকে বাড়িতে আশ্রয় দিয়েছিলেন সেই প্রতিবেশী।

Advertisement
সুনীল
  • 4/8

পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হওয়ার পর তাঁদের সুরক্ষিত হরিয়ানা পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন সেই সহৃদয় ব্যক্তি। এই ঘটনা সুনীলের মনে গভীর প্রভাব ফেলেছিল। অভিনয়ের পাশাপাশি সুনীল সারা জীবন সাম্প্রদায়িক সদ্ভাব রক্ষার জন্য কাজ করে গিয়েছেন।

সুনীল
  • 5/8

অভিনয়ের আগে বিবিসি রেডিও এবং বাস স্টেশনে রাজ করেছেন সুনীল। যেখানে যাতায়াত করা বাসের খবরাখবর রাখতে হত তাঁকে।

সুনীল
  • 6/8

অভিনয় জীবন শুরুর আগে থেকেই নার্গিসকে ভীষণ ভালোবেসেছেন তিনি। সে সময় নার্গিস তারকা ছিলেন। সুনীলকেকে কেউ চিনতেন না। একবার বিবিসি রেডিওতে নার্গিসের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ আসে সুনীলের সামনে। নার্গিসকে সামনে দেখে তিনি এতটাই ঘাবড়ে গিয়েছিলেন যে সাক্ষাৎকার নিতেই পারেননি। এ কারণে তাঁর চাকরি প্রায় যেতে বসেছিল।

সুনীল
  • 7/8

অভিনয় জীবনে প্রায় সমস্ত ছবিতে লিড রোলে অভিনয় করেছেন সুনীল। এর মধ্যে প্রায় ১০-১২টি ছবিতে ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন। যেখানে তাদের জীবনের নানা বিষয়ে আলোকপাত করেছিলেন সুনীল।

Advertisement
সুনীল
  • 8/8

তাঁর বর্ণময় কেরিয়ারে কুন্দন, কিস্মত কা খেল, মাদার ইন্ডিয়া, হম হিন্দুস্তানি, ওয়াক্ত, ছায়া, মেরা সায়া, মিলন, হমরাজ, চিরাগ, হিমালয় সে উঁচা, পাপী, পড়োসন, মুকাবলা, ল্যায়লা, ওয়তন কে রখওয়ালে, ফুল, পরম্পরা এবং মুন্নাভাই এম বি বি এস-এর মতো হিট ছবিতে অভিনয় করেছেন। ২৫ মে ২০০৫ সালে বান্দ্রায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Advertisement