Tanushree Dutta: মাঝে মধ্যেই শিরোনামে থাকেন বং কন্যা তনুশ্রী দত্ত। কখনও মি টু অভিযোগ নিয়ে আবার কখনও বা শিবরাত্রির দিন মাংস খেয়ে। বতর্ক পিছুই ছাড়ে না তাঁর। আর বিগ বসের শো-তে বিতর্কিত তারকাদের অগ্রাধিকার সবচেয়ে বেশি। তনুশ্রী দত্তের কাছেও এসেছিল বিগ বসের প্রস্তাব।
Actress Comeback: নয়ের দশকে এই অভিনেত্রীর মিষ্টি হাসি ও ঘন কালো চুলের কারণে দর্শকদের নজর কাড়েন। ১৯৯১ সালে বলিউডে অভিষেক হয় দক্ষিণী নায়িকা শান্তিপ্রিয়ার। বিপরীতে ছিলেন অক্ষয় কুমার। ছবির নাম ‘সুগন্ধ’। তার পর অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। শান্তিপ্রিয়া বলিউডে বেশ কিছু ছবি করে তার পর ফিরে যান দক্ষিণে। তবে আচমকাই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ন্যাড়া মাথায় দেখে হতবাক সকলে।
মুম্বইয়ের লোকাল ট্রেনে চড়তে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়লেন অভিনেত্রী কারিশমা শর্মা। চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসার পর বর্তমানে তিনি থেকে সুস্থ আছেন এবং হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখনও ব্যথা ও চোটের যন্ত্রণা ভোগ করছেন তিনি।
Ananya Panday: নেপোকিড তকমা তো অনন্যার গায়ে একেবারে লেগেই রয়েছে। নিজের চেহারার জন্য একাধিক ট্রোল, বডি শেমিং-এর মুখে পড়তে হয়েছে বি-টাউন নায়িকাকে। যদিও এইসব নিয়ে খুব একটা মাথা ঘামান না অনন্যা।
বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে চলল গুলি। তাঁর বরেলির বাড়িতে বেশ কয়েক রাউন্ড গুলি চলে। ঘটনাটি ঘটে শুক্রবার ভোর সাড়ে ৪টায়। যদিও ঘটনায় কেউ আহত হননি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই গুলি চালানোর দায় স্বীকার করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী কুণিকা সদানন্দ সম্প্রতি আবার আলোচনায়। বর্তমানে তিনি সলমন খানের রিয়েলিটি শো বিগ বস ১৯-এ প্রতিযোগী হিসেবে রয়েছেন। তবে এবার খবরে এসেছেন এক বিতর্কিত মন্তব্যের কারণে।
গায়ক কুমার শানুর সঙ্গে তাঁর অভিনেত্রী মা কুনিকা সদানন্দের সম্পর্ক নিয়ে বিস্ফোরক তথ্য সামনে আনলেন আয়ান লাল। তিনি জানান, কুমার শানুর সঙ্গে তাঁর মায়ের সম্পর্ক বিষিয়ে গিয়েছিল।
Deepika Padukone: দেখতে দেখতে ১ বছরে পা দিল দীপিকা ও রণবীর সিংয়ের মেয়ে দুয়া। এই বছর ৮ সেপ্টেম্বর, মঙ্গলবার ছিল দীপিকা-কন্যার ১ বছরের জন্মদিন। মেয়েকে এখনও সকলের সামনে নিয়ে আসেননি এই তারকা দম্পতি। তবে কন্যার জন্মদিনে বিশেষ কিছু করবেন না নায়িকা তা কী করে হয়।
Bollywood Star Kids: সামাইরা এবং কিয়ান তাঁদের মা করিশ্মা কাপুরের সাহায্যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁদের দুই সন্তান, সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব কাপুরের বিরুদ্ধে প্রতারণার আবেদন করেছেন।
Monali Thakur: বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন ন্যাশনাল পুরস্কারজয়ী গায়িকা মোনালি ঠাকুর। বাঙালি গায়িকার ঘর ভাঙার চর্চা বর্তমানে তুঙ্গে। ২০১৭ সালে মোনালি চুপিসারে বিয়ে সারেন সুইৎজারল্যান্ডের রেস্তোরাঁ মালিক মাইক রিখটারের সঙ্গে। মাইক ও মোনালির বিয়ে গায়িকার ভক্তদের জন্য হতবাক করার মতো খবর ছিল।
Karisma Kapoor: গত জুন মাসে আচমকাই মৃত্যু হয় করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী শিল্পপতি সঞ্জয় কাপুরের। তাঁর মৃত্যু নিয়ে জলঘোলা কম হয়নি। করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামীর মৃত্যুর পর থেকেই তাঁর ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। সোনা কমস্টার কোম্পানির মালিকানা এবং এই বিপুল পরিমাণ সম্পত্তির উত্তরাধিকার কে হবেন?