scorecardresearch
 
Advertisement
বলিউড

শহিদ দিবসে দেখুন ভগৎ সিংকে নিয়ে বলিউডের সেরা ৭ শ্রদ্ধাঞ্জলী

ভগৎ
  • 1/8

দেশের স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত শহিদ নিজের জীবন হেলায় বিসর্জন করেছেন, ভগৎ সিং তাঁদের মধ্যে অন্যতম। মাত্র ২৪ বছর বয়সে আজকের দিনে ১৯৩১ সালে হাসতে হাসতে ফাঁসির দড়ি আপন করে নেন ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু। তাঁদের এই আত্মত্যাগ বহুযুগ ধরে বহু মানুষকে অনুপ্রাণিত করেছে। বলিউডের পরিটালকরাও তা থেকে বাদ যাননি। ১৯৫৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত একের পর এক সিনেমায় এই বীরগাথা তুলে ধরা হয়েছে। আজ শহীদ দিবসে দেখে নিন বলিউডে ভগৎ সিংয়ের জীবনী নিয়ে তৈরি সিনেমাগুলি।

শহিদ-এ-আজাদ ভগৎ সিং
  • 2/8

শহিদ-এ-আজাদ ভগৎ সিং
১৯৫৪ সালে প্রথমবার বড় পর্দায় ভগৎ সিংয়ের জীবনী নিয়ে সিনেমা তৈরি করেন পরিচালক জগদীশ গৌতম। মুখ্য ভূমিকায় অভিনয় করেন প্রেম আবিদ, জয়রাজ, স্মৃতি বিশ্বাস এবং অশিতা মজুমদার।

শহিদ ভগৎ সিং
  • 3/8

শহিদ ভগৎ সিং
১৯৬৩ সালে শাম্মী কাপুরকে মুখ্য ভূমিকায় রেখে তৈরি হয় শহিদ ভগৎ সিং। ছবির পরিচালক ছিলেন কে এন বনসল। শাম্মী ছাড়া ছবিতে অন্যান্য ভূমিকায় ছিলেন শাকিলা, উল্লাস, প্রেমনাথ এবং অচলা সচদেব।

Advertisement
শহিদ
  • 4/8

শহিদ
মাত্র ২ বছরের ব্যবধানে ১৯৬৫ সালে ভগৎ সিং-কে নিয়ে আরও একটি সিনেমা তৈরি হয় যা এখনও পর্যন্ত বেশ জনপ্রিয়। মুখ্য ভূমিকায় অভিনয় করেন মনোজ কুমার। আগের ছবিতে জনপ্রিয়তার নিরিখে এবং অভিনয়ের নিরিখে অনেকটা পিছনে ফেলে এই সিনেমা। জাতীয় পুরস্কার মঞ্চেও জিতে নেয় বেশ কয়েকটি পুরস্কার।

শহিদ-এ-আজম
  • 5/8

শহিদ-এ-আজম
২০০২ সালে ভগৎ সিংকে নিয়ে পর পর তিনটি সিনেমা তৈরি হয়। এই সিনেমায় অভিনেতা সোনু সুদ ভগৎ সিংয়ের ভূমিকায় অভিনয় করেন।

২৩ মার্চ ১৯৩১: শহিদ
  • 6/8

২৩ মার্চ ১৯৩১: শহিদ
একই বছর ববি দেওল এবং সানি দেওল অভিনীত এই ছবিটিও মুক্তি পায়। সিনেমার নাম নিয়ে যথেষ্ট বিতর্কও হয়। ভগৎ সিংয়ের চরিত্রে অভিনয় করে ববি। চন্দ্রশেখর আজাদের ভূমিকায় অভিনয় করেন সানি। এছাড়াও অমৃতা সিং ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।

দ্য লেজেন্ড অফ ভগৎ সিং
  • 7/8

দ্য লেজেন্ড অফ ভগৎ সিং
ভগৎ সিংকে নিয়ে তৈরি সব সিনেমার মধ্যে এটি সবচেয়ে বেশি প্রশংসিত। ভগতের ভূমিকায় অভিনয় করেন অজয় দেবগন। এ ছাড়াও ফরিদা জালাল, রাজ বব্বর, সুশান্ত সিং, অমডতা রাও-সহ একগুচ্ছ অভিনেতা অভিনয় করেন।

Advertisement
রং দে বসন্তি
  • 8/8

রং দে বসন্তি
২০০৬ সালের অন্যতম সেরা ছবি। বক্স অফিস এবং ফিল্ম ক্রিটিক, দুই ক্ষেত্রেই সোনা ফলিয়েছে ছটিবি। আমির খান, কুনাল কাপুর, সিদ্ধার্থ, মাধবন, সোহা আলি খান, ওয়াহিদা রহমান, কিরণ খের-সহ বহু নামী অভিনেতারা সিনেমায় অভিনয় করেছেন।

Advertisement