গত ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর থেকে জল্পনার শীর্ষে থাকেন তাঁর বান্ধবী,অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। আবার সামনে এলো রিয়ার নাম। তবে শুধু রিয়া না, তাঁর সঙ্গে নাম জড়ালো অভিনেতা অক্ষয় কুমারের (Akshay Kumar) নাম। যার জেরে মানহানির মামলা করলেন অভিনেতা।
একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রাশিদ সিদ্দিকি (Rashid Siddiqui) নামে এক ব্যক্তি তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছিলেন, যেখানে বলা রয়েছে, রিয়া চক্রবর্তীকে কানাডায় পালাতে সাহায্য করেছেন অক্ষয় কুমার। ভিডিওতে আরও দাবি করা হয়েছে এবিষয়ে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray ) এবং তাঁর ছেলে আদিত্য ঠাকরে (Aaditya Thackeray) -র সঙ্গে গোপনে যোগাযোগ করেছেন অক্ষয়ের।
এই ভুয়ো খবরে চটেছেন অক্ষয় কুমার। অভিযুক্ত রাশিদ সিদ্দিকির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তিনি। অক্ষয়ের আইনজীবী ইতিমধ্যে নোটিশ পাঠিয়েছেন অভিযুক্তকে। মানহানির এই মামলায় ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন অক্ষয়।
প্রসঙ্গত, সুসান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় চার মাস পর ট্যুইটারে একটি ভিডিও বার্তা শেয়ার করেছিলেন খিলাড়ি অভিনেতা। যেখানে তিনি বলেছিলেন সুশান্তের মৃত্যু নিয়ে কোন ভুয়ো খবর না ছড়াতে এবং বলিউডকে নিয়ে সমস্যা না তৈরি করতে।সুশান্ত মৃত্যু ঘটনার এতদিন পরে সরব হওয়ার জন্যে ট্রোলড হতে হয়েছিল অক্ষয়কে। এছাড়াও সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি 'লক্ষ্মী'-র জন্যেও জল্পনার শীর্ষে ছিলেন অক্ষয় কুমার।
'লক্ষ্মী' (Laxmmi) রিলিজ করার কয়েক দিনের মধ্যেই অক্ষয় কুমার (Akshay Kumar) ঘোষনা করছেন তাঁর পরবর্তী ছবির। সম্প্রতি মুক্তি পেয়েছে অভিষেক শর্মা (Abhisekh Sharma) পরিচালিত 'রাম সেতু' (