আহান পান্ডে ও অনীত পদ্দা।Saiyaara Movie Actor Actress: সাম্প্রতিক অতীতে সাইয়ারার মতো কোনও সিনেমা এত ভাইরাল হয়েছে কিনা সন্দেহ। একেবারে নতুন হিরো-হিরোইন নিয়ে সিনেমাটা যেভাবে ব্যবসা করেছে, তা ভাবাই যায় না। রাতারাতি স্টার হয়ে গিয়েছেন আহান পান্ডে এবং অনীত পদ্দা। সিনেমার সাফল্যের সঙ্গে সঙ্গে নতুন প্রোজেক্টেও সই করে ফেলেছেন। সাইয়ারায় দু'জনকে বেশ মানিয়েছিল। অনস্ক্রিনের পাশাপাশি তাঁদের অফস্ক্রিন কেমিস্ট্রি নিয়েও বিস্তর চর্চা হচ্ছে। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল যে অহান এবং অনীত প্রেম করছেন।
আহান পান্ডে কি সত্যিই অনীত পদ্দাকে ডেট করছেন?
সম্প্রতি করণ জোহর একটি ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে একটি নতুন কাপল তৈরি হচ্ছে। এরপরেই তিনি সরাসরি আহান পান্ডে এবং অনীত পদ্দার নাম করেন। তাঁর সেই কথা ভাইরাল হয়ে যায়। কিন্তু, আহান পান্ডে উল্টোটাই বলছেন। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া ইন্টারভিউতে আহান জানিয়েছেন, পুরোটাই রটনা। তাঁরা মোটেও ডেটিং করছেন না।
জিকিউ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আহান বলেন, 'অনিত আমার বেস্ট ফ্রেন্ড। যদিও গোটা ইন্টারনেটই ভাবছে আমরা ডেটিং করছি। কিন্তু তা সত্য নয়। দু'জন মানুষের মধ্যে ভাল সম্পর্ক থাকা মানেই যে সেটা রোমান্টিক হতে হবে, তার কোনও মানে নেই। আমরা পরস্পরের খুব ক্লোজ বন্ধু। ওভাবে আমাদের কোনও সম্পর্ক হওয়ার চান্স নেই।'
'সাইয়ারা' ছবিতে একসঙ্গে কাজ করার বিষয়ে আহান কী বললেন?
আহান বলেন, অনীতকে তিনি আগে থেকেই চিনতেন। একসঙ্গে কাজ করলে যে ভালই জমবে, তার আন্দাজও করতে পেরেছিলেন। ফলে দু'জনের মধ্যে আগে থেকেই একটা কমফোর্ট জোন ছিল। নতুন করে কেমিস্ট্রি তৈরি করতে হয়নি। তাই পর্দায় তাঁদের আনকোরাও লাগেনি।
আহান আর অনীত, দু'জনেই এখন বড় বড় সিনেমার প্রস্তুতি নিচ্ছেন। আহান পান্ডে যশরাজ ফিল্মসে সাইন করেছেন। পরিচালনায় আলি আব্বাস জাফর। অ্যাকশন সিনেমা। রোমান্টিক, জেনজি লুক ছেড়ে ম্যাচিওর অ্যাকশন হিরোর লুক এনেছেন। হেয়ারস্টাইল পাল্টে ফেলেছেন। জিমে ওয়ার্কআউট করে নিজেকে একটু পেশিবহুলও করেছেন। অন্যদিকে অনীত ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের 'শক্তি শালিনী'তে অভিনয় করবেন।