Advertisement

বলিউড

৪১ বছর বয়সে ফের মা হলেন ভারতী! এবার পুত্র না কন্যা এল কমেডি ক্যুইনের কোলে?

৪১ বছর বয়সে ফের মা হলেন ভারতী! এবার পুত্র না কন্যা এল কমেডি ক্যুইনের কোলে?

19 Dec 2025

Bharti Singh Baby: দ্বিতীয় বার বাবা- মা হলেন ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া। এই সুখবর সামনে আসতেই, অনুগামী থেকে শুরু করে অন্যান্য তারকারা অভিনন্দন জানাচ্ছেন ভারতী- হর্ষকে।

প্রবেশপথে রুপোর হাতি, শিল্পার শেট্টির আলিশান বাংলোর ভিতরটা কেমন?
photo icon

প্রবেশপথে রুপোর হাতি, শিল্পার শেট্টির আলিশান বাংলোর ভিতরটা কেমন?

19 Dec 2025

বাড়ির ভেতরে পাথরের মেঝে এমনভাবে বসানো, যা কাচের মতো ঝকঝকে দেখায়। ফোয়ারার সৌন্দর্যে মুগ্ধ হন ফারাহ খানও। একাধিক বসার জায়গা, দামী চিত্রকর্ম, শিল্পকর্ম, ঘোড়ার মূর্তি ও নানা ধরনের সোফা সেটে সাজানো গোটা বাংলো।

বোরখা কেন? মুখ দেখাতে কী লজ্জা? জাভেদ আখতারের প্রশ্নে ফের বিতর্ক

বোরখা কেন? মুখ দেখাতে কী লজ্জা? জাভেদ আখতারের প্রশ্নে ফের বিতর্ক

18 Dec 2025

তিনি শিক্ষিত, প্রগতিশীল। বরাবরই চাপিয়ে দেওয়া অযৌক্তিক নিয়ম নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর চিন্তাভাবনা হাজার হাজার মানুষকে উদ্বুদ্ধ করে। তিনি আর কেউ নন, কবি এবং জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার। বোরখা দিয়ে মহিলাদের মুখ ঢেকে রাখার সামাজিক যুক্তি প্রসঙ্গে তাঁর দেওয়া উত্তর হৃদয় ছুঁয়েছে নেটিজেনদের। মহিলারা বোরখা দিয়ে মুখ ঢাকলে কি তাদের কম শক্তিশালী করে তোলে?

Border 2 Teaser Launch এ Sunny Deol এর পা ছুঁলেন Varun Dhawan, Video

17 Dec 2025

সানি দেওলের সঙ্গে কাজ করার বিষয়ে বরুণ ধাওয়ান বললেন, ছোটবেলা থেকেই সানিকে দেখে শিখেছেন। তাঁর সঙ্গে অভিনয় করা অনন্য অনুভূতি। পা ছুঁয়ে প্রণামও করেন

অস্কারে 'শর্টলিস্টেড' ঈশান-জাহ্নবীর 'হোমবাউন্ড', করণের আহ্লাদ

অস্কারে 'শর্টলিস্টেড' ঈশান-জাহ্নবীর 'হোমবাউন্ড', করণের আহ্লাদ

17 Dec 2025

ভারতীয় ছবি 'হোমবাউন্ড' ২০২৬ সালের অস্কারের জন্য শর্টলিস্টেড হয়েছে । ছবিটি সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের ক্যাটাগরির জন্য নির্বাচিত হওয়ায় প্রযোজক করণ জোহর আনন্দিত। এই বিভাগে অন্যান্য ১৪টি গ্লোবাল সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে 'হোমবাউন্ড'।

