আজ থেকে তিন বছর আগে অর্থাৎ ২০১৭ সালের ১১ ডিসেম্বর গাঁটছড়া বেঁধেছিলেন ভারতের তারকা দম্পতি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা।
সুদূর ইতালির টাস্কানিতে প্রায় একান্তেই কাছের আত্মীয় পরিজনদের নিয়ে আয়োজন হয়েছিল রাজকীয় বিয়ের।
খুব শীঘ্রই পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। লকডাউনের মধ্যেই সামনে এসেছে সেই খবর।
বিবাহ বার্ষিকীতে মাখমাখ পোস্ট করেছেন অনুষ্কা। ক্যাপশনে তিনি লিখেছেন, "আমাদের তিন বছর এবং খুব শীঘ্রই আমরা তিনজন হয়ে যাব... মিস করছি তোমায়"।
কিছুদিন আগেই সামনে এসেছিল তাঁদের একটি ছবি, যেখানে উল্টো হয়ে শীর্ষাসন করছেন অনুষ্কা। আর তাঁকে সাহায্য করছেন স্বামী বিরাট।
প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তাঁরা শেয়ার করেন বিশেষ মুহূর্তের ছবি।
এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি রয়েছেন দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে সিরিজের প্রথম টেস্ট খেলার পর দেশে ফিরে আসবেন তিনি।
অন্যদিকে চলতি বছরেই অনুষ্কার প্রোডাকশন হাউজ থেকে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে 'পাতাল লোক'। সিরিজটি খুবই প্রশংসা কুড়িয়েছে সকলের।
এই মুহূর্তে পরিবারে নতুন অতিথি আসার জোড় কদমে প্রস্তুতি নিচ্ছেন 'বিরুষ্কা'। সব ঠিক থাকলে আগামী জানুয়ারিতেই মিলবে খুশির খবর।