Bigg Boss 19: টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই নগরী। বৃষ্টিতে সাধারণ মানুষের জনজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি তাঁদের রুজি-রোজগারও প্রায় বন্ধ। একটানা এই বৃষ্টিতে মহানগরীর দ্রুত গতি হঠাৎ যেন থমকে গিয়েছে।
Vidya Balan: তিনি বাঙালি নন, তবে বাংলার সঙ্গে বিদ্যা বালানের আত্মিক যোগ খুবই দৃঢ়। শাড়ি আর ছোট্ট টিপে তিনি যেন আদ্যোপান্ত বাঙালি নারী। বাংলা ভাষা তিনি ভালই বলতে পারেন, বুঝতেও পারেন। কলকাতায় কোনও কাজে এলে বাঙালি খাবার তাঁর খাওয়া চাই।
তাঁর ব্যারিটোন স্বর শুনলে আজও মুগ্ধ হয় কোটি কোটি অনুরাগী। এখনও রুপোলি পর্দায় দাপিয়ে অভিনয় করছেন। টেলিভিশন শো-তেও রোজ দেখা যাচ্ছে তাঁকে। তবে বয়সের পড়ছে শরীরে, আর তা এবার অকপট স্বীকার করলে অমিতাভ বচ্চন। জানালেন, প্যান্ট পরতে গেলেও কষ্ট হয় তাঁর। মনে হয় টাল সামলাতে পারবেন না।
Ranveer Singh: পরিচালক আদিত্য ধর ও রণবীর সিংয়ের আগামী ছবি 'ধুরন্ধর'-এর শ্যুটিং মাঝপথেই থমকে গেল। 'ধুরন্ধর' ছবির টিমের ১০০ জনের বেশি সদস্য আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ সদস্যদের লাদাখের লেহ-এর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনীত রোগে ভুগছিলেন বল জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে মৃত্যু হল, তা এখনও স্পষ্ট জানা যায়নি। আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। অভিনয়ে আসার আগে অচ্যুত কাজ করতেন ভারতীয় সশস্ত্র বাহিনীতে।
Aamir Khan Brother Faisal Khan: অভিনেতা ও পরিচালক আমির খানের ভাই ফয়জল খান বলেছেন, “২০০২ সালে আমার বিয়ে হয়েছিল। কিন্তু একই বছরে আমার ডিভোর্স হয়ে যায়। পরিবার থেকে আমার ওপর আবার বিয়ে করার চাপ দেওয়া হয়। এতে আমি ভীষণভাবে প্রতারিত ও নির্যাতিত বোধ করছিলাম
'দ্য বেঙ্গল ফাইলস'-এর নাম বিতর্কে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে আক্রমণ করলেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাঁর দাবি, ট্রেলার লঞ্চের পর তা নিয়ে বিতর্ক হওয়ায় এখন নিজের পিঠ বাঁচাচ্ছেন অভিনেতা।
'দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে বিতর্ক তুঙ্গে। এই নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর দাবি, সিনেমাটির নাম পরিবর্তন থেকে শুরু করে সিনেমার গোটা গল্প প্রসঙ্গে তাঁর জানা ছিল না। তিনি ইতিহাসবিদ নন যে তথ্য বিকৃত হয়েছে কি না, তা বিচার করবেন। একথাও বললেন শাশ্বত চট্টোপাধ্যায়।
FIR Against Vivek Agnihotri: গোপাল মুখোপাধ্যায়, যিনি মুখে মুখে পরিচিত ‘গোপাল পাঁঠা’ নামে। তাঁর নাতির অভিযোগ, “দাদুর চরিত্র সিনেমায় রাখা হবে বলে আমাদের কোনও অনুমতিই নেওয়া হয়নি। উল্টে ট্রেলারে বা সিনেমার গল্পে তাঁকে ‘এক থা কষাই গোপাল পাঁঠা’ বলে পরিচয় করানো হচ্ছে।”
Arijit Singh: শান্তিনিকেতন থানায় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ ঘিরে কদিন আগেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে এবার এই ঘটনা নতুন মোড় নিল। জানা গিয়েছে, শনিবার অরিজিতের নিরাপত্তারক্ষীরা থানায় গিয়ে অভিযোগকারী কমলাকান্ত লাহার কাছে ক্ষমা চায়।
The Bengal Files: 'দ্য বেঙ্গল ফাইলস'-এর ট্রেলার লঞ্চে বাধা দেওয়া অভিযোগ। অভিযোগ তুললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ই এম বাইপাসের এক পাঁচতারা হোটেলে এই ছবির ট্রেলার লঞ্চ ও সাংবাদিক সম্মেলনের কথা ছিল। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই বিপত্তি।