গত কয়েক বছরে অশান্তি যেন বিশ্বকে ঘিরে ফেলেছে। দুষ্টের দমন, পীড়ন পৃথিবী জুড়ে বেড়েই চলেছে। করোনা মহামারি, দাবানল, বন্যা, সাইক্লোন, যুদ্ধ সব মিলিয়ে ভালো নেই পৃথিবী। গত দেড় বছর ধরে কঠিন মহামারির সঙ্গে লড়াই করছে গোটা বিশ্ব। এক বিপদ কাটতে না কাটতেই নতুন বিপদ এসে হাজির। এবার বিশ্ববাসীর মনে ভয় ধরিয়েছে আফগানিস্তানে তালিবানদের শাসন। সোশ্যাল মিডিয়ায় টুকরো টুকরো কিছু ভিডিওই পরিষ্কার করে দিচ্ছে সে দেশের দুর্দশার ছবি। প্রাণ কাঁদছে ভারতীয়দেরও। চুপ নেই বলিউড।
করোনা মহামারির পরিস্থিতিতে কয়েক হাজার মানুষের 'মসিহা' হয়ে উঠেছেন অভিনেতা সোনু সুদ। আফগানিস্তানের মর্মান্তিক অবস্থা দেখে প্রাণ কেঁদে ওঠে তাঁরও। সোমবার ট্যুইটে তিনি লেখেন,"শক্ত থাকো আফগানিস্তান। সারা পৃথিবী তোমার জন্য প্রার্থনা করছে।" চুপ নেই বলিউডের অন্যান্য অভিনেতা, অভিনেত্রীরাও।
Afghanistan Stay Strong
— sonu sood (@SonuSood) August 16, 2021
Whole world is praying for you 🙏
গতকাল ভারতে পালিত হল ৭৫ তম স্বাধীনতা দিবস, অন্যদিকে সেদিনই আফগানিস্তানে নেমে এল পরাধীনতা। মুহূর্তের মধ্যে চলে গেল কয়েক কোটি আফগানবাসীর স্বাধীনতা। এই বিষয়টির উল্লেখ করেই এদিন ট্যুইট করে অভিনেত্রী সোনি রাজদান লেখেন,"একদিকে একটি দেশ স্বাধীনতা দিবস পালন করছে, আরেকটি দেশে মৃত্যুলীলা চলছে। এ কেমন দুনিয়া!"
While one country celebrates their Independence another loses theirs … what a world this is
— Soni Razdan (@Soni_Razdan) August 15, 2021
অভিনেত্রী স্বরা ভাস্কর ট্যুইটে লেখেন,"এই গ্রাফিটি বুজিয়ে দিচ্ছে আফগানবাসীদের যেন কোনও হিংস্র বাঘের মুখে ফেলে দেওয়া হয়েছে। বিশেষত মহিলাদের।"
Afghan graffiti artist @ShamsiaHassani saying it all! The Afghan people have been thrown to the wolves. Women esp. #Taliban are monstrous in their brutal exercise of force and power. They are murderers & misogynists; their ideology is one of hate & violence & that won’t change 💔 pic.twitter.com/3o5SO6lEfX
— Swara Bhasker (@ReallySwara) August 16, 2021Advertisement
পরিচালক ও অভিনেতা শেখর কাপুর লেখেন,"আফগানিবাসীরা এখন কার ওপরই বা রাগ দেখাবে? আফগানিদের জীবন মূল্যবান।"
And who can blame the people of #Afghanistan for being angry? It’s time for the colonial powers to take a hard look at themselves. It’s not only their lives that matter. Afghan lives matter @richardengel https://t.co/pKjx9lS8Wt
— Shekhar Kapur (@shekharkapur) August 16, 2021
অভিনেত্রী সায়নী গুপ্ত ট্যুইটে লেখেন,"আফগানিস্তানের মহিলা ও শিশুদের নিয়ে চিন্তা হচ্ছে। ভগবান ওদের বাঁচাও।"
Afghanistan 💔
— Sayani Gupta (@sayanigupta) August 15, 2021
Worried sick about the women and children.
God save them!
কাবুল দখলের পর আফগানিস্তানের চিত্র যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। পালিয়ে বাঁচলে প্রাণ বাঁচবে। নতুবা সাক্ষাৎ মৃত্যু। সে দেশের প্রায় প্রতিটা বাড়িতে লেগে বুলেটের দাগ। কোথাও বা গ্রেনেডের আগুনে জ্বলছে বাড়ি। কাতারে কাতারে মানুষ পালিয়ে বাঁচার আশায়। পার্লামেন্টের চেয়ারে বসে হাসি ঠাট্টা জমিয়েছে তালিবানরা। সন্ত্রস্ত গোটা বিশ্ব।