
বেশি দিন না, গত সপ্তাহেই কলকাতায় এসেছিলেন বাংলাদেশের বিতর্কিত নায়িকা পরীমনি।

দীপাবলির দিন কলকাতায় পা রেখেছিলেন নায়িকা।

সেই সফরের একগুচ্ছ ছবি ইতিমধ্যে নেট মাধ্যমে পোস্ট করেছেন পরী।

অভিনেত্রীকে দেখা গেছে কলকাতার এক শপিং মলে চুটিয়ে শপিং করতে।

যদিও পরীর এবারের সফর ছিল ব্যক্তিগত। শোনা যাচ্ছে চিকিৎসা করাতে কলকাতায় এসেছিলেন নায়িকা।

ইতিমধ্যে পরীমনি ফিরে গেছেন ঢাকায়। তবে কলকাতাকে নায়িক এখনও মিস করছেন।

তার প্রমাণ দিলেন মঙ্গলবার একগুচ্ছ ছবি পোস্ট করে।

যেখানে ময়দানে ঘোড়ার গাড়িতে করে ঘুরতে দেখা যাচ্ছে নায়িকাকে।

এক্কা গাড়িতে চড়ে বেজায় খুশি নায়িকা।

সঙ্গে সারা শরীরে মেখে রয়েছেন রং।

তবে ছবিগুলো এবারের নয়, গত এপ্রিলে কলকাতা সফরের।

একটি ছবিতে আইসক্রিম খেতেও দেখা যাচ্ছে নায়িকাকে।

কলকাতাকে যে তাঁর হৃদয়ের কতটা কাছের, বারবার পুরনো ছবি পোস্ট করে তাই যেন বোঝাতে চাইছেন নায়িকা।