'হিরো' থেকে 'অভিনেতাদের' বর্তমানে কদর বেশি। আর এই ট্রেন্ডটাকে যারা সেট করতে পেরেছেন তাঁদের মধ্যে একজন, অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। আজ অভিনেতার ৪৪ তম জন্মদিন।
তবে অনেকেরই অজানা অভিনয়কে পেশা হিসাবে বেঁছে নেওয়ার আগে একজন মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ ছিলেন ঋত্বিক।
এই শিল্পর প্রতি তাঁর অগাধ ভালবাসার জন্য শেষ পর্যন্ত সেলসের সেই চাকরি ছেড়ে পুরদস্তুর অভিনয় শুরু করেন তিনি।
২০০৭ সালে 'পাগল প্রেমী' ছবির মাধ্যমে বড় পর্দায় পা রেখেছিলেন এই গুণী শিল্পী। এরপর অঞ্জন দত্তের ' চলো লেটস গো' এবং ' ক্রস কানেকশন' ছবির মাধ্যমে তাঁর পরিচিত আরও ছড়ায়।
এরপর আরও একাধিক ছবিতে কাজ করে দর্শকদের বেশ কাছেই পৌঁছে গিয়েছেন তিনি। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত 'শব্দ' ছবিতে ঋত্বিক বুঝিয়ে দিয়েছিলেন বাংলা কেন, ভারতীয় চলচ্চিত্র জগতেও অনেককেই টেক্কা দিতে পারেন তিনি। শোনা যায় মৃণাল সেন এই ছবিটি দেখে তাঁকে বলেছিলেন "আমার যদি শরীর একটু ভালো থাকতো তোমায় নিয়ে কাজ করতাম।"
'বাকিটা ব্যক্তিগত', 'নির্বাক', 'সাহেব বিবি গোলাম', 'বিবাহ ডায়েরিজ', 'নগর কীর্তন', 'জ্যেষ্ঠপুত্র', 'ভিঞ্চি দা', 'পরিণীতা', 'রাজলক্ষ্মী ও শ্রীকান্ত', 'টেকো' ছাড়াও আরও একগুচ্ছ ছবি রয়েছে ঋত্বিক চক্রবর্তীর ঝুলিতে।
বড় পর্দার পাশাপাশি ছোট পর্দা ও টেলিফিল্মেও অভিনয় করেছেন তিনি। সেই বেশ কয়েকটি টেলিভিশন সিরিয়ালের সংলাপ লেখার দায়িত্বও সামলেছেন।
২০১১ সালে অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাসকে বিয়ে করেন ঋত্বিক। প্রেম, বিয়ে কিংবা বিয়ের পরবর্তী সময়ে কোনটাতেও তামঝাম নেই তাঁদের। বলা চলে প্রচারের আলো থেকে দূরেই থাকতে ভালবাসেন। অপরাজিতা-ঋত্বিকের এক ছেলের নাম উপমন্যু।
একাধিক সম্মান ও স্বীকৃতি তো রয়েছেই। সেই সঙ্গে পেয়েছেন সকলের ভালবাসা, আশীর্বাদ। বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম উজ্জ্বল শিল্পী তো বটেই ঋত্বিক চক্রবর্তী। এছাড়াও একজন ব্যক্তি হিসাবে অত্যন্ত নম্র ও 'ডাউন টু দ্য আর্থ' বলেই পরিচিত ইন্ডাস্ট্রেতে। ঋত্বিক চক্রবর্তীর জন্মদিনে আজতক বাংলার তরফ থেকেও অনেক শুভেচ্ছা।
(ছবি সৌজন্য: ফেসবুক)