'ধুরন্ধর' ছবিটি দেখে থাকলে সকলেই 'রহমান ডাকাত' তথা অক্ষয় খান্নার রাঁধুনিকে চিনে থাকবেন। যিনি দীর্ঘদিনের পুরনো মালিকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য বেধড়ক মার খেয়েছিলেন রণবীর সিংয়ের হাতে। এবার বাস্তবেও সেই অভিনেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল।
Mouni Roy: ভিনরাজ্যে গিয়ে এবার অশ্লীলতার শিকার বাঙালি অভিনেত্রী মৌনি রায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের সঙ্গে হওয়া নোংরামির বিষয়টি তুলে ধরেছেন মৌনি।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক বলিউডে তৈরি হচ্ছে, এই খবর অজানা কারোর নয়। যার প্রস্তুতি পর্ব চলছে এখন জোর কদমে। পরিচালক বিক্রমাদিত্য মোতোয়ানি সহ বায়োপিক নির্মাতাদের পুরো দল সম্প্রতি রেকির কাজ করে গিয়েছেন এই শহরে।
দিব্যার কথায়, একজন অভিনেতার দায়িত্ব শুধু নিজের অভিনয় নয়, সহ-অভিনেতাকে মানসিকভাবে স্বাচ্ছন্দ্য দেওয়াও। সেই পারস্পরিক বোঝাপড়া আর বন্ধুত্বের জোরেই শেষ পর্যন্ত দৃশ্যটি সফলভাবে শুট করা সম্ভব হয়েছিল।
এআর রহমান আক্ষেপের সুরে জানিয়েছেন, তিনি বর্তমানে আর আগের মতো কাজ পাচ্ছেন না। এই নিয়ে বিতর্ক যখন তুঙ্গে তখন আগুনে ঘৃতাহুতি দিলেন বাংলার প্রাক্তন BJP সাংসদ অর্জুন সিং। তাঁর মতে, এআর রহমানের উচিত হিন্দু ধর্মে ফিরে আসা।
নবাগতা অভিনেত্রীর সঙ্গে স্বামীর পরকীয়া রয়েছে বলে সন্দেহ করছেন গোবিন্দার স্ত্রীর সুনীতা। সন্দেহ সত্যি হলে তিনি ক্ষমা করবেন না বলেও প্রকাশ্যে জানিয়েছেন। এবার এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন জনপ্রিয় বলি স্টার গোবিন্দা। তাঁর বিস্ফোরক অভিযোগ, শিবসেনায় যোগদানের পর থেকেই তিনি ষড়যন্ত্রের শিকার।
বলিউডে সাম্প্রাদায়িক ভেদাভেদ নিয়ে রহমান যে গুরুতর দাবি করেছেন, তার প্রেক্ষিতে তসলিমার বক্তব্য, 'আমি যতদূর জানি, বলিউডের অন্যান্য সব শিল্পীদের চেয়ে অনেক বেশি পারিশ্রমিক নেন এআর রহমান। ভারতে তিনি অত্যন্ত খ্যাতনামা। আসলে যাঁরা জনপ্রিয় ও ধনী, তাঁদের কোনও ক্ষেত্রেই কোনও রকম এই ধরনের বাধার মুখে পড়তে হয় না।'
A R Rahman Statement: রহমান তাঁর বিবৃতিতে শেয়ার করেছেন একটি ভিডিও। যেখানে দেখা যায়, ক্রিকেট ম্যাচে তিনি ‘মা তুঝে সালাম/বন্দে মাতরম’ পরিবেশন করছেন। এই ভিডিওর সঙ্গে তিনি লেখেন, “সংগীতই আমার সংযোগের পথ, উদযাপনের পথ, আমাদের সংস্কৃতিকে সম্মান জানানোর পথ।”
Kangana Ranaut: ২০১৬ সালের বিতর্কিত অধ্যায় আবারও সামনে এল তাঁর পোস্টে। সেই বছরই শুরু হয়েছিলহৃতিক রোশন-কঙ্গনা রানাউত বিতর্ক, যা বলিউডকে দুই ভাগে ভাগ করে দিয়েছিল ইনসাইডার বনাম আউটসাইডার।
অক্ষয় কুমারের 'কেসরি' সিনেমাতে 'তেরি মিট্টি' গানটি গেয়েছিলেন তিনি। সেই পঞ্জাবি গায়ক বি প্রাককে এবার হুমকি দিল লরেন্স বিষ্ণোই গ্যাং। ১০ কোটি টাকা দাবিও করা হল।
A R Rahman On Ramayana: সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পী তাঁর কর্মজীবন এবং ধর্মীয় বিশ্বাস নিয়ে কথা বলেছেন। যা, ইতিমধ্যে বেশ চর্চায়। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে মূল সাক্ষাৎকারের ছোট ছোট অংশ।