বর্তমানে শিরোনামে রয়েছেন টেলি অভিনেত্রী টিনা দত্ত। 'বিগ বস' ১৬-র প্রতিযোগী হয়ে অংশগ্রহণ করার পর থেকেই, ফ্যানেদের সংখ্যা যেন আরও বেড়েছে অভিনেত্রীর। শালিনের সঙ্গে তাঁর সম্পর্কের জন্যেও আলোচনায় রয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন টিনা। নেটমাধ্যমে তাঁর উষ্ণ ছবিতে ভার্চুয়াল ভালোবাসায় ভরিয়ে দেন অনুগামীরা।
বর্তমানে 'বিগ বস'-এ দেখা গেলেও, এর আগে এই জনপ্রিয় নন- ফিকশন শোয়ের প্রস্তাব ফিরিয়েছেন টিনা। তবে এই শোয়ে এসে 'উত্তরণ' নায়িকা প্রায় রোজই থাকছেন চর্চায়।
গ্ল্যামার জগতে আসার আগে জীবনে বহু সংগ্রাম করতে হয় টিনাকে। কলকাতায় থাকাকালীন, তিনি যখন অষ্টম- নবম শ্রেণীতে পড়তেন, তখনই ডাক আসে মুম্বই থেকে। কিন্তু বিমানের টিকিটের টাকা জোগাড় করার সামর্থ্য ছিল না তাঁর পরিবারের। ফলস্বরূপ মিস হয় সেই অডিশনের সুযোগ।
টিনা জানান, কোনওভাবে ই-মেল খোলার জন্য পাঁচ- ছয়দিনের জন্য ইন্টারনেট ব্যবস্থা করতেন তিনি। বর্তমানে তিনি তারকা ঠিকই, কিন্তু এক সময় তাঁকে অনেক কষ্ট করতে হয়েছে।
মাত্র পাঁচ বছর বয়সে শিশু শিল্পী হিসাবে শুরু হয় তাঁর অভিনয়ের কেরিয়ার। এছাড়াও 'পিতা মাতার সন্তান', 'দশ নম্বর বাড়ি', 'সাগরকন্যা', 'চোখের বালি', 'পরিণীতা' -র মতো একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি। বাংলা ছোট পর্দাতেও কাজ করেছেন তিনি। 'খেলা', 'কুমকুম', 'দুর্গা' ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে।
যদিও 'উত্তরণ' ধারবাহিকের জন্য তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান। ইচ্ছে চরিত্রে অভিনয় করে তাঁর ঝুলিতে এসেছে বহু প্রশংসা, পুরস্কার।
'বিগ বস'-র আগে 'বক্স ক্রিকেট লিগ '-র দুটি সিজন, 'ফিয়ার ফ্যাক্টর'-র মতো নন- ফিকশন শোতে প্রতিযোগী হয়ে অংশগ্রহণ করেছিলেন তিনি।
এছাড়াও হিন্দি ওয়েব সিরিজ 'নক্সালবাড়ি'-তে কেতকী চরিত্রে দেখা যায় তাঁকে। পার্থ মিত্র পরিচালিত এই সিরিজটি ২০২০ সালে স্ট্রিমিং হয় জি ফাইভে।
'বিগ বস'-এ টিনা দত্তকে দারুণ পছন্দ করছেন দর্শকেরা। আর সেই প্রমাণ মেলে সোশ্যাল মিডিয়াতে। তবে শেষ পর্যন্ত তাঁর মাথায়ই বিজয়ীর শিরোপা উঠবে কি না, তা সময়ই বলবে...