Aamir Khan Divorce: 'অনেক বুঝিয়েছিলাম, কিন্তু...' বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ঘনিষ্ঠ বন্ধু

শনিবার ২ জুলাই হঠাৎ করেই ডিভোর্সের কথা ঘোষণা করেন অভিনেতা আমির খান এবং কিরণ রাও। খবরে গোটা দেশের বহু মানুষ চমকে গিয়েছিলেন। একই সঙ্গে খবর নিয়ে নানা জল্পনা এবং আমির খানের সঙ্গে অভিনেত্রী ফাতিমা সানা শেখ-এর সম্পর্কের জল্পনাও উস্কে ওঠে। আমিরের বন্ধু-আত্মীয়দের অনেকে এই খবরে অবাক এবং হতাশ হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন আমিরের ঘনিষ্ঠ বন্ধু আমীন হাজি।

Advertisement
'অনেক বুঝিয়েছিলাম, কিন্তু...' বিচ্ছেদ নিয়ে বললেন আমিরের বন্ধুকিরণ এবং আমির
হাইলাইটস
  • আমিরের বন্ধু-আত্মীয়দের অনেকে এই খবরে অবাক এবং হতাশ হয়েছেন।
  • তাঁদের মধ্যে রয়েছেন আমিরের ঘনিষ্ঠ বন্ধু আমীন হাজি।
  • আমিরের সঙ্গে এই বিষয়ে তিনি কথাও বলেছেন। কিন্তু তিনি তাঁদের সিদ্ধান্তকে সম্মান করেন।

১৫ বছরের বিবাহিত জীবন শেষ করে শনিবার ২ জুলাই হঠাৎ করেই ডিভোর্সের কথা ঘোষণা করেন অভিনেতা আমির খান এবং কিরণ রাও (Aamir Khan Kiran Rao Divorce)। খবরে গোটা দেশের বহু মানুষ চমকে গিয়েছিলেন। একই সঙ্গে খবর নিয়ে নানা জল্পনা এবং আমির খানের সঙ্গে অভিনেত্রী ফাতিমা সানা শেখ-এর (Fatima Sana Shaikh) সম্পর্কের জল্পনাও উস্কে ওঠে। আমিরের বন্ধু-আত্মীয়দের অনেকে এই খবরে অবাক এবং হতাশ হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন আমিরের ঘনিষ্ঠ বন্ধু আমীন হাজি (Amin Hajee)। তিনি জানান, আমিরের সঙ্গে এই বিষয়ে তিনি কথাও বলেছেন। কিন্তু তিনি তাঁদের সিদ্ধান্তকে সম্মান করেন।

সংবাদ মাধ্যমে কথা বলার সময় আমীন বলেন, 'আমি এবং আমার পরিবার এ সম্পর্কে কিছু দিন আগে থেকেই জানতাম। এটাও জানতাম ওঁরা ৩ জুলাই বিচ্ছেদের কথা ঘোষণা করবেন। এখন ওঁরা কার্গিলে ছেলে আজাদের সঙ্গে রয়েছে। কিরণ সেখান ছবিও আমাদের পাঠিয়েছে। ছবিটা দেখিয়ে আমি পরিবারকে জানিয়েছিলাম, ওঁরা এখনও এক সঙ্গে রয়েছে, শুধু ম্যারিটাল স্টেটাস পাল্টে গিয়েছে।'

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aamir Khan (@amirkhanactor_)

আমিরের বিয়েতে বেস্ট ম্যান ছিলেন আমীন


তিনি আরও জানান, তিনি ছাড়াও আমিরের আরও বন্ধুরা তাঁদের বোঝানোর চেষ্টা করেন। আমীনের কথায়, 'আমির আমার বিয়েতে বেস্ট ম্যান ছিল। আমিও ওর বিয়েতে ছিলাম। এ জন্য এটা আমার কাছে ব্যক্তিগত লস। আমি বসে ওর সঙ্গে আলোচনাও করেছি। তবে ওঁরা যে কোনও সিদ্ধান্ত সমস্ত দিক বুঝে শুনেই নেন। ওঁরা সমস্ত ভাবে চেষ্টাও করেছেন। আমি ওঁদের এটা বলতে পারিনি যে তোমরা এটা করতে পারো না। কিন্তু যদি বলতে পারতাম...'

তিনি আরও যোগ করেন, 'আমি ওঁদের দুজনের এবং ওঁদের সিদ্ধান্তকে সম্মান করি। আমি জানি এই সিদ্ধান্ত ওঁদের জন্যেও ভীষণ কঠিন একটা সিদ্ধান্ত ছিল। এটা ব্যক্তিগত ভাবে আমার জন্য একটা বড় হার। কখনও কখনও দুজনে ভালো মানুষ এক সঙ্গে থাকার জন্য যথেষ্ট হন না।'

Advertisement

 

POST A COMMENT
Advertisement