আমির খানকে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট বলা হয়। নিজের অভিনয় দক্ষতায় গত পাঁচ দশকের বেশি সময় ধরে সকলের মন জয় করছেন তিনি। সম্প্রতি তাঁর মুক্তিপ্রাপ্ত 'সিতারে জমিন পর' ছবিটি বেশ সফল। এরই মধ্যে বি-টাউনে শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। বলিউডের সিনে মহলে বেশ চর্চা, এবার নাকি সম্প্রতি ঘটে যাওয়া এক হাড় হিম করা অপরাধের গল্প পর্দায় তুলে ধরবেন আমির।
সম্প্রতি শিরোনামে এসেছিল 'মেঘালয় হানিমুন মার্ডার কেস'। নব দম্পতি রাজা ও সোনম রঘুবংশী হানিমুনে গিয়েছিলেন মেঘালয়ে। কিন্তু আচমকাই নিখোঁজ হন তাঁরা। মেঘালয়ে পাহাড়ের খাদে মেলে রাজার লাশ। তারপরই ঘটনা অন্যদিকে মোড় নেয়। উত্তরপ্রদেশের গাজিপুর থেকে গ্রেফতার হয় স্ত্রী সোনম। লুটপাট থেকে শুরু করে মাদক খাইয়ে সংজ্ঞাহীন করে দেওয়ার নানা অজুহাত খাড়া করেও নিজের দোষ লোকাতে পারেনি সে। অবশেষে খুলল হানিমুন হত্যাকাণ্ডের জট।
রাজার স্ত্রী সোনমই এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত। আরও ৪ জন তাকে এই খুন করতে সাহায্য করেছিল বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। প্রত্যেকেই জেরার সময়ে নিজেদের দোষ কবুল করেছে। এই ৪ জন হলেন, সোনমের প্রেমিক রাজ কুশওয়াহা, বিশাল, আকাশ এবং আনন্দ। এই ভয়ঙ্কর ষড়যন্ত্র এবং মেঘালয়ের খুনের ঘটনা দেশজুড়ে আলোচনায় ছিল।
আমির কি সোনম-রাজার গল্প নিয়ে ছবি বানাবেন?
খবর অনুসারে, আমির খান এই 'মেঘালয় হানিমুন মার্ডার কেস'-র সব খবরে নজর রেখেছেন এবং বন্ধুদের সঙ্গেও এবিষয়ে সবিস্তারে আলোচনা করছেন। ঘনিষ্ঠ সূত্র বলছে যে, 'আমিরের প্রযোজনা সংস্থা এই বিষয়ে কিছু কাজ করতে পারে।' তবে, আমির বা তাঁর প্রযোজনা সংস্থার তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
আমির খান সবসময় এমন গল্প পছন্দ করেন, যা সমাজের জন্য গুরুত্বপূর্ণ। 'তারে জমিন পর' এবং 'দঙ্গল'-র মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে। মেঘালয় হত্যাকাণ্ডের উপর যদি কোনও ছবি তৈরি হয়, তাহলে থ্রিলার বা ক্রাইম ড্রামার দিকে আমিরের একটি নতুন দিক খুলবে। মনে করা হচ্ছে যে, আমির এখন সম্ভবত একটি নতুন ধারার ছবিতে কাজ করার জন্য প্রস্তুত হচ্ছেন।
প্রসঙ্গত, আমির খানের অন্য একটি ছবি হাতে রয়েছে। তা হল 'মহাভারত'। আমির গত কয়েক মাস ধরে এই ছবির জন্য শিরোনামে রয়েছেন। 'মহাভারত' ছবি প্রসঙ্গে আমির বলেন যে, এটা অভিনেতার স্বপ্নের প্রোজেক্ট। যদি তিনি ভগবান কৃষ্ণের ভূমিকায় অভিনয় করার সুযোগ পান, তাহলে করবেন। আমির খান একই সঙ্গে একাধিক পরিচালকের সঙ্গে কাজ করবেন এই ছবিতে।