মজা করতে গিয়ে বলিউড অভিনেতা রণবীর সিং আইনি বিবাদে জড়িয়ে পড়লেন। পুলিশ জানিয়েছে, বুধবার একজন আইনজীবী তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। 'কানতারা চ্যাপ্টার ১' ছবিতে দেখানো পবিত্র 'দৈব' (ভূত কোলা) পরম্পরাকে উপহাস করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
প্রথমে স্মৃতির বাবার অসুস্থতার কারণে বিয়ে পিছিয়ে যায়। পরে জানা যায়, স্মৃতিকে 'চিট' করেছেন পলাশ। বেশ কয়েকটি স্ক্রিনশটও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। এরপরই অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় বিয়ে।
Bollywood: জয়া বচ্চনের এই বক্তব্য নতুন কিছু না। বিভিন্ন ক্ষেত্রে বহু অবিবাহিত মহিলারা তাঁদের কেরিয়ারে সফল হয়েছেন এবং ভাল আছেন। বলিউডেও এরকম বহু উদাহরণ রয়েছে, যেখানে একাধিক শিল্পী বিয়ে না করেই সফলভাবে তাঁদের কেরিয়ার নিয়ে জীবন কাটাচ্ছেন।
এখনকার দিনে সামাজিক রীতিনীতি ও অভিভাবকত্বের ধারণা কতটা বদলে গিয়েছে সেই প্রসঙ্গেও নিজের মনোভাব ব্যক্ত করেন জয়া। তাঁর দাবি, মেয়েদের কীভাবে সন্তান লালন-পালন করা উচিত সেই বিষয়ে তাঁর মতামত দেওয়া একন ঠিক হবে না।
Dharmendra Death Last Rites: ধর্মেন্দ্রর প্রয়াণ সংবাদ সঠিক না ভুয়ো তা নিয়ে দীর্ঘ সময় সকলের মনে প্রশ্ন ছিল। কিংবদন্তি অভিনেতার শেষকৃত্য তাড়াহুড়ো করে সম্পন্ন করা হয়েছিল। তাঁকে শেষ বিদায় জানানোর সুযোগ না পেয়ে, ভক্তরা গভীরভাবে মর্মাহত হয়েছেন।
Jaya Bachchan: মেজাজ কখন বিগড়ে থাকে জয়া বচ্চনের তা বোঝা বড় দায়। বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী পরিচিত তাঁর খিটখিটে মেজাজের জন্য। বিশেষ করে পাপারাৎজিদের ওপর সারাক্ষণই ক্ষেপে রয়েছেন তিনি।
Orry: জাহ্নবী কাপুর থেকে সারা আলি খান, সুহানা খান থেকে অনন্যা পাণ্ডে, কিংবা রাধিকা মার্চেন্টের সঙ্গে প্রায়ই তাঁকে বিভিন্ন পার্টিতে দেখা যায়। কথা হচ্ছে ওরহান আওয়াত্রামানিকে অর্থাৎ ওরিকে নিয়ে। গত কয়েকদিন ধরে শিরোনামে ওরি।
বাঙালি হলেও হিন্দি টেলিভিশনের চেনা মুখ সৃজিতা দে। একাধিক হিন্দি সিরিয়ালে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। বিয়ে করেছেন জামার্নির ছেলেকে। ‘বিগ বস ১৬’র প্রতিযোগী ছিলেন সৃজিতা। তাঁর বিকিনি ছবি দেখলে কনকনে শীতেও ঘামবেন।
বেশ কিছুদিন ধরেই স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে পিছিয়ে যাওয়া নিয়ে চর্চা তুঙ্গে। ক্রিকেট তারকার বাবা আচমকাই অসুস্থ হয়ে যাওয়ায় প্রথমে বিয়ে পিছিয়ে দেওয়া হয়। এরপর পলাশও হাসপাতালে ভর্তি হন। উপরন্তু মঙ্গলবার মেরি ডি’কোস্টা নামে এক মহিলা পলাশকে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন। এর মাঝে প্রকাশ্যে পলাশের আরও এক প্রেমিকার নাম।
ভারতের অ্যানিমেশন জগতে বড় সম্মান। পরিচালক অশ্বিন কুমারের পৌরাণিক অ্যানিমেটেড ফিচার ফিল্ম ‘মহাবতার নরসিংহ’ এবার অস্কারের অ্যানিমেটেড ফিচার ফিল্ম বিভাগে যোগ্য ৩৫টি ছবির তালিকায় জায়গা করে নিয়েছে।
Celina Jaitly: অভিনেত্রী সেলিনা জেটলির সংসারে ভাঙন। অস্ট্রেলিয়ান স্বামী পিটার হাগের বিরুদ্ধে গার্হস্থ্য হংসার অভিযোগ আনেন। তিন সন্তানের মা সেলিনা আদালতের দ্বারস্থ হয়েছেন। ৪৭ বছরের অভিনেত্রীর এমন অভিযোগে শোরগোল পড়েছে বি-টাউনে।