ফের গুলি চলল কপিল শর্মার কানাডার ক্য়াফেতে। এক মাসে এই নিয়ে দ্বিতীয়বার গুলি চলল অভিনেতার ক্যাফেতে। এই হামলার দায় স্বীকার করে নিয়েছে গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ। এর আগে যে হামলা হয়েছিল তার দায় নিয়েছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘বাব্বর খালসা ইন্টারন্যাশনাল’-এর সদস্য হরজিৎ সিং লাড্ডি।
এবারের হামলার দায় স্বীকার করে গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ অনলাইনে একটি পোস্ট করে। সেখানে লেখা, 'জয় শ্রী রাম। সকল ভাইদের প্রতি সৎ শ্রী অকাল, রাম রাম। সারেতে কপিল শর্মার ক্যাপস ক্যাফেতে আজ যে গুলি চালানো হয়েছে তা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত গোল্ডি ধিলোঁ দাবি করেছেন। আমরা তাঁকে (টার্গেট) ফোন করেছি, কিন্তু তিনি সাড়া দেয়নি। তাই আমাদের ব্যবস্থা নিতে হয়েছে। যদি তিনি এখনও সাড়া না দেন, তাহলে আমরা শীঘ্রই মুম্বাইতে পরবর্তী পদক্ষেপ নেব।'
গুলি চালানোর ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ক্যাফের কাছে একটি চলন্ত গাড়ি থেকে গুলি চালানো হচ্ছে। এদিকে ঘটনা সামনে আসার পর নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। সেখানকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। এই নিয়ে কপিল শর্মার কোনও বিবৃতি সামনে আসেনি।
গত মাসের ৪ তারিখ কানাডায় কপিল শর্মার ক্যাফের উদ্বোধন হয়। ঠিক তার ৫ দিন পরই হামলা চলে। সেই সময় ক্যাফের ভিততে অনেকে ছিলেন। বাইরে একটি চারচাকা গাড়িতে বসে গুলি চালানো হয়। তার ভিডিও ভাইরাল হয়।
এই ঘটনার পর কপিল শর্মা জানিয়েছিলেন, তাঁকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। তবে তিনি হার মানবার পাত্র নন। লেখেন, 'মন থেকে একটা কথা বলতে চাই ৷ এই ঘটনা চমকে দিয়েছে ৷ কিন্তু আমরা হাল ছাড়ব না৷ এই ক্যাফে আপনাদের বিশ্বাস-ভালোবাসায় তৈরি হয়েছিল ৷ জঘন্য অপরাধের বিরুদ্ধে একযোগে চলুন প্রতিবাদ জানাই ৷ ক্যাপস ক্যাফেতে তৈরি হোক এমন এক জায়গা যেখানে সকল সম্প্রদায় আনন্দে মিলেমেশে আনন্দ উপভোগ করতে পারে।'