লকডাউনের সময় ওজন হয়েছিল ১১০ কেজি। ৬ মাসে ওজন কমে হয়েছিল ৮৩ কেজি। পাতাললোকের চরিত্রের জন্য নিজের দৈহিক বদলের কথা সাহিত্য আজ তকের মঞ্চে শেয়ার করলেন জয়দীপ অহলাওয়াত।
Sahitya Aaj Tak 2025: ২১ নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে Sahitya Aaj Tak 2025। রবিবার ছিল এই অনুষ্ঠানের শেষদিন। আর এইদিন বলিউডের জনপ্রিয় অভিনেতা ও ওটিটি তারকা জয়দীপ আহলাওয়াত সাহিত্য আজতকের মঞ্চে এসে নিজের কেরিয়ার, শৈশব, অভিনয় জীবন নিয়ে কথা বললেন। জয়দীপ জানিয়েছেন, তিনি চরিত্রের মধ্যে কীভাবে ঢুকে পড়েন।
Roi Roi Binale Box Office Collection: প্রয়াত গায়ক জুবিন গর্গের শেষ ছবি 'রই রই বিনালে' নিয়ে অসম সহ গোটা দেশ ছিল উৎসাহিত। মুক্তির প্রথম দিনেই এই ছবি দেড় কোটির ওপর টাকা আয় করে অসমের বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল। মুক্তির আগে থেকেই অসম জুড়ে এই ছবির টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। রাজেশ ভুঁইয়া পরিচালিত ও গরিমা গর্গ ও জুবিন প্রযোজিত এই ছবি অসমের ফিল্মি ইতিহাসে এটি ষষ্ঠ সর্বোচ্চ আয়কারী অসমীয়া ছবি হিসাবে বিবেচিত হচ্ছে।
Shah Rukh khan: মুম্বইতে হওয়া গ্লোবাল পিস অনার্স ২০২৫-এ যোগ দিয়েছিলেন এসআরকে। এই অনুষ্ঠানে এসে তিনি ২৬/১১-এর জঙ্গি হামলা নিয়ে কথা যেমন বলেন তেমনি ভারতীয় সেনাদের সাহস ও পরাক্রম নিয়েও আলোচনা করেন।
'ফিল্ম দুনিয়ায় সব দেখনদারি। আমার তেমন কোনও বন্ধু নেই। অনুরাগ কশ্যপ আমার বন্ধু। আমি তারকা নই'। সাহিত্য আজ তকের মঞ্চে বললেন অভিনেতা পীযূষ মিশ্র।
এই বছরের Sahitya Aaj Tak 2025 শুরু হয়েছে শুক্রবার ২১ নভেম্ব থেকে। এই মঞ্চে একাধিক বড় বড় ব্যক্তিত্বের উপস্থিতি অনুষ্ঠানের শোভা আরও উজ্জ্বল করেছে। আর এই সাহিত্য মঞ্চেই পাপন তাঁর বিশেষ বন্ধু তথা প্রয়াত গায়ক জুবিন গর্গের স্মরণে অজানা কিছু কথা সকলের সঙ্গে শেয়ার করে নেন।
Sahitya Aaj Tak 2025-এর মঞ্চে প্রয়াত গায়ক জুবিন গর্গকে নিয়ে আবেগে ভাসলেন পাপন ও গায়িকা জুবলি বড়ুয়া। জুবিনের সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের কথা তাঁরা ভাগ করে নেন সাহিত্য আজতক-এর মঞ্চে।
Vivek Oberoi on SRK: বলিউডে সব নায়কদের সাফল্য যে চোখে পড়ার মতো এমনটা কিন্তু নয়। এমন অনেক নায়কই রয়েছেন যাঁরা একসময় চুটিয়ে অভিনয় করলেও এখন তাঁদের আর কেউই সেভাবে বড়পর্দায় অভিনয় করেন না। সেরকমই এক অভিনেতা হলেন বিবেক ওবেরয়। একসময় সাথিয়া, মস্তি, কম্পানি, শ্যুটআউট অ্যাট লোখান্ডওয়ালা, কেশরি বীর, রক্ত চরিত, দম, ওমকারা-র মতো সিনেমায় বিবেক ওবেরয়ের অভিনয় প্রশংসা পেয়েছে।
Altaf Raja On Sahitya Aajtak 2025: বাংলার সাহিত্য, কবিতা, গান নিয়ে বিস্তারিত চর্চা ও বিতর্ক সভা চলছে তিন দিন ব্যাপী। সাহিত্য আজতকের মঞ্চে হাজির ছিলেন আলতাফ রাজা। গায়ক তাঁর সুরেলা কণ্ঠে গান শুনিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন।
Sahitya Aajtak 2025 Day 1: সাহিত্য আজতকের মঞ্চে হাজির ছিলেন আলতামাশ ফরীদি। গায়ক তাঁর সুরেলা কণ্ঠে শ্রোতাদের মুগ্ধ করেন। 'তেরে বাস্তে', 'সনম রে', 'সাইয়ারা'-র মতো সুপারহিট গান গেয়ে সকলের মন জয় করেছেন শিল্পী।
Farah Khan: ফারাহ খান তাঁর ইউটিউব ভ্লগিংয়ের মাধ্যমে সকলের মনের আরও কাছে পৌঁছচ্ছেন। সম্প্রতি, তিনি সানিয়া মির্জার সঙ্গে খোলামেলা কথোপকথন করেন।