Sara- Arjun Dating Rumours: বি-টাউনের জোর গুঞ্জন, সইফ কন্যার জীবনে এসেছে মনের মানুষ। আলোচনা চলছে, চর্চিত প্রেমিকের সঙ্গে বিনোদন দুনিয়া দূরে শান্তিপূর্ণ সময় কাটাচ্ছেন অভিনেত্রী।
সম্প্রতি আমির খানের নতুন ছবি ‘সিতারে জ়মিন পর’ মুক্তি পেয়েছে, যেটি ইতিমধ্যেই দর্শকদের মন জিতে নিয়েছে। ছবির বিশেষ স্ক্রিনিং চালু রয়েছে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই আমির খান প্রোডাকশন হাউসের তরফে আসতে চলেছে একটি বড় ঘোষণা।
Tanushree Dutta: কোনও না কোনও বিষয় নিয়ে বর্তমানে বিতর্কে থাকছেন প্রাক্তন মিস ইন্ডিয়া ও অভিনেত্রী তনুশ্রী দত্ত। কিছুদিন আগেই বাঙালি কন্যা ভিডিও করে জানিয়েছিলেন তাঁর প্রতি হওয়া হেনস্থার কথা। তিনি সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওতে বলেছিলেন যে তাঁর মানসিক স্বাস্থ্য বিগড়াচ্ছে।
প্রেমিকের বাহুডোরে হাপুস নয়নে কাঁদছেন কেউ। আবার কাঁদতে কাঁদতে অজ্ঞানও হয়ে পড়ছেন কেউ কেউ। জেন জি-র এই দশা দেখে হাসছে মিলেনিয়ালরা। কিন্তু কী এমন রয়েছে অহন পাণ্ডের Saiyaara সিনেমায়? কেন সকলে কেঁদে ভাসাচ্ছেন? এই Saiyaara শব্দটির অর্থই বা কী?
Bollywood Unknown Facts: মায়ানগরী। নিজের স্বপ্নপূরণের তাগিদে দূর দূর থেকে মুম্বইতে পাড়ি দেন বহু মানুষ। লাইট, ক্যামেরা, গ্ল্যামার, সাফল্য ইত্যাদির স্বাদ নিতে দিনের পর দিন সেখানে 'স্ট্রাগল' করেন বহু মানুষ।
Ahaan Pandey And Anit Padda- Saiyaara: আহান পান্ড ও অনীত পাড্ডা অভিনীত মিউজিক্যাল রোম্যান্টিক ছবি 'সাইয়ারা'-র প্রশংসায় পঞ্চমুখ সকলে। দীর্ঘদিন ধরে এরকম প্রেমের গল্পের জন্য অপেক্ষায় ছিলেন সকলেই। এক কথায় বলা যায়, এই মুহূর্তে 'সাইয়ারা' জ্বরে কাবু সকলে।
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন, অসহায়তা ফুটে উঠছে চোখে-মুখে। আর বলছেন, 'আমাকে কেউ সাহায্য করুন। না হলে হয়তো অনেক দেরি হয়ে যাবে।' বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তর এই ভিডিও এখন ভাইরাল।
ভারতীয় দর্শক সবসময়ই গভীর প্রেমের গল্প পছন্দ করে। সে প্রমাণ অতীতেও বহুবার মিলেছে। যারা 'সাইয়ারা'-র রোম্যান্টিক ছবি দেখতে চান, তাদের জন্য রয়েছে দারুণ সুখবর।
Aamir Khan News: সম্প্রতি তাঁর মুক্তিপ্রাপ্ত 'সিতারে জমিন পর' ছবিটি বেশ সফল। এরই মধ্যে বি-টাউনে শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। বলিউডের সিনে মহলে বেশ চর্চা, এবার নাকি সম্প্রতি ঘটে যাওয়া এক হাড় হিম করা অপরাধের গল্প পর্দায় তুলে ধরবেন আমির।
Uorfi Javed: সোশ্যাল মিডিয়ায় নিজের অভিনব পোশাকের জেরে প্রায়শই শিরোনামে থাকেন উরফি জাভেদ। তাঁর পোশাক ও ড্রেসিং সেন্স নিয়ে সর্বদাই তিনি চর্চিত নেটপাড়ায়। সোশ্যাল মিডিয়াতেও তিনি অ্যাক্টিভ থাকেন। সম্প্রতি উরফির ঠোঁট দেখে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়লেন তাঁর অনুরাগীরা।
চন্দ্র বারোটের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। বারোটের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অভনেতা ফারহান আখতার এবং কুণাল কোহলি সহ অন্যান্যরা।