scorecardresearch
 
 
বলিউড

Neena Gupta: প্রেগনেন্ট নীনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সতীশ কৌশিক

নীনা
  • 1/8

আত্মজীবনী সচ কহুঁ তো মুক্তি পাওয়ার পর থেকে খবরের শিরোনামে রয়েছেন অভিনেত্রী নীনা গুপ্তা। এমনিতে বলিউডের একেবারে ছকভাঙা চরিত্র নীনা। ফলে তাঁর জীবনের নানা চমকে দেওযা ঘটনা প্রকাশ্যে এসেছে বইয়ের মাধ্যমে। 

সতীশ
  • 2/8

বইয়ে নীনা লিখেছেন, তিনি যখন প্রেগনেন্ট ছিলেন, সে সময় তাঁর বন্ধু অভিনেতা-পরিচালক সতীশ কৌশিক তাঁরে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।

নীনা
  • 3/8

সতীশ তাঁকে বলেছিলেন, 'চিন্তা কোরো না, যদি সন্তান ডার্ক স্কিনের হয় তো বলে দিও এই সন্তান আমার। আমরা বিয়ে করে নেব। এতে কারও সন্দেহ হবে না।'

নীনা
  • 4/8

নীনা-র মেয়ে মাসাবা গুপ্তা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার স্যর ভিভিয়ান রিচার্ডস-এর সন্তান। কিন্তু নীনার সঙ্গে তাঁর বিয়ে হয়নি। নীনা একলাই মাসাবা-কে বড় করেছেন।

নীনা
  • 5/8

ব্যক্তিগত জীবনে আপাতত তিনি বিবেক মেহরার সঙ্গে হ্যাপিলি ম্যারেড। স্বামীর সঙ্গে তিনি মাঝে মধ্যেই সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করেন।

নীনা
  • 6/8

মাসাবা-ও নিজের কেরিয়ারে প্রতিষ্ঠিত। বলিউডের নামকরা ফ্যাশন ডিজাইনার। কিছু দিন আগে অভিনয়ে ডেবিউ করে ফেলেছেন মাসাবা।

নীনা
  • 7/8

আপাতত বিকাশ বহেল-এর ছবি গুডবাই-এর শুটিং শুরু করেছেন নীনা। ছবিতে তাঁর সঙ্গে অমিতাভ বচ্চনকে দেখা যাবে।

নীনা
  • 8/8

ছবিতে দক্ষিণী ছবির সুপারস্টার রশ্মিকা মন্দানা এবং পাভেল গুলাটি-কে দেখা যাবে।

ছবি সৌজন্য নীনা গুপ্তা-র অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল