Advertisement

বলিউড

৬০ বছরে ভাইজান Salman Khan, ভক্তদের সঙ্গে কাটলেন কেক, দেখুন ভিডিও

27 Dec 2025

খাতায় কলমে সিনিয়র সিটিজেন হলেন অভিনেতা সলমন খান। ৬০ তম জন্মদিন তাঁর। তবে তাঁকে দেখে সেটা বোঝা দায়। আর সেই কারণেই বান্দ্রা-ওরলি সি লিঙ্ক আলোকিত করা হয়েছে। শুধু তাই নয়, ভক্তদের সঙ্গে দাঁড়িয়ে কেকও কেটেছেন তিনি।

কত টাকার মালিক সলমন? মোট সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে

কত টাকার মালিক সলমন? মোট সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে

26 Dec 2025

Salman Khan News: বলিউডের অন্যতম বড় সুপারস্টার সলমনের অভিনয় জীবনের পাশাপাশি রিয়েল এস্টেট, ফিটনেস ভেঞ্চার এবং লাইফস্টাইল ব্র্যান্ড থেকেও প্রচুর অর্থ উপার্জন করেছেন। 

মধ্যরাতে উরফির বাড়িতে ২ অচেনা লোক! কীভাবে নিজের প্রাণ বাঁচালেন?

মধ্যরাতে উরফির বাড়িতে ২ অচেনা লোক! কীভাবে নিজের প্রাণ বাঁচালেন?

23 Dec 2025

Uorfi Javed News: উরফি মানেই নিত্যনতুন চমক। ফের চর্চায় উরফি। তবে এবার ফ্যাশন সম্পর্কিত কোনও বিষয়ে না। আতঙ্কে রয়েছেন তিনি। এমনকী প্রশ্ন ওঠে তাঁর নিরাপত্তা নিয়েও। ভয়ে থানায় ছুটে যান অভিনেত্রী। 

ঈশ্বর আছে না নেই? জাভেদ আখতারের সঙ্গে মুফতি নদবীর জোর বিতর্কে কে জিতল

ঈশ্বর আছে না নেই? জাভেদ আখতারের সঙ্গে মুফতি নদবীর জোর বিতর্কে কে জিতল

21 Dec 2025

ঈশ্বরের অস্তিত্বের বিতর্ক সভায় গিয়ে একেবারে ছয় হাঁকালেন জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে আল্লাহর চেয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক ভাল। জাভেদের এই মন্তব্য রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায়।

পথ দুর্ঘটনার কবলে নোরা ফতেহি, এখন কেমন আছেন নায়িকা?

পথ দুর্ঘটনার কবলে নোরা ফতেহি, এখন কেমন আছেন নায়িকা?

21 Dec 2025

Nora Fatehi Car Accident: পথ দুর্ঘটনার মুখে বলিউড অভিনেত্রী নোরা ফতেহি। অভিনেত্রীর গাড়ি মুম্বইতে দুর্ঘটনার মুখে পড়ে। এক মত্ত চালক নোরার গাড়িতে ধাক্কা মেরে দেয়।

৪১ বছর বয়সে ফের মা হলেন ভারতী! এবার পুত্র না কন্যা এল কমেডি ক্যুইনের কোলে?

৪১ বছর বয়সে ফের মা হলেন ভারতী! এবার পুত্র না কন্যা এল কমেডি ক্যুইনের কোলে?

19 Dec 2025

Bharti Singh Baby: দ্বিতীয় বার বাবা- মা হলেন ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া। এই সুখবর সামনে আসতেই, অনুগামী থেকে শুরু করে অন্যান্য তারকারা অভিনন্দন জানাচ্ছেন ভারতী- হর্ষকে।

প্রবেশপথে রুপোর হাতি, শিল্পার শেট্টির আলিশান বাংলোর ভিতরটা কেমন?
photo icon

প্রবেশপথে রুপোর হাতি, শিল্পার শেট্টির আলিশান বাংলোর ভিতরটা কেমন?

