বলিউডের ট্র্যাজেডি ক্যুইন। মাত্র ৩৯ বছর বয়সে আমাদের ছেড়ে গিয়েছেন মীনা কুমারী। কিন্তু আজও তাঁর অভিনয় অমর হয়ে রয়েছে।
মীনার আগে তাঁর দুই দিদি ছিল। অত্যন্ত গরিব পরিবারে জন্ম তাঁর। বাবা চেয়েছিলেন যাতে ছেলে হয়। যে বড় হয়ে রোজগার করে তাঁদের পাশে দাঁড়াবে।
জন্মের পর দাদর-এ একটি অনাথ আশ্রমের সামনে তাঁকে ফেলে চলে গিয়েছিলেন তাঁর বাবা। অবশ্য খানিক বাদেই ফের মেয়েকে ঘরে ফিরিয়ে নিয়ে যান।
ছোট থেকেই পরিচালকদের নজরে পড়ে যান মীনা। শিশু শিল্পী হিসাবে কাজ করতে শুরু করেন। এখান থেকেই তাঁর বলিউড সফর শুরু হয়। মেহজবিন থেকে হয়ে ওঠেন মীনা কুমারী।
এক পরিচালক সাক্ষাৎকারে বলেন, দীলিপ কুমারের মতো অভিনেতা তাঁর সামনে অভিনয় করতে গিয়ে স্থির থাকতে পারতেন না। মধুবালা বলেছিলেন, মীনার মতো কণ্ঠ অন্য কোনও অভিনেত্রীর হবে না।
মীনাকে দেখে সংলাপ ভুলে যেতেন রাজ কাপুর। অন্য দিকে বড় বড় সংলাপ কণ্ঠস্থ থাকত মীনার। সত্যজিৎ রায় তাঁর সম্পর্কে বলেছিলেন, 'উনি খুব উঁচু স্তরের অভিনেত্রী।'