Varansi Teaser Release Mahesh Babu: টিজার মুক্তির আগেই একটি সমস্যার মুখে পড়েছিলেন রাজামৌলি। এলইডি স্ক্রিন পরীক্ষার সময় ড্রোনে ধরা পড়ে টিজারের কিছু অংশ। অননুমোদিত সেই ফুটেজ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। পরিচালকের কথায়, এই ফুটেজ ফাঁস হওয়ায় প্রচুর শ্রম আর অর্থের অপচয় হয়েছে। সেই আক্ষেপ প্রকাশ করেন তিনিই।
বহুদিন আগেই টলিউড ছেড়ে বলিউডে পাড়ি দিয়েছিলেন টিনা দত্ত। ছিলেন ঋতুপর্ণ ঘোষের 'চোখের বালি'তে। আবার রাজ চক্রবর্তীর চিরদিনই তুমি যে আমার ছবিতেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এছাড়াও হিন্দি ধারাবাহিকেও নজর কেড়েছিলেন টিনা। বাঙালি অভিনেত্রীর বোল্ড লুকসে ঘুম উড়ছে নেট দুনিয়ার।
Rajkummar Rao-Patralekhaa: ২০২৫ সাল যেন বি-টাউনে দুই থেকে তিন হওয়ার পালা। একের পর এক সুখবর আসছে। চলতি মাসেই মা-বাবা হয়েছেন ক্যাটরিনা ও ভিকি। তাঁদের সংসারে এসেছে পুত্র সন্তান। এবার চতুর্থ বিবাহবার্ষিকীর দিনই সুখবর শেয়ার করলেন রাজকুমার রাও-পত্রলেখা।
Baliyatra Festival 2025: কটকের বালিযাত্রা মেলার শেষ দিনে শ্রেয়া ঘোষালের লাইভ কনসার্ট ঘিরে উন্মাদনা। হাজারো দর্শকের ভিড়ে সৃষ্টি হলো হুড়োহুড়ি, অজ্ঞান হলেন দুই দর্শক। পুলিশের তৎপরতায় সামলানো গেল পরিস্থিতি।
aajtak-এর হাতে আসা গোপন নথি অনুসারে যেসব নাম প্রকাশ করা হয়েছে তাদের মধ্যে আছে, বলিউড অভিনেত্রী নোরা ফতেহি, শ্রদ্ধা কাপুর, তার ভাই সিদ্ধার্থ কাপুর, প্রাক্তন এনসিপি বিধায়ক জিশান সিদ্দিকি, র্যাপার লোকা।
দক্ষিণী তথা হিন্দি সিনেমায় সুপরিচিত অভিনেত্রী রশ্মিকা মান্দানা শীঘ্রই বিজয় দেবেরকোন্ডার পাত্রী হতে চলেছেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাঁদের বিয়ে। উদয়পুরে ডেস্টিনেশন হবে। তাদের বিয়ে নিয়ে ভক্তরা অত্যন্ত উত্তেজিত। রশ্মিকাও খবরে ছিলেন। আসলে, অভিনেত্রী সম্প্রতি জগপতি বাবুর টক শো, জয়ম্মু নিশ্চয়াম্মু রা-তে তাঁরা উপস্থিত ছিলেন।
Sherlyn Chopra News: শার্লিন চোপড়াকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। নিজের নকল স্তন সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করলেন নিজেই।
গত ৩১ অক্টোবর শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মুম্বইয়েক ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় ধর্মেন্দ্রকে। তারপর থেকে তাঁর শাররীক অবস্থার অবনতি হতে শুরু করে বলে খবর পাওয়া যায়। এদিকে আজ ওই হাসপাতালের এক চিকিৎসক জানান, অভিনেতা এখন সুস্থ।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা গোবিন্দা। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাড়িতে অজ্ঞান হয়ে পড়েন তিনি। এরপরই গোবিন্দাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন ধর্মেন্দ্র। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে। আর এরই মাঝে বিপত্তি ঘটল আর এক বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্রর সঙ্গে। আসলে ১০ নভেম্বর মুম্বইয়ে জারিন খানের স্মরণ সভায় আসতে গিয়ে ৮৩ বছরের জিতেন্দ্র আচমকাই হুড়মুড়িয়ে মাটিতে পড়ে যান।
পরিবারের তরফে জানানো হয়, চিকিত্সায় সাড়া দিচ্ছেন অভিনেতা। কিন্তু আজ অর্থাত্ মঙ্গলবার সকালে হঠাত্ অবস্থা সঙ্কটজনক হয়। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতে সবচেয়ে বেশি সময় ধরে সুপারস্টার হিসেবে বলিউডে দাপিয়ে কাজ করেছেন ধর্মেন্দ্র। বলিউডের অন্যতম আইকন।