দীর্ঘদিন ধরেই ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক (Sourav Ganguly Biopic) নিয়ে জল্পনা-কল্পনা চলছে। সৌরভের নামচরিত্রে, সিনেমায় মুখ্য ভূমিকায় কোন অভিনেতাকে দেখা যাবে, সেই নিয়েই রয়েছে জল্পনা। সাম্প্রতিক সময়ে কানাঘুষো শোনা যাচ্ছিল যে আয়ুষ্মান খুরানাকে (Ayushman Khuraana) সৌরভের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এবার সেই জল্পনায় কার্যত সিলমোহর দিলেন সৌরভ নিজে।
Waheeda Rehman: ‘দাদা সাহেব ফালকে’ সম্মান পাচ্ছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমান। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তাঁকে দাদা সাহেব ফালকে লাইভটাইম অ্য়াচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হল। মঙ্গলবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করেন এই পুরস্কার।
Swara Bhaskar: বলিউড জুড়ে এখন খুশির হাওয়া। রবিবারই সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া, আর সোমবার আরও এক খুশির খবর এল বলিউডে। মা হয়েছেন স্বরা ভাস্কর। ফুটফুটে এক কন্যার জন্ম দিয়েছেন স্বরা। এদিন স্বরা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই সুখবরটি শেয়ার করেন। শুধু তাই নয়, স্বরা তাঁর স্বামী ফাহাদ আহমেদকে নিয়ে নবজাতকের ছবি পোস্ট করেছেন। শুধু তাই নয়, একরত্তির নাম কী রেখেছেন অভিনেত্রী তাও প্রকাশ্যে এনেছেন।
বিয়ের পর প্রকাশ্যে এলেন রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া। নব দম্পতিকে উদয়পুর বিমানবন্দরে দেখা যায়। দিল্লি উদ্দেশ্যে তারা রওনা দেন। রবিবার আপ সাংসদ রাঘব চাড্ডার গলায় মালা দেন বলিউডের পরিণীতি চোপড়া। রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে রাঘব-পরিণীতির শুভ পরিণয় সম্পন্ন হয়। গত ২২ সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে গিয়েছিল বিয়ের সব রীতি-রেওয়াজ। রবিবার সঙ্গীত-মেহেন্দির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হলেও এদিন রাত পর্যন্ত পরিণীতি বা রাঘব কেউই বিয়ের ছবি পোস্ট করেননি। অবশেষে সোমবার সকালে সেই গোপনীয়তা ভেঙে দেওয়া হয়। প্রকাশ্যে এল সদ্য বিবাহিত দম্পতি রাঘব ও পরিণীতির বিয়ের ছবি। তারপরই তারা দিল্লির উদ্দেশ্যে রওনা হন।
Parineeti-Raghav Wedding: অবসান হল চারমাসের। রবিবার উদয়পুরের লেক পিচোলার ধারে মিলে গেল দুই হৃদয়। আম আদমি পার্টি তথা আপ সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে শুভ পরিণয় সারলেন বলিউডের পরিণীতি চোপড়া।
Parineeti-Raghav Wedding: চারমাসের অপেক্ষার অবসান ঘটিয়ে রবিবার আপের সাংসদ রাঘব চাড্ডার গলায় মালা দিলেন বলিউডের পরিণীতি চোপড়া। রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে রাঘব-পরিণীতির শুভ পরিণয় সম্পন্ন হয়। গত ২২ সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে গিয়েছিল বিয়ের সব রীতি-রেওয়াজ। রবিবার সঙ্গীত-মেহেন্দির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হলেও এদিন রাত পর্যন্ত পরিণীতি বা রাঘব কেউই বিয়ের ছবি পোস্ট করেননি।
Raghav-Parineeti Wedding: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই তরুণ আপ নেতা রাঘব চাড্ডার (Raghav Chadha) সঙ্গে সাতপাকে ঘুরবেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। উদয়পুর ইতিমধ্যেই সেজে উঠেছে বলিউডের এই বিগ ফ্যাট ওয়েডিং-এর জন্য।
Parineeti- Raghav Wedding: এই মুহূর্তে তারকা জুটিকে নিয়ে মানুষের কৌতূহল রয়েছে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ডিং তাঁরা। রইল বলিউডের রাজকীয় বিয়ের সমস্ত খুঁটিনাটি।
অখিলের স্ত্রী সুজেনও পেশায় অভিনেত্রী। অখিলের প্রথম স্ত্রী ছিলেন মঞ্জু মিশ্র। ১৯৮৩ সালে বিয়ে হয়েছিল। ১৯৯৭ সালে বিচ্ছেদ হয়ে যায়। মঞ্জুর পর অখিল বিয়ে করেছিলেন সুজেনকে ২০০৯ সালে।
Parineeti Chopra- Raghav Chadha Wedding: রাঘব- পরিণীতি তাঁদের বিয়েতে কোনও খামতি রাখতে চান না। এজন্যে বেছে নিয়েছেন বিশ্বের সেরা তিন হোটেলের মধ্যে একটি।
Zareen Khan: প্রতারণার অভিযোগ উঠল বলিউড অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে। সেই মামলার ভিত্তিতেই কলকাতায় গ্রেফতারি পরোয়ানা জারি হল সলমন খানের নায়িকা জারিন খানের বিরুদ্ধে। জানা গিয়েছে, ২০১৬ সালে এই শহরের এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা প্রতারণার অভিযোগ দায়ের করেছিল নারকেলডাঙা পুলিশের কাছে।