চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাইকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। শ্বাসকষ্ট, দুর্বলতা, ঘন ঘন মাথা ঘোরা, স্মৃতিশক্তি কমে যাওয়া এবং কথা বলতে অসুবিধার কারণে বুধবার সন্ধ্যায় ঘাইকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়
KIFF-Imtiaz Ali: কলকাতার সঙ্গে এক অন্য রকমের সম্পর্ক বলিউডের খ্যাতনামা পরিচালক ইমতিয়াজ আলির। এই শহরের টানে বারবার এখানে ছুটে আসেন 'লাভ আজ কাল' পরিচালক। গত ৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসব। আর এই উৎসবের তৃতীয় দিনে শহরে পা রাখলেন পরিচালক ইমতিয়াজ। ইমতিয়াজ আলি পরিচালিত ‘মাই মেলবোর্ন’ সিনেমার প্রচারে তিনি এবার এসেছেন কলকাতায়।
রিজিওনাল সিনেমা বলে আর কিছু নেই। এখন সিনেমা মানেই ভারতীয়। আঞ্চলিক ভাষায় সিনেমার সংজ্ঞাই বদলে দিয়েছে তামিল, তেলেগু, মালায়লাম ইন্ডাস্ট্রি। আর সেই ধারাই বজায় রাখল 'পুস্পা ২: দ্য রুল' (pushpa 2 the rule)। তামিলে শ্যুট করে হিন্দিতে ডাব, আর তাতেই সমস্ত বলিউড সিনেমাকেও ব্যবসায় হারিয়ে দিলেন আল্লু অর্জুন।
আগে অভিনেতা সলমন খানকেই খুন করার পরিকল্পনা ছিল বলে স্বীকারোক্তি বাবা সিদ্দিকীর শ্যুটারের। মাত্র কয়েক মাস আগে এনসিপি নেতা ও সলমনের ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকীকে খুন করা হয়। জানা যায় সলমনকেও হত্যার পরিকল্পনা করেছিল এই গ্যাং।
অবশেষে দীর্ঘ ৩ বছরের অপেক্ষার পর, 'পুষ্পা ২: দ্য রুল' ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। গতকাল ছিল ছবির প্রিমিয়ার। আল্লু অর্জুনের সিনেমা ভক্তদের উন্মাদনা অবাক করার মতো। গতকাল রাতে হায়দরাবাদের 'সন্ধ্যা' থিয়েটারের বাইরে পদপিষ্ট হয়ে মারা যান এক মহিলা। পদপিষ্ট হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তাঁর সন্তান। আহত বহু মানুষ। বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ অল্লু অর্জুন এলে থিয়েটারের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশ।
Mamata Kulkarni: ন'য়ের দশকে তিনি ছিলেন সকলের হট ফেভারিট অভিনেত্রী। তাঁর পাতলা কোমরের ঝটকা সেই সময় বহু পুরুষের ঘুম ওড়াতো। তাঁর প্রেমে হাবুডুবু খেতেন বহু পুরুষ। সেই মমতা কুলকার্নি ২৪ বছর পর মুম্বইতে পা রাখলেন।
Naga Chaitanya-Sobhita Wedding: বুধবার সকাল থেকেই তোড়জোড় একেবারে তুঙ্গে। চারহাত এক হতে চলেছে দক্ষিণী তারকা নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার। গত দুমাসের অপেক্ষা এবার শেষ। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই নাগা চৈতন্য ও শোভিতা তাঁদের বিয়ে সারবেন। হায়দ্রাবাদে ৪ ডিসেম্বর, বুধবার বসছে তাঁদের বিয়ের আসর।
Vikrant Massey: 12th Fail খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন তাঁর অবসরের। আর এরপরই বিক্রান্তকে নিয়ে ইন্ডাস্ট্রিতে হইচই শুরু হয়ে যায়। সোমবার এই পোস্ট করার পরই অভিনেতা সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্য সবরমতী রিপোর্ট-এর স্পেশ্যাল স্ক্রিনিং দেখেন। কিন্তু হঠাৎ করে কেন সাময়িক অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন বিক্রান্ত, তা নিয়ে অনেকের মধ্যেই কৌতুহলের সৃষ্টি হয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে 'দ্য সবরমতী রিপোর্ট' দেখলেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার বাকি সদস্যদের সঙ্গে এই সিনেমা দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেতা। জানালেন, তিনি এখন জীবনের সবথেকে ভালো সময় কাটাচ্ছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সিনেমা দেখা তাঁর জীবনের এক বড় প্রাপ্তি।
Chunky Pandey: আম্বানি পরিবারের পুজো হোক অথবা বাড়ির ছেলের বিয়ে, বলিউড তারকাদের সেখানে গিয়ে পারফর্ম্যান্স করতে সব সময়ই দেখে থাকবেন অনেকে। আসলে ব্যবসায়ী বা কোটিপতি কোনও ব্যক্তি হোক, তাঁদের পারিবারিক কোনও অনুষ্ঠানে বলিউড তারকাদের টাকার বিনিময়ে ডাকা এখন বেশ ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে।
Vikrant Massey: বড়পর্দা থেকে ওয়েব সিরিজ তিনি দখল করে রয়েছেন বিনোদনের সিংহভাগই। দর্শকদের নানান চরিত্রের মধ্য দিয়ে এই অভিনেতা সকলের প্রশংসা কুড়িয়েছেন দুহাত ভরে। সেই বিক্রান্ত ম্যাসি বছর শেষে মন ভাঙলেন তাঁর অজস্র গুণমুগ্ধদের।