Arbaaz Khan: ৫৮ বছর বয়সে দ্বিতীয়বার বাবা হলেন আরবাজ খান। স্ত্রী সুরা খান কন্যাসন্তান প্রসব করেছেন বলে জানা গিয়েছে। শনিবার মুম্বইয়ের পিডি হিন্দু হাসপাতালে ভর্তি হন আরবাজের স্ত্রী। সেই সময় থেকেই জল্পনা শুরু হয়। সূত্রের খবর, আরবাজ ও সুরার ঘরে এসেছে ফুটফুটে কন্যা। রবিবারই মা হয়েছেন সুরা।
Kantara Chapter 1: মুক্তির আগেই ঝড় তুলেছিল পরিচালক ঋষভ শেঠির 'কান্তারা চ্যাপ্টার ১'। এই বছরের সবচেয়ে বড় ছবি ইতিমধ্যেই সিনেমা হলে পৌঁছে গিয়েছে আর দর্শকদের প্রতিক্রিয়া অভূতপূর্ব। এই সিনেমা শুধুই সিনেমা বললে ভুল হবে, এ এক রোমহর্ষক অভিজ্ঞতা।
কর্ণ জোহরের কফির কাউচ থেকে শুরু করে মলদ্বীপের রিসর্ট, সর্বত্রই একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। শুধু তাই নয়, তাঁদের রসায়নে মুগ্ধ অনুরাগীরাও অনেক দিন ধরেই অপেক্ষায়, কবে হবে ‘অফিশিয়াল’ ঘোষণা?
Celina Jaitley: বলিউড থেকে বহু আগেই দূরে সরেছেন প্রাক্তন মিস ইন্ডিয়া সেলিনা জেটলি। দুই সন্তান ও স্বামীকে নিয়ে অস্ট্রেলিয়াতেই সংসার করছেন অভিনেত্রী। তবে সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন তিনি। নিজের ছবি-ভিডিও পোস্ট করতে দেখা যায় সেলিনাকে। কিছুদিন আগেই শাড়ি পরে ছবি পোস্ট করেছিলেন। আর সেই শাড়িগুলির সঙ্গে রয়েছে বাংলার যোগ।
Rani Mukherji: ২০১৪ সালে রানি মুখোপাধ্যায় বিয়ে করেন পরিচালক আদিত্য চোপড়ার সঙ্গে। কিন্তু রানি-আদিত্যর সেই বিয়ের ছবি এখনও কেউ দেখেননি। রানিকে বিয়ের সাজে কেমন লাগছে, তা এখনও কেউ জানেই না। তারকা দম্পতি তাঁদের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই বেশি পছন্দ করেন।
'আমার মেয়ে ভিডিও খেলছিল। সেই সময় এক আমার মেয়ের থেকে নগ্ন ছবি চাওয়া হয়'। বর্তমান নেট দুনিয়ার বিপদ তুলে ধরলেন অভিনেতা অক্ষয় কুমার। তাঁর মতে, এটা সাইবার অপরাধ। ছোট ছোট শিশুরা বিভ্রান্ত হতে পারে। আত্মহত্যার ঘটনাও ঘটছে।
অনলাইনে গেম খেলতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছিলেন অক্ষয় কুমারের মেয়ে। সেই কথা তুলে ধরে এবার ওপেন ফোরামে একটি বিশেষ আর্জি রাখলেন। তিনি জানান, প্রত্যেক স্কুলে স্কুলে এবার থেকে সাইবার ক্রাইম নিয়ে শিক্ষা দেওয়ার জন্য সাইবার পিরিয়ড চালু করা উচিত।
Zubeen Garg: সিঙ্গাপুরের নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গত ১৯ সেপ্টেম্বর সাঁতার কাটার সময় রহস্যজনকভাবে মৃত্যু হয় অসমের কিংবদন্তী গায়ক জুবিন গর্গের। যদিও সিঙ্গাপুর পুলিশ ফোর্স ও সেখানকার একাধিক সংবাদপত্রের দাবি অনুযায়ী, জুবিনের মৃত্যু হয়েছে সাঁতার কাটার সময় জলে ডুবে।
Zubeen Garg Death: সিঙ্গাপুরের এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সিঙ্গাপুর পুলিশ ফোর্স (SPF) জানিয়েছে যে ভারতের হাই কমিশনের অনুরোধে তারা জুবিন গর্গের ময়নাতদন্ত সহ প্রাথমিক তদন্তের রিপোর্টের অনুলিপি পাঠিয়ে দিয়েছে। হাই কমিশনের পক্ষ থেকেও জানানো হয়েছে যে তারা সেই রিপোর্ট পেয়েছে।
Durga Puja Mumbai: প্রতিবছরের মতো এ বছরও মা দুর্গার বন্দনায় ব্যস্ত থাকতে জেখা গেল মুখার্জি পরিবারের তারকা কন্যাদের। ৭৯ বছরের এই পুজোর অন্যতম আকর্ষণ কাজল, রানি মুখোপাধ্যায়, অয়ন মুখোপাধ্যায়, তানিশা। প্রত্যেক বছরই সান্তাক্রুজের নর্থ বম্বে দুর্গাপুজো-য় প্রতিমা দর্শনে আসতে দেখা যায় দিকপাল সব সেলেবদের। সকলেই এই পুজোতে এসে ভোগ খেতে চান। দেখে নিন সেই পুজোর কিছু ঝলক।
Zubeen Garg: জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে সঙ্গীত জগতে শোকের ছায়া। শুধু অসম নয়, বাংলা সঙ্গীত জগতেও অপূরণীয় ক্ষতি। জবিনের গলায় রয়েছে একাধিক হিট বাংলা গান। যা আজও শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয়।