
সম্প্রতি সানি লিওন-এর নগ্ন ফটোশুট রীতিমতো ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। এ বার সেই একই ভঙ্গিতে ছবি পোস্ট করলেন অভিনেত্রী শমা সিকন্দর।

সানি-র মতোই শুধুমাত্র একটি হ্যাট দিয়ে শরীর ঢেকে নগ্ন ছবি পোস্ট করে অভিনেত্রী। যা দেখে ইন্টারনেটের হুঁশ উড়েছে।

এখন নিউইয়র্কে থাকেন অভিনেত্রী। সেখান থেকেই ছবি শেয়ার করেছেন শমা। কাঁচের জানালায় পিঠ দিয়ে একটি সাদাকালো হ্যাট দিয়ে শরীর ঢেকে ফটোশুট করেছেন শমা।

খোলা চুল তাঁর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। ছবির ক্যাপশনে শমা লিখেছেন, 'এখন হ্যাটের মরশুম।'

সানি লিওন-ও দিন কতক আগে একই ভঙ্গিতে একটি ছবি শেয়ার করেছিলেন। যেখানে শুধুমাত্র হ্যাট দিয়ে শরীর ঢেকে ছবি তুলেছেন তিনি।

নেটিজেনরা অনেকেই শমা-র এই ছবির সঙ্গে সানির ছবির তুলনা করছেন। অনেকে লিখেছেন শমা-কে সানির চেয়েও ভালো লাগছে।

আপাতত বয়ফ্রেন্ড জেমস মিলিয়ন-এর সঙ্গে নিউ ইয়র্কে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন অভিনেত্রী।

শমা সোশাল মিডিয়া ভীষণ অ্যাক্টিভ। মাঝে মধ্যেই তাঁর গ্ল্যামারাস ছবি শেয়ার করেন শমা। ৫ দিন আগেও একটি সেমি ন্যুড ছবি শেয়ার করেছিলেন।

তাঁর বিকিনি ছবিও সোশালে বেশ ভাইরাল হয়। নিজের আওয়ার গ্লাস ফিগার ফ্লন্ট করার কোনও সুযোগ হাতছাড়া করেন না শমা।

ছবি সৌজন্য শমা সিকন্দরের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল