scorecardresearch
 
Advertisement
বলিউড

Bollywood Seductive Saree Songs: শুধু 'টিপ টিপ বরসা পানি' না! এই গানগুলিতে, শাড়িতেই উষ্ণতার পারদ চড়িয়েছেন বলিউড নায়িকারা

seductive saree songs of bollywood
  • 1/10

'সূর্যবংশী' -এর গান 'টিপ টিপ বরসা পানি' গানটি এই মুহূর্তে আলোচনায়। গানে ক্যাটরিনা কাইফের শাড়ি পরা লাস্যময়ী লুকে কাবু দর্শকরা। রুপোলী রঙা সিক্যুইন শাড়িতে বৃষ্টিভেজা 'ক্যাট' ইতিমধ্যে বহু যুবকের রাতের ঘুম কেড়েছেন। তবে বলিউডে এর আগেও শাড়ি পরে নায়িকাদের রোম্যান্টিক গানে দেখা গেছে। যার মধ্যে রয়েছে বেশ কিছু সুপারহিট গানও। 

seductive saree songs of bollywood
  • 2/10

টিপ টিপ বরসা পানি' গানটির নতুন ভার্সন নিয়ে আলোচনা করলে, অবশ্যই সবার আগে আসে এর আসল গানটির কথা। নয়ের দশকের ছবি 'মোহরা'-র এই গান, দর্শকরা আজও পছন্দ করেন। গানে হলুদ রঙা শাড়িতে রবিনা ট্যান্ডনের লুক আজও সকলের মনে গেঁথে আছে। সেই সঙ্গে অক্ষয় -রবিনার 'মাখো মাখো' রসায়ন মনে রাখার মতো। 
 

seductive saree songs of bollywood
  • 3/10

শাড়িতে আবেদনময়ী নায়িকাদের কথা হবে, আর সেখানে সুস্মিতা সেনের নাম থাকবে না, তা কখনও হয়? 'ম্যায় হু না' ছবির 'মিস চাঁদনী' শুরু শাহরুখ নয়, আরও বহু যুবকের মনে ঝড় তুলেছিল সেই সময়। 'তুমহে জো ম্যায়নে দেখা' গানে,  নায়িকার রুপোলী, হলুদ শাড়ি রীতিমতো হয়ে উঠেছিল স্টাইল স্টেটমেন্ট।
 

Advertisement
seductive saree songs of bollywood
  • 4/10

মাধুরী দীক্ষিত এবং অনিল কাপুরের 'ধক ধক করনে লাগা' গানটি সেই সময় দর্শকদের অবাক করেছিল। এই গানের জন্যেই নায়িকাকে ডাকা হয় 'ধকধক গার্ল' নামে। কমলা শাড়িতে মাধুরীর 'হটনেস' ও গান রীতিমতো ছিল চর্চায়। 
 

seductive saree songs of bollywood
  • 5/10

'সূর্যবংশী' -এর গান 'টিপ টিপ বরসা পানি' গানটির আগেও অক্ষয়- ক্যাটরিনার রসায়ন আরও একবার ছিল নজরকাড়া। 'দে দনা দন' ছবির 'গলে লাগ যা' গানেও বৃষ্টিতে পর্দায় রোম্যান্স করেছেন এই হিট জুটি। ক্যাটের হলুদ শাড়ি সকলের সৃষ্টি আকর্ষণ করেছিল সেই সময়। 
 

seductive saree songs of bollywood
  • 6/10

'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির 'বাত্তামিজ দিল' গান বলিউড পার্টি সংয়ের তালিকায় একবারে প্রথম সারিতে আসে। এই গানে নীল রঙা শাড়িতে নয়না ওরফে দীপিকার বোল্ড লুক আগুন জ্বালিয়েছিল দর্শক মনে। এমনকী নিজেদের ফ্যাশনিস্তা দেখাতে, অনেকেই নিজের ওয়ার্ডড্রপ সাজিয়েছিলেন 'বাত্তামিজ দিল' শাড়িতে। 
 

seductive saree songs of bollywood
  • 7/10

বলিউডের একাধিক গানে নায়িকাদের দেখা যায় হলুদ কিংবা কমলা শাড়িতে। যেমনটা কাজল নজর কেড়েছিলেন 'সুরজ হুয়া মধ্যম' গানে। শাহরুখ -কাজলের অনস্ক্রিন রসায়নে ফের মজেছিল দর্শককুল। 
 

Advertisement
seductive saree songs of bollywood
  • 8/10

'দোস্তানা' ছবির 'দেশি গার্ল' গানটির জন্যই প্রিয়াঙ্কা চোপড়াকে অনেকে 'দেশি গার্ল' বলেই সম্বোধন করেন। পিগি চপসের রুপোলী রঙা শাড়ি এবং সেক্সি লুকে, খুবই জনপ্রিয় হয়েছিল গানটি। এমনকী অনলাইনে এই ধরণের শাড়ি কিনতে শুরু করেছিলেন বহু ফ্যাশনপ্রেমী। 
 

seductive saree songs of bollywood
  • 9/10

বলিউডের প্রেমের গানের কথা বললে, যে গানটির কথা অবশ্যই আসে, তা হল 'কাটে নহি কাটতে'... নীল রঙা শাড়িতে সংবেদনশীল শ্রীদেবী এবং নায়িকার সঙ্গে অনিল কাপুরের পর্দার প্রেম আজও জনপ্রিয় এবং পসন্দের তালিকায় রয়েছে দর্শকদের। 
 

seductive saree songs of bollywood
  • 10/10

বলিউডের শাড়ি লুক নিয়ে কথা বললে, 'আর রাজকুমার' ছবির 'শাড়ি কে ফল সা..." গানটি অবশ্যই মাথায় আসে। সোনাক্ষী সিনহা ও শাহীদ কাপুরের জমাট নাচে গানটি বেশ জনপ্রিয়তা পায়। সেই সঙ্গে গানের দৃশ্যায়নে বেশ কয়েকটি সুন্দর শাড়িতে দেখা যায় নায়িকাকে।     
 

Advertisement