Jaya Bachchan: মেজাজ কখন বিগড়ে থাকে জয়া বচ্চনের তা বোঝা বড় দায়। বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী পরিচিত তাঁর খিটখিটে মেজাজের জন্য। বিশেষ করে পাপারাৎজিদের ওপর সারাক্ষণই ক্ষেপে রয়েছেন তিনি।
Orry: জাহ্নবী কাপুর থেকে সারা আলি খান, সুহানা খান থেকে অনন্যা পাণ্ডে, কিংবা রাধিকা মার্চেন্টের সঙ্গে প্রায়ই তাঁকে বিভিন্ন পার্টিতে দেখা যায়। কথা হচ্ছে ওরহান আওয়াত্রামানিকে অর্থাৎ ওরিকে নিয়ে। গত কয়েকদিন ধরে শিরোনামে ওরি।
বাঙালি হলেও হিন্দি টেলিভিশনের চেনা মুখ সৃজিতা দে। একাধিক হিন্দি সিরিয়ালে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। বিয়ে করেছেন জামার্নির ছেলেকে। ‘বিগ বস ১৬’র প্রতিযোগী ছিলেন সৃজিতা। তাঁর বিকিনি ছবি দেখলে কনকনে শীতেও ঘামবেন।
বেশ কিছুদিন ধরেই স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে পিছিয়ে যাওয়া নিয়ে চর্চা তুঙ্গে। ক্রিকেট তারকার বাবা আচমকাই অসুস্থ হয়ে যাওয়ায় প্রথমে বিয়ে পিছিয়ে দেওয়া হয়। এরপর পলাশও হাসপাতালে ভর্তি হন। উপরন্তু মঙ্গলবার মেরি ডি’কোস্টা নামে এক মহিলা পলাশকে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন। এর মাঝে প্রকাশ্যে পলাশের আরও এক প্রেমিকার নাম।
ভারতের অ্যানিমেশন জগতে বড় সম্মান। পরিচালক অশ্বিন কুমারের পৌরাণিক অ্যানিমেটেড ফিচার ফিল্ম ‘মহাবতার নরসিংহ’ এবার অস্কারের অ্যানিমেটেড ফিচার ফিল্ম বিভাগে যোগ্য ৩৫টি ছবির তালিকায় জায়গা করে নিয়েছে।
Celina Jaitly: অভিনেত্রী সেলিনা জেটলির সংসারে ভাঙন। অস্ট্রেলিয়ান স্বামী পিটার হাগের বিরুদ্ধে গার্হস্থ্য হংসার অভিযোগ আনেন। তিন সন্তানের মা সেলিনা আদালতের দ্বারস্থ হয়েছেন। ৪৭ বছরের অভিনেত্রীর এমন অভিযোগে শোরগোল পড়েছে বি-টাউনে।
Dharmendra Last Days Spent: লোনাভালার ফার্মহাউসটি প্রায় ১০০ একর জমিতে বিস্তৃত ছিল। সেখানে তার অনেকগুলো ক্ষেত ছিল এবং গরু-ভেড়ার একটি বড় দলও ছিল, যাদের তিনি নিজেই লালন-পালন করতেন, যেভাবে সে তাঁর জীবনের একটি শান্তিপূর্ণ যাপনের অংশ ছিল।
প্রয়াত ধর্মেন্দ্র। সোমবার আচমকাই বলিউডের হি-ম্যানের মৃত্যুর খবর আসে। যদিও কিছুদিন আগেই তাঁর ভুয়ো মৃত্যুর গুঞ্জন ছড়িয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন অভিনেতা। এদিন মুম্বইয়ে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সকলের প্রিয় ধরমজি।
ধর্মেন্দ্র আর তাঁর 'ড্রিম গার্ল' হেমা মালিনীর প্রেমের চর্চা ছিল বলিউড জুড়ে। প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই হেমা মালিনীকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। সেক্ষেত্রে কি তাঁর দু'জনেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? জবাব দিয়েছিলেন খোদ অভিনেতাই।
প্রয়াত বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্র। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ধর্মেন্দ্র তাঁর নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যদিও পরিবারের পক্ষ থেকে এখনও কিছু নিশ্চিত করে বলা হয়নি। সোশ্যাল মিডিয়ায় প্রয়াত অভিনেতাকে সকলেই শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।
PM Modi on Dharmendra Death: বলিউড অভিনেতা ধর্মেন্দ্র ৮৯ বছর বয়সে প্রয়াত হলেন। প্রবীণ অভিনেতার মৃত্যুতে প্রধানমন্ত্রী মোদী শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন - 'ধর্মেন্দ্রজির মৃত্যু ভারতীয় চলচ্চিত্রের একটি যুগের সমাপ্তি।'