scorecardresearch
 
Advertisement
বলিউড

Rasika Dugal: জন্মদিনের রিটার্ন গিফ্ট! দেখে নিন রসিকা দুগলের সেরা কাজগুলি

রসিকা
  • 1/11

বলিউড ইন্ডাস্ট্রিতে প্রতিভাবান অভিনেত্রীর অভাব নেই। কিন্তু এ কথা অস্বীকার করা যাবে না যে এখন পর্যন্ত প্রতিভার স্বীকৃতির জন্য উপযুক্ত কোনও প্ল্যাটফর্ম ছিল না।

রসিকা
  • 2/11

কিন্তু ওটিটি-র আবির্ভাবের সঙ্গে সঙ্গে অনেক দক্ষ শিল্পী কেবল দুর্দান্ত প্রোজেক্টে কাজের সুযোগ পাচ্ছেন না, তাঁরা প্রচুর সাধুবাদও পাচ্ছেন। তেমনই একজনের নাম রসিকা দুগল।

রসিকা
  • 3/11

রসিকা দুগল ১৯৮৫ সালের ১৭ জানুয়ারি জামশেদপুরে জন্মগ্রহণ করেন। ২২ বছর বয়সে রসিকা অভিনয় শুরু করেন। তার প্রথম ছবি আনোয়ার, ২০০৭ সালে মুক্তি পায়। 

Advertisement
রসিকা
  • 4/11

তাঁর প্রথম ছবি আনোয়ার যেটি ২০০৭ সালে মুক্তি পায়। এরপর তিনি নো স্মোকিং, হাইজ্যাক, আওরঙ্গজেব, বোম্বে টকিজ, কিস্সা, ওয়ানস এগেইন, লাভ স্টোরিজ, হামিদ, মান্টো-সহ অনেক ছবিতে কাজ করেন।

রসিকা
  • 5/11

মান্টো সিনেমায় নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে অভিনয় করেছেন তিনি। এই ছবিতে তার অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছিল।

রসিকা
  • 6/11

চাটনি নামের একটি স্বল্প দৈর্ঘ্যের সিনেমায় রসিকার অভিনয় ছিল দেখার মতো। রসিকার পাশে টিসকা চোপড়াও অনবদ্য অভিনয় করেন এই সিনেমায়।

রসিকা
  • 7/11

অনেকে রসিকার নাম শুনলেই মির্জাপুরের কথা স্মরণ করেন। এই সিরিজ তাঁকে সর্বভারতীয় ক্ষেত্রে বিশেষ পরিচিতি দিয়েছে।

Advertisement
রসিকা
  • 8/11

বীণা ত্রিপাঠীর চরিত্রে রসিকার অসাধারণ অভিনয় সকলকে মুগ্ধ করেছে। প্রথম দুই সিজন শেষ করে এখন তৃতীয় সিজন মুক্তির অপেক্ষায়। ফের একবার রসিকার ম্যাজিক দেখা যাবে।

রসিকা
  • 9/11

২০১৯ সালে তিনি মেড ইন হেভেন, দিল্লি ক্রাইম, আউট অফ লাভ, আ সুটেবল বয় এবং ওকে কম্পিউটারের মতো ওয়েব সিরিজে কাজ করেছেন।

রসিকা
  • 10/11

দিল্লি ক্রাইমে রাসিকার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল। আউট অফ লাভ-এ ডাক্তার মীরা কাপুরের ভূমিকায় অভিনয় করে তিনি তার প্রতিভার আর একটি উদাহরণ উপস্থাপন করেন।

রসিকা
  • 11/11

আগামী দিনে রসিকার বেশ কিছু ভালো প্রোজেক্ট মুক্তির অপেক্ষায় রয়েছে। যে যোগ্য স্বীকৃতি তিনি পাননি, তা পেয়েছেন ওটিটি-র দৌলতে। তার সঙ্গে দর্শকরা নতুন করে পরিচিত হয়েছেন অত্যন্ত প্রতিভাময়ী এক অভিনেত্রীর সঙ্গে।

Advertisement