scorecardresearch
 
Advertisement
বলিউড

৯৮-এ পা এই বছর! দিলীপ সাহাবের জন্মদিনে শুভেচ্ছা বার্তা তারকাদের

দিলীপ কুমার
  • 1/14

ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অন্যতম মূল্যবান অভিনেতা দিলীপ কুমার (Dilip Kumar)। সারা দেশে তাঁর কয়েক লক্ষ অনুগামী রয়েছে।

দিলীপ কুমার
  • 2/14

এই বছর বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের ৯৮ তম জন্মদিন। প্রায় সাত যুগের বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র তিনি।  

দিলীপ কুমার
  • 3/14

পেশোয়ারে ইউসুফ খান নামে জন্ম নেওয়া দিলীপ কুমার, ১৯৪৪ সালে 'জোয়ার ভাটা' ছবি দিয়ে রুপোলী পর্দায় পা রাখা। এরপর নিজের অসামান্য অভিনয় দক্ষতা দিয়ে পেয়েছেন একের পর এক স্বীকৃতি ও পুরস্কার। সিনেমায় তাঁর অবদানের জন্য ১৯৯৪ সালে, তাঁকে দাদাসাহেব ফালকে এবং ২০১৫ সালে পদ্মবিভূষণ পুরস্কার প্রদান করা হয়। এমনকি গিনিস বুক অফ ওয়াল্ড রেকর্ডেও নাম রয়েছে ভারতীয় অভিনেতা হিসাবে সর্বাধিক পুরস্কার পাওয়ায়।
 

Advertisement
দিলীপ কুমার
  • 4/14

অভিনেত্রী মধুবালার সঙ্গে সম্পর্কে ছিলেন প্রায় দীর্ঘ ৭ বছর । এরপর অভিনেত্রী বৈজন্তিবালার সঙ্গেও তাঁর সম্পর্কের জল্পনা রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ১৯৬৬ সালে বিয়ে করেছেন অভিনেত্রী সায়রা বানুকে। 
 

দিলীপ কুমার
  • 5/14

 সম্প্রতি একটি সংবাদ মাধ্যামকে দেওয়া এক সাক্ষাৎকারে, সায়রা বানু জানান, প্রবীণ অভিনেতার শরীর‘খুব একটা ভাল নেই’। এমনকি অনুরাগীদের, তাঁর স্বাস্থ্যে উন্নতির জন্যে প্রার্থনাও করতে বলেছিলেন তিনি।

দিলীপ কুমার
  • 6/14

এই বছর, এই দম্পতি তাঁদের বিবাহ বার্ষিকী উদযাপনও করেন নি। কারণ দিলীপ কুমার তাঁর দুই ভাই, আহসান ভাই এবং আসলাম ভাইকে করোনা ভাইরাসের জেরে হারিয়েছেন। 
 

দিলীপ কুমার
  • 7/14

 কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের জন্মদিনে বিভিন্ন তারকারা তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

Advertisement
দিলীপ কুমার
  • 8/14

এই বছর জন্মদিনে দিলীপ কুমারকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানানো অমিতাভ বচ্চনের পক্ষে সম্ভব হয় নি। তবে তিনি কিংবদন্তি অভিনেতাকে ভালবাসার স্বরুপ পাঠিয়েছেন বিশেষ একটি চিঠি ও ফুলের তোড়া। ইন্টারনেটে শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিগ বি-র একজন কর্রমচারে দিলীপ কুমারের মুম্বইয়ের বাড়ির বাইরের এক ব্যক্তির হাতে ফুলের একটি তোড়া এবং একটি খাম তুলে দিচ্ছেন।

 

 

 

দিলীপ কুমার
  • 9/14

অমিতাভ বচ্চন এবং দিলীপ কুমার ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত 'শক্তি' ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নির্মিত সেরা চলচ্চিত্রগুলির মধ্যে একটি ছবি হিসাবে 'শক্তি' বিবেচিত হয়। ছবিটি সেরা ছবি, সেরা চিত্রনাট্য, সেরা শব্দ সম্পাদনা, এবং সেরা অভিনেতার পুরষ্কারসহ চারটি ফিল্মফেয়ার পুরষ্কার জিতেছে। অমিতাভ বচ্চন এবং দিলীপ কুমার দুজনেই সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছিলেন। তবে পরবর্তীকালে এই পুরষ্কারটি দিলীপ কুমার পেয়েছিলেন।


 

দিলীপ কুমার
  • 10/14

অজয় দেবগন লিখেছেন, “শুভ জন্মদিন ইউসুফ সাব। আপনি নিজেই একটি প্রতিষ্ঠান এবং আপনি সব সময়ে আমার অনুপ্রেরণার উৎস হয়ে আছেন। শুধু আজ না স্যার আপনাকে সর্বদা শ্রদ্ধা"।

 

দিলীপ কুমার
  • 11/14

 অভিনেত্রী উর্মিলা মাতন্ডকারের পোস্টটি  করেছেন, “যখন বিশ্বের সমস্ত শব্দ একটি মানুষের বর্ণনা করতে ব্যর্থ হয়, একজন অভিনেতা, একটি যুগ, একজন কিংবদন্তি, একটি প্রতিষ্ঠান এবং যিনি সমস্ত আনন্দ, আলো ও জাদু সেলুলয়েডে নিয়ে এসেছিলেন...শুভ জন্মদিন দিলিপকুমার সাহাব।" 

 

Advertisement
দিলীপ কুমার
  • 12/14

বলিউড ক্যুইন মাধুরী দীক্ষিত 'ইজ্জতদার' ও 'কানুন আপনা আপনা' ছবিতে দিলীপ কুমারের সঙ্গে অভিনয় করেছিলেন। তিনি লিখেছেন, “জন্মদিনের শুভেচ্ছা  দীলিপকুমার সাবাব। আমি আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। 'ইজ্জতদার' ও 'কানুন আপনা আপনা'- র শ্যুটিংয়ের সময় আপনার সঙ্গে যে সময় কাটিয়েছি, সেটা মনে করে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আপনার জন্যে অনেক শুভেচ্ছা..."

 

দিলীপ কুমার
  • 13/14

বলিউড বাদশা শাহরুখ খান বরাবরই দীলিপ কুমারের ফ্যান। এর আগে যখন তিনি অসুস্থ হয়েছিলেন, তখনও দেখা করতে গিয়েছিলেন কিং খান। তিনি ট্যুইট করেছেন, "একমাত্র যিনি কেবল নিজের মতো থেকে গোটা বিশ্বকে বিস্মিত ও অনুপ্রাণিত করেছিলেন, সেই কিংবদন্তি দীলিপ কুমারকে জন্মদিনের শুভেচ্ছা। যখনই দেখা হয়েছে, আপনি সর্বদা আমাকে নিজের মতো করে ভালবাসা দিয়েছেন, আমার সব মনে আছে। অনেকটা ভালবাসি আপনাকে এবং খুব ভাল থাকুন দিলীপ সাহাব।" 

 

 

দিলীপ কুমার
  • 14/14

বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারকে জন্মদিনে আজতক বাংলা-র তরফ থেকে শুভ কামনা ওঁনার দ্রুত সুস্থ কামনা রইল। 

Advertisement