'ধুরন্ধর'-এ ধরাশায়ী 'পুষ্পা ২', ১০ দিনে চমকে দেওয়া আয় 'রহমান ডাকাইত'-এর

'ধুরন্ধর'-এ ধরাশায়ী 'পুষ্পা ২', ১০ দিনে চমকে দেওয়া আয় 'রহমান ডাকাইত'-এর

15 Dec 2025

Dhurandhar Box Office: ২০২৫ সাল শেষ হওয়ার আগেই হিন্দি ইন্ডাস্ট্রির ভোল বদল করে দিল রণবীর সিংয়ের 'ধুরন্ধর'। এই বছর যে কটি হিন্দি ছবি মুক্তি পেয়েছে, তার মধ্যে 'ধুরন্ধর' বক্স অফিসে নিজের জাত চিনিয়ে দিয়েছে। আদিত্য ধর পরিচালিত এই ছবি ঘিরে প্রথম থেকেই বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছিল, তবে ছবি মুক্তির পর থেকেই তা রেকর্ড গড়ছে প্রায় প্রতিদিনই।

এক সপ্তাহে ২০০ কোটি ছাড়িয়েছে 'ধুরন্ধর'! বড় রেকর্ড গড়তে চলেছে রণবীরের ছবি

এক সপ্তাহে ২০০ কোটি ছাড়িয়েছে 'ধুরন্ধর'! বড় রেকর্ড গড়তে চলেছে রণবীরের ছবি

12 Dec 2025

রণবীরের মারকাটারি অ্যাকশন ইতিমধ্যেই দর্শকদের মন জয় করছে। মাত্র সাত দিনেই বক্স অফিসে ২০০ কোটির মাইলফলক পার করেছে এই ছবি।

'শরীর ও মন দুর্বল হয়ে পড়ছে', ৮৩ বছর বয়সে কাজ করতে হিমশিম খাচ্ছেন অমিতাভ

'শরীর ও মন দুর্বল হয়ে পড়ছে', ৮৩ বছর বয়সে কাজ করতে হিমশিম খাচ্ছেন অমিতাভ

12 Dec 2025

Amitabh Bachchan:  স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং পরিমিত শরীরচর্চার মাধ্যমে তিনি সক্রিয় রাখেন নিজেকে। তবে, বয়স বাড়ার জন্য অমিতাভের শরীর ও মন দুর্বল হয়ে পড়ছে। একথা তিনি নিজেই জানিয়েছেন। 

ঐশ্বর্যর সঙ্গে ডিভোর্সের গুঞ্জনে কী প্রতিক্রিয়া ছিল আরাধ্যার? জানালেন অভিষেক

ঐশ্বর্যর সঙ্গে ডিভোর্সের গুঞ্জনে কী প্রতিক্রিয়া ছিল আরাধ্যার? জানালেন অভিষেক

11 Dec 2025

Bollywood Gossips: প্রায়শই ট্রোলিংয়ের শিকার হতে হয় তাঁদের। কিছু মাস আগে গুঞ্জন ছড়িয়েছিল, বিচ্ছেদ হচ্ছে তারকা দম্পতির। তবে পরে সেই জল্পনাকে ভুয়ো প্রমাণ করে, ফের বচ্চন পরিবারেই থাকছেন বলিউড অভিনেত্রী।

বয়স ৬০ তবে নিজেকে এখনও... Agenda Aaj Tak 2005 এ Aamir Khan

10 Dec 2025

মূলধারার বলিউডি নায়ক। কিন্তু প্রতিটি ছবিই তাঁর অন্য ধরনের। কেরিয়ারের শুরু থেকে আলাদা আলাদা বিষয়ে ছবি করেছেন আমির খান। অ্যাজেন্ডা আজ তকের মঞ্চে আমির খান শেয়ার করলেন নিজের মনের কথা।

মারাকাঠারি অ্যাকশন ছেড়ে Sitaare Zameen Par কেন? ফাঁস করলেন Aamir Khan

10 Dec 2025

অ্যাকশন ছবি ছেড়ে কেন সিতারে জমিন পর-এর মতো ছবিতে অভিনয় করলেন? অ্যাজেন্ডা আজতকের মঞ্চে আমির জানালেন,'আমি হৃদয়ের কথা শুনি'।

Advertisement