ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন বলিউড অভিনেত্রী ও মডেল খুশি মুখোপাধ্যায়। তাঁর দাবি, সূর্যকুমার যাদব অতীতে তাঁকে ঘন ঘন মেসেজ করতেন।
These Young Stars Shined 2025: এই বছরটাও শেষের মুখে। আবার নতুন বছর নতুন আশা নিয়ে হাজির হবে। তবে এই বছর বাংলা এবং হিন্দিতে বেশ কিছু নতুন প্রজন্মের তরুণ-তরুণীরা নিজেদের প্রতিভা দেখিয়ে বিশেষভাবে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। অভিনয় থেকে পরিচালনা, সবেতেই কামাল করে দেখিয়েছেন এই প্রজন্মের কিছুজন।
খাতায় কলমে সিনিয়র সিটিজেন হলেন অভিনেতা সলমন খান। ৬০ তম জন্মদিন তাঁর। তবে তাঁকে দেখে সেটা বোঝা দায়। আর সেই কারণেই বান্দ্রা-ওরলি সি লিঙ্ক আলোকিত করা হয়েছে। শুধু তাই নয়, ভক্তদের সঙ্গে দাঁড়িয়ে কেকও কেটেছেন তিনি।
Salman Khan News: বলিউডের অন্যতম বড় সুপারস্টার সলমনের অভিনয় জীবনের পাশাপাশি রিয়েল এস্টেট, ফিটনেস ভেঞ্চার এবং লাইফস্টাইল ব্র্যান্ড থেকেও প্রচুর অর্থ উপার্জন করেছেন।
Uorfi Javed News: উরফি মানেই নিত্যনতুন চমক। ফের চর্চায় উরফি। তবে এবার ফ্যাশন সম্পর্কিত কোনও বিষয়ে না। আতঙ্কে রয়েছেন তিনি। এমনকী প্রশ্ন ওঠে তাঁর নিরাপত্তা নিয়েও। ভয়ে থানায় ছুটে যান অভিনেত্রী।
ঈশ্বরের অস্তিত্বের বিতর্ক সভায় গিয়ে একেবারে ছয় হাঁকালেন জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে আল্লাহর চেয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক ভাল। জাভেদের এই মন্তব্য রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায়।
Nora Fatehi Car Accident: পথ দুর্ঘটনার মুখে বলিউড অভিনেত্রী নোরা ফতেহি। অভিনেত্রীর গাড়ি মুম্বইতে দুর্ঘটনার মুখে পড়ে। এক মত্ত চালক নোরার গাড়িতে ধাক্কা মেরে দেয়।
Bharti Singh Baby: দ্বিতীয় বার বাবা- মা হলেন ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া। এই সুখবর সামনে আসতেই, অনুগামী থেকে শুরু করে অন্যান্য তারকারা অভিনন্দন জানাচ্ছেন ভারতী- হর্ষকে।
বাড়ির ভেতরে পাথরের মেঝে এমনভাবে বসানো, যা কাচের মতো ঝকঝকে দেখায়। ফোয়ারার সৌন্দর্যে মুগ্ধ হন ফারাহ খানও। একাধিক বসার জায়গা, দামী চিত্রকর্ম, শিল্পকর্ম, ঘোড়ার মূর্তি ও নানা ধরনের সোফা সেটে সাজানো গোটা বাংলো।
তিনি শিক্ষিত, প্রগতিশীল। বরাবরই চাপিয়ে দেওয়া অযৌক্তিক নিয়ম নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর চিন্তাভাবনা হাজার হাজার মানুষকে উদ্বুদ্ধ করে। তিনি আর কেউ নন, কবি এবং জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার। বোরখা দিয়ে মহিলাদের মুখ ঢেকে রাখার সামাজিক যুক্তি প্রসঙ্গে তাঁর দেওয়া উত্তর হৃদয় ছুঁয়েছে নেটিজেনদের। মহিলারা বোরখা দিয়ে মুখ ঢাকলে কি তাদের কম শক্তিশালী করে তোলে?
সানি দেওলের সঙ্গে কাজ করার বিষয়ে বরুণ ধাওয়ান বললেন, ছোটবেলা থেকেই সানিকে দেখে শিখেছেন। তাঁর সঙ্গে অভিনয় করা অনন্য অনুভূতি। পা ছুঁয়ে প্রণামও করেন