শ্যুটিং চলাকালীন বিল্ডিং থেকে পড়ে মৃত্যু মর্মান্তিক মৃত্যু হল বলিউড অভিনতা অখিল মিশ্রর। বয়স হয়েছিল ৫৮ বছর। বলিউডে বেশ পরিচিত মুখ অখিল মিশ্র। আমির খানের '3 Idiots' ছবিতে লাইব্রেরিয়ান দুবে-র ভূমিকা তাঁকে বিশেষ পরিচিতি দিয়েছিল। জানা গিয়েছে হায়দরাবাদে শ্যুটিং চলাকালীন একটি উঁচু বিল্ডিং থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
অখিল মিশ্রর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর বন্ধু ও অ্যাক্টিং কোচ কুলবিন্দর বক্সী। অখিল মিশ্রর দেহ পোস্টমোর্টেমের জন্য পাঠানো হয়েছে। ভঁওয়ার, উড়ান, সিআইডি, শ্রীমান শ্রীমতি, ভারত এক খোঁজ -এর মতো টিভি শোয়ে পরিচিত মুখ ছিলেন অখিল। ২০০৯ সালে '3 Idiots' ছবিতে লাইব্রেয়ান দুবে-র ভূমিকায় তাঁর অভিনয় ব্যাপক প্রশংসীত হয়।
Hi Hyderabad 👋 #Wednesdayvibe pic.twitter.com/vtNZH3WRsd
— Sᴜᴢᴀɴɴᴇ Bᴇʀɴᴇʀᴛ (@suzannebernert) September 20, 2023
অখিলের স্ত্রী সুজেনও পেশায় অভিনেত্রী। অখিলের প্রথম স্ত্রী ছিলেন মঞ্জু মিশ্র। ১৯৮৩ সালে বিয়ে হয়েছিল। ১৯৯৭ সালে বিচ্ছেদ হয়ে যায়। মঞ্জুর পর অখিল বিয়ে করেছিলেন সুজেনকে ২০০৯ সালে। 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' ছবিতে সনিয়া গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন অখিলের স্ত্রী সুজেন। সুজেন জার্মানের নাগরিক হলেও বলিউডে একাধিক কাজ করেছেন।
সুজেনকে হিন্দি শেখাতে দীর্ঘদিন নিজের কেরিয়ার হোল্ড করে রেখেছিলেন অখিল। সেই সময় কোনও কাজ করেননি।