জল্পনা ছিল বেশ কিছুদিন ধরেই। এবার সেই জল্পনায় সিলমোহর দিলেন পরিচালক নিজেই। বড় খবর বলিউডে। দুই ব্লকবাস্টার হিন্দি ছবির সিক্যুয়েল আসতে চলেছে। চলচ্চিত্র পরিচালক বিধু বিনোদ চোপড়া জানান, 'থ্রি ইডিয়টস' ও 'মুন্না ভাই'-র সিক্যুয়েল আসতে চলেছে। যদিও এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে ছবির কাজ। এই মুহূর্তে এই দুই ছবি সহ আরও বেশি কয়েকটি কাজের গল্প লেখার কাজ চলছে পরিচালকের।
সিক্যুয়েল আসার খবরটি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বিধু বিনোদ বলেন, "আমি 'টু ইডিয়টস' ও 'মুন্না ভাই ৩' দুই ছবিরই স্ক্রিপ্ট লিখছি। এছাড়াও, আমি বাচ্চাদের জন্য একটি ছবি তৈরির চেষ্টা করছি। যদিও ছবিটির নাম এখনও ঠিক হয়নি। এছাড়াও একটি হরর কমেডিও লিখছি। এই গল্পটা খুব আকর্ষণীয়।" পরিচালক আরও বলেন, "১-২ বছর লিখব, এরপর তৈরি করব। আমি মনে করি '২ ইডিয়টস' এবং 'মুন্না ভাই ৩'-র কাজ খুব শীঘ্রই শুরু হওয়ার সম্ভাবনা বেশি।"
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত রাজকুমার হিরানির ছবি 'থ্রি ইডিয়টস', সে সময়ের ব্লকবাস্টার ছবিগুলির মধ্যে একটি। এই ছবিতে আমির খান, করিনা কাপুর, বোমান ইরানি, আর মাধবন এবং শরমন যোশী মুখ্য ও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন। ছবিটি দর্শকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পায়। এমনকী ছবির সবকটি গান আজও জনপ্রিয়। বক্স অফিসে প্রচুর অর্থ উপার্জন করেছে 'থ্রি ইডিয়টস'।
অন্যদিকে ২০০৩ সালে মুক্তি পাওয়া 'মুন্না ভাই এম বি বি এস' বিরাট সাফল্য পায়। সঞ্জয় দত্ত এবং আরশাদ ওয়ার্সি এই ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন। এরপর ২০০৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'মুন্না ভাই' ফাঞ্চাইজির দ্বিতীয় ছবি 'লগে রহো মুন্না ভাই'। এই ছবিটিও দারুণ পছন্দ করে দর্শক। কবে দুই ছবির সিক্যুয়েল আসে, এখন সকলে সেই অপেক্ষায়।