scorecardresearch
 
Advertisement
মনোরঞ্জন

Anushka Sharma Kolkata Shooting: স্কুল ড্রেসে ব্যাট হাতে নেমে পড়লেন বিরাট পত্নী অনুষ্কা! PHOTOS

স্কুল ড্রেসে অনুষ্কা শর্মা (Anushka Shamra)! ইডেনের পর এবার হাওড়ার আন্দুলে চাকদহ এক্সপ্রেসের (Chakdah Express) শুটিং দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। আন্দুল রাজবাড়ি চত্বরে, আন্দুল স্টেশনে চলল শুটিং।
  • 1/9

স্কুল ড্রেসে অনুষ্কা শর্মা (Anushka Shamra)! ইডেনের পর এবার হাওড়ার আন্দুলে চাকদহ এক্সপ্রেসের (Chakdah Express) শুটিং দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। আন্দুল রাজবাড়ি চত্বরে, আন্দুল স্টেশনে চলল শুটিং।
 

স্কুল ড্রেসে ব্যাট হাতে অনুষ্কাকে দেখতে যে বিরাট ভিড় হবে তা জানাই ছিল। সেই জন্যই প্রস্তুত ছিল পুলিশ প্রশাসনও। টি২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) খেলার জন্য অস্ট্রেলিয়া উড়ে গিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি যখন ভারতের হয়ে ব্যাট হাতে নামতে তৈরি হ
  • 2/9

স্কুল ড্রেসে ব্যাট হাতে অনুষ্কাকে দেখতে যে বিরাট ভিড় হবে তা জানাই ছিল। সেই জন্যই প্রস্তুত ছিল পুলিশ প্রশাসনও। টি২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) খেলার জন্য অস্ট্রেলিয়া উড়ে গিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি যখন ভারতের হয়ে ব্যাট হাতে নামতে তৈরি হচ্ছেন, তখন সিনেমার শুটিং-এর জন্য ব্যাট হাতে নেমে পড়েছেন অনুষ্কা। 
 

ভারতের মহিলা দলের প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) জীবন নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। আর সেখানেই প্রাক্তন ফাস্ট বোলারের চরিত্রে অভিনয় করছেন অনুষ্কা।
  • 3/9

ভারতের মহিলা দলের প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) জীবন নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। আর সেখানেই প্রাক্তন ফাস্ট বোলারের চরিত্রে অভিনয় করছেন অনুষ্কা। 
 

Advertisement
মহিলাদের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়া ঝুলনের জীবনের গল্প রূপোলী পর্দায় তুলে ধরতে যথেষ্ট পরিশ্রম করেছেন বিরাট পত্নী। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক কোহলি নিজেই জানিয়েছেন সেই পরিশ্রমের কথা।
  • 4/9

মহিলাদের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়া ঝুলনের জীবনের গল্প রূপোলী পর্দায় তুলে ধরতে যথেষ্ট পরিশ্রম করেছেন বিরাট পত্নী। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক কোহলি নিজেই জানিয়েছেন সেই পরিশ্রমের কথা। 
 

নদীয়া জেলার চাকদার মত মফস্বল থেকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হয়ে ওঠার জার্নিটা একেবারেই সহজ ছিল না ঝুলনের জন্য। এটা অনুপ্রেরণার গল্প, যা একদিকে অবিশ্বাস্য আবার অন্যদিকে অন্যদিকে বাস্তব।
  • 5/9

নদীয়া জেলার চাকদার মত মফস্বল থেকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হয়ে ওঠার জার্নিটা একেবারেই সহজ ছিল না ঝুলনের জন্য। এটা অনুপ্রেরণার গল্প, যা একদিকে অবিশ্বাস্য আবার অন্যদিকে অন্যদিকে বাস্তব।
 

নদীয়া জেলার চাকদার মত মফস্বল থেকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হয়ে ওঠার জার্নিটা একেবারেই সহজ ছিল না ঝুলনের জন্য। এটা অনুপ্রেরণার গল্প, যা একদিকে অবিশ্বাস্য আবার অন্যদিকে অন্যদিকে বাস্তব।
  • 6/9

নদীয়া জেলার চাকদার মত মফস্বল থেকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হয়ে ওঠার জার্নিটা একেবারেই সহজ ছিল না ঝুলনের জন্য। এটা অনুপ্রেরণার গল্প, যা একদিকে অবিশ্বাস্য আবার অন্যদিকে অন্যদিকে বাস্তব।
 

নিজের জীবনকে কার্যত রূপকথা বানিয়ে ফেলেছেন ঝুলন। ক্রিকেট থেকে অবসর নিলেও, তাঁর বোলিং-এ মুগ্ধ গোটা বিশ্ব। এবার সেই রূপকথার কাহিনী পর্দায় তুলে ধরবেন বলিউড অভিনেত্রী।
  • 7/9

নিজের জীবনকে কার্যত রূপকথা বানিয়ে ফেলেছেন ঝুলন। ক্রিকেট থেকে অবসর নিলেও, তাঁর বোলিং-এ মুগ্ধ গোটা বিশ্ব। এবার সেই রূপকথার কাহিনী পর্দায় তুলে ধরবেন বলিউড অভিনেত্রী।
 

Advertisement
দীর্ঘদিন পর পর্দায় কামব্যাক করছেন অনুষ্কা। ২০১৮ সালে শেষবার 'জিরো' ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল অনুষ্কাকে। এরপর লম্বা ব্রেক। এবার চাকদহ এক্সপ্রেসে অভিনয় করছেন তিনি।
  • 8/9

দীর্ঘদিন পর পর্দায় কামব্যাক করছেন অনুষ্কা। ২০১৮ সালে শেষবার 'জিরো' ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল অনুষ্কাকে। এরপর লম্বা ব্রেক। এবার চাকদহ এক্সপ্রেসে অভিনয় করছেন তিনি। 
 

সোমবার সারা রাত ভারত-পাকিস্তান ম্যাচের শুটিং হয় ইডেনে। তবে আন্দুল রাজবাড়িতে শুটিংয়ের সময় অনুষ্কার ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
  • 9/9

সোমবার সারা রাত ভারত-পাকিস্তান ম্যাচের শুটিং হয় ইডেনে। তবে আন্দুল রাজবাড়িতে শুটিংয়ের সময় অনুষ্কার ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।                     

Advertisement