Advertisement
মনোরঞ্জন

Yami Gautam Mehendi: প্রকাশ্যে ইয়ামির মেহেন্দির নানা মুহূর্ত! দেখুন PHOTOS

  • 1/8

করোনা আবহেই শুধুমাত্র ঘনিষ্ঠদের নিয়ে গাঁটছড়া বাঁধলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম (Yami Gautam) ও পরিচালক আদিত্য ধর (Aditya Dhar)।  'ভিকি ডোনার' খ্যাত অভিনেত্রী তাঁর বন্ধুমহল ও ফ্যানেদের সঙ্গে সুখবরটি শেয়ার করেছেন বিয়ের একটি ছবি পোস্ট করে। এবার মেহেন্দি অনুষ্ঠানের কিছু ছবি প্রকাশ্যে আনলেন নায়িকা।
 

  • 2/8

মেহেন্দিতে কমলা রঙের একটি সালোয়ার স্যুট পরেছিলেন অভিনেত্রী। প্রতিটা ছবিতে তাঁর মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে, আদিত্যর সঙ্গে নতুন জীবনে পা রাখতে কতটা উৎসাহিত ও আনন্দিত তিনি। 

  • 3/8

ছবিগুলি সোশ্যাল পেজে ছবিগুলি শেয়ার করে তিনি একটি পজিটিভ ক্যাপশনও লিখেছেন। যার অর্থ, "যে প্রিয়, এত চিন্তা কেন? যার তোমার জন্য, তা সব সময় তোমার কাছে আসবে, সব সময় তোমায় খুঁজে নেবে।" 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yami Gautam (@yamigautam)

Advertisement
  • 4/8

ইয়ামি -আদিত্যের বিয়ের ছবিগুলি এই মুহূর্তে নেটপাড়ায় ঘুরছে। মনিশ মালহোত্রা, কীর্তি কুলহারী, বাণী কাপুর, নিমরত কর সহ আরও বলিউড তারকারা নব দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন ভার্চুয়াল মাধ্যমে।
 

  • 5/8

বর-কনে দুজনেই প্রচারের আড়ালেই থাকতে ভালোবাসেন। তাই একেবারে ঘনিষ্ঠ আত্মীয়- পরিজনদের নিয়েই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yami Gautam (@yamigautam)

  • 6/8

বিয়ের প্রথম ছবি সামনে আসার পর থেকেই আরও একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে এই তারকা জুটির বিয়ের। একটি ছবিতে ইয়ামির বোন সুরিলি গৌতম ও ভাই ওজাস গৌতমকেও দেখা যাচ্ছে। 

  • 7/8

বিয়েতে লাল শাড়িতে সেজেছেন নায়িকা। অন্যদিকে আদিত্য পরেছেন সাদা রঙা শেরওয়ানি। দুজনে, একে অপরের সঙ্গে যে খুশী আছেন, তার প্রমাণ মেলে তাঁদের ছবিগুলি দেখলেই। 
 

Advertisement
  • 8/8

'উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক' (Uri: The Surgical Strike) ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন এই জুটি। শোনা যায় তারপর থেকেই সম্পর্কে জড়ান তাঁরা। তবে কখনই তা টা প্রকাশ্যে আনেননি দুজনের কেউই। ( সমস্ত ছবি সৌজন্য- ইন্সটাগ্রাম)

Advertisement