19 Dec 2025

বাড়ির ভেতরে পাথরের মেঝে এমনভাবে বসানো, যা কাচের মতো ঝকঝকে দেখায়। ফোয়ারার সৌন্দর্যে মুগ্ধ হন ফারাহ খানও। একাধিক বসার জায়গা, দামী চিত্রকর্ম, শিল্পকর্ম, ঘোড়ার মূর্তি ও নানা ধরনের সোফা সেটে সাজানো গোটা বাংলো।

বোরখা কেন? মুখ দেখাতে কী লজ্জা? জাভেদ আখতারের প্রশ্নে ফের বিতর্ক

বোরখা কেন? মুখ দেখাতে কী লজ্জা? জাভেদ আখতারের প্রশ্নে ফের বিতর্ক

18 Dec 2025

তিনি শিক্ষিত, প্রগতিশীল। বরাবরই চাপিয়ে দেওয়া অযৌক্তিক নিয়ম নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর চিন্তাভাবনা হাজার হাজার মানুষকে উদ্বুদ্ধ করে। তিনি আর কেউ নন, কবি এবং জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার। বোরখা দিয়ে মহিলাদের মুখ ঢেকে রাখার সামাজিক যুক্তি প্রসঙ্গে তাঁর দেওয়া উত্তর হৃদয় ছুঁয়েছে নেটিজেনদের। মহিলারা বোরখা দিয়ে মুখ ঢাকলে কি তাদের কম শক্তিশালী করে তোলে?

Border 2 Teaser Launch এ Sunny Deol এর পা ছুঁলেন Varun Dhawan, Video

17 Dec 2025

সানি দেওলের সঙ্গে কাজ করার বিষয়ে বরুণ ধাওয়ান বললেন, ছোটবেলা থেকেই সানিকে দেখে শিখেছেন। তাঁর সঙ্গে অভিনয় করা অনন্য অনুভূতি। পা ছুঁয়ে প্রণামও করেন

অস্কারে 'শর্টলিস্টেড' ঈশান-জাহ্নবীর 'হোমবাউন্ড', করণের আহ্লাদ

অস্কারে 'শর্টলিস্টেড' ঈশান-জাহ্নবীর 'হোমবাউন্ড', করণের আহ্লাদ

17 Dec 2025

ভারতীয় ছবি 'হোমবাউন্ড' ২০২৬ সালের অস্কারের জন্য শর্টলিস্টেড হয়েছে । ছবিটি সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের ক্যাটাগরির জন্য নির্বাচিত হওয়ায় প্রযোজক করণ জোহর আনন্দিত। এই বিভাগে অন্যান্য ১৪টি গ্লোবাল সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে 'হোমবাউন্ড'।

'ধুরন্ধর'-এ ধরাশায়ী 'পুষ্পা ২', ১০ দিনে চমকে দেওয়া আয় 'রহমান ডাকাইত'-এর

'ধুরন্ধর'-এ ধরাশায়ী 'পুষ্পা ২', ১০ দিনে চমকে দেওয়া আয় 'রহমান ডাকাইত'-এর

15 Dec 2025

Dhurandhar Box Office: ২০২৫ সাল শেষ হওয়ার আগেই হিন্দি ইন্ডাস্ট্রির ভোল বদল করে দিল রণবীর সিংয়ের 'ধুরন্ধর'। এই বছর যে কটি হিন্দি ছবি মুক্তি পেয়েছে, তার মধ্যে 'ধুরন্ধর' বক্স অফিসে নিজের জাত চিনিয়ে দিয়েছে। আদিত্য ধর পরিচালিত এই ছবি ঘিরে প্রথম থেকেই বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছিল, তবে ছবি মুক্তির পর থেকেই তা রেকর্ড গড়ছে প্রায় প্রতিদিনই।

Advertisement