মুম্বই পুলিশ খবর পায়, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বন্ধু সেলিম দোলা একটি মাদক সিন্ডিকেট চালাচ্ছে। এই সিন্ডিকেট দেশের ৭-৮টি রাজ্যে মেফেড্রোন, মিউ মিউ এবং আইসের মতো মাদক সরবরাহ করে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় ঐশ্বর্য রাই বচ্চন। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থিতে শ্রী সত্য সাই বাবার জন্মশতবর্ষ উদযাপনে হাজির ছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই মোদীকে নিয়ে ঐশ্বর্য বলেন,'আপনি অনুপ্রাণিত করেন'। বক্তৃতা শুরু করার আগে মোদীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন প্রাক্তন বিশ্বসুন্দরী।
Bollywood Star Kid: বিয়ের দু'বছর পরে পুত্র সন্তান এসেছে জুটির কোলে। ছেলের বয়স ১ মাস হতেই, একরত্তির প্রথম ঝলক সকলের সামনে আসলেন তারকা জুটি।
জনপ্রিয় ইউটিউবার আরমান (Armaan Malik)-কে চেনেন না কম মানুষই রয়েছে। তিনি এবং তাঁর দুই স্ত্রী কৃতিকা (Kritika Malik) ও পায়েল (Payal Malik) তিনজনেই সারাদিন ধরে ভ্লগিং বানিয়ে থাকেন। দুই স্ত্রীর চার সন্তান। স্ত্রী-সন্তানদের নিয়ে ভরপুর সংসার আরমানের।
Bollywood Nepotism: সোশ্যাল মিডিয়ায় যখনই তিনি কিছু পোস্ট করেন, তখন তা মুহূর্তে ভাইরাল হয়। বরাবরই সাক্ষাৎকারে খোলাখুলিভাবে মত প্রকাশ করেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান।
Varansi Priyanka Chopra Look: ইভেন্টের মঞ্চে প্রিয়াঙ্কাকে দেখে উপস্থিত সকলেই মুগ্ধ। তিনি এমন এক দেশি সাজ বেছে নিয়েছিলেন, যা মুহূর্তে দর্শকদের মন জয় করে নেয়।
গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ব্লু শাড়িওয়ালি’ অর্থাৎ নীল শাড়ি পরিহিতা এক ললনা। যাঁর কথা সবাই বলছে, তিনি হলেন অভিনেত্রী গিরিজা ওক গোড়বোলে—যাঁকে এখন সোশ্যাল মিডিয়ায় কেউ বলছে ‘ইন্ডিয়ার সিডনি সুইনি’, আবার কেউ তুলনা করছেন মনিকা বেলুচির সঙ্গে। তাঁর স্নিগ্ধ রূপ দেখে ঘুম উড়েছে নেটপাড়ায়।
আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে যুক্ত মাদক পাচার তদন্তে নাম জড়ানোয় তীব্র কটাক্ষ ও ট্রোলিংয়ের মুখে পড়েছিলেন বলিউড ডান্স ডিভা নোরা ফতেহি। এবার সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট শেয়ার করে তিনি এই বিতর্কে সরাসরি প্রতিক্রিয়া জানালেন। জানালেন তাঁর জীবনযাপন, কাজের ধরণ এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে তাঁর সাফ বার্তা।
Varansi Teaser Release Mahesh Babu: টিজার মুক্তির আগেই একটি সমস্যার মুখে পড়েছিলেন রাজামৌলি। এলইডি স্ক্রিন পরীক্ষার সময় ড্রোনে ধরা পড়ে টিজারের কিছু অংশ। অননুমোদিত সেই ফুটেজ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। পরিচালকের কথায়, এই ফুটেজ ফাঁস হওয়ায় প্রচুর শ্রম আর অর্থের অপচয় হয়েছে। সেই আক্ষেপ প্রকাশ করেন তিনিই।
বহুদিন আগেই টলিউড ছেড়ে বলিউডে পাড়ি দিয়েছিলেন টিনা দত্ত। ছিলেন ঋতুপর্ণ ঘোষের 'চোখের বালি'তে। আবার রাজ চক্রবর্তীর চিরদিনই তুমি যে আমার ছবিতেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এছাড়াও হিন্দি ধারাবাহিকেও নজর কেড়েছিলেন টিনা। বাঙালি অভিনেত্রীর বোল্ড লুকসে ঘুম উড়ছে নেট দুনিয়ার।
Rajkummar Rao-Patralekhaa: ২০২৫ সাল যেন বি-টাউনে দুই থেকে তিন হওয়ার পালা। একের পর এক সুখবর আসছে। চলতি মাসেই মা-বাবা হয়েছেন ক্যাটরিনা ও ভিকি। তাঁদের সংসারে এসেছে পুত্র সন্তান। এবার চতুর্থ বিবাহবার্ষিকীর দিনই সুখবর শেয়ার করলেন রাজকুমার রাও-পত্রলেখা।