Dharmendra Last Days Spent: লোনাভালার ফার্মহাউসটি প্রায় ১০০ একর জমিতে বিস্তৃত ছিল। সেখানে তার অনেকগুলো ক্ষেত ছিল এবং গরু-ভেড়ার একটি বড় দলও ছিল, যাদের তিনি নিজেই লালন-পালন করতেন, যেভাবে সে তাঁর জীবনের একটি শান্তিপূর্ণ যাপনের অংশ ছিল।
প্রয়াত ধর্মেন্দ্র। সোমবার আচমকাই বলিউডের হি-ম্যানের মৃত্যুর খবর আসে। যদিও কিছুদিন আগেই তাঁর ভুয়ো মৃত্যুর গুঞ্জন ছড়িয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন অভিনেতা। এদিন মুম্বইয়ে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সকলের প্রিয় ধরমজি।
ধর্মেন্দ্র আর তাঁর 'ড্রিম গার্ল' হেমা মালিনীর প্রেমের চর্চা ছিল বলিউড জুড়ে। প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই হেমা মালিনীকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। সেক্ষেত্রে কি তাঁর দু'জনেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? জবাব দিয়েছিলেন খোদ অভিনেতাই।
প্রয়াত বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্র। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ধর্মেন্দ্র তাঁর নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যদিও পরিবারের পক্ষ থেকে এখনও কিছু নিশ্চিত করে বলা হয়নি। সোশ্যাল মিডিয়ায় প্রয়াত অভিনেতাকে সকলেই শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।
PM Modi on Dharmendra Death: বলিউড অভিনেতা ধর্মেন্দ্র ৮৯ বছর বয়সে প্রয়াত হলেন। প্রবীণ অভিনেতার মৃত্যুতে প্রধানমন্ত্রী মোদী শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন - 'ধর্মেন্দ্রজির মৃত্যু ভারতীয় চলচ্চিত্রের একটি যুগের সমাপ্তি।'
Dharmendra Death News: বলিউডের একটা যুগের অবসান। সংবাদ সংস্থা সূত্রের খবর প্রয়াত ধর্মেন্দ্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
লকডাউনের সময় ওজন হয়েছিল ১১০ কেজি। ৬ মাসে ওজন কমে হয়েছিল ৮৩ কেজি। পাতাললোকের চরিত্রের জন্য নিজের দৈহিক বদলের কথা সাহিত্য আজ তকের মঞ্চে শেয়ার করলেন জয়দীপ অহলাওয়াত।
Sahitya Aaj Tak 2025: ২১ নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে Sahitya Aaj Tak 2025। রবিবার ছিল এই অনুষ্ঠানের শেষদিন। আর এইদিন বলিউডের জনপ্রিয় অভিনেতা ও ওটিটি তারকা জয়দীপ আহলাওয়াত সাহিত্য আজতকের মঞ্চে এসে নিজের কেরিয়ার, শৈশব, অভিনয় জীবন নিয়ে কথা বললেন। জয়দীপ জানিয়েছেন, তিনি চরিত্রের মধ্যে কীভাবে ঢুকে পড়েন।
Roi Roi Binale Box Office Collection: প্রয়াত গায়ক জুবিন গর্গের শেষ ছবি 'রই রই বিনালে' নিয়ে অসম সহ গোটা দেশ ছিল উৎসাহিত। মুক্তির প্রথম দিনেই এই ছবি দেড় কোটির ওপর টাকা আয় করে অসমের বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল। মুক্তির আগে থেকেই অসম জুড়ে এই ছবির টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। রাজেশ ভুঁইয়া পরিচালিত ও গরিমা গর্গ ও জুবিন প্রযোজিত এই ছবি অসমের ফিল্মি ইতিহাসে এটি ষষ্ঠ সর্বোচ্চ আয়কারী অসমীয়া ছবি হিসাবে বিবেচিত হচ্ছে।
Shah Rukh khan: মুম্বইতে হওয়া গ্লোবাল পিস অনার্স ২০২৫-এ যোগ দিয়েছিলেন এসআরকে। এই অনুষ্ঠানে এসে তিনি ২৬/১১-এর জঙ্গি হামলা নিয়ে কথা যেমন বলেন তেমনি ভারতীয় সেনাদের সাহস ও পরাক্রম নিয়েও আলোচনা করেন।
'ফিল্ম দুনিয়ায় সব দেখনদারি। আমার তেমন কোনও বন্ধু নেই। অনুরাগ কশ্যপ আমার বন্ধু। আমি তারকা নই'। সাহিত্য আজ তকের মঞ্চে বললেন অভিনেতা পীযূষ মিশ্র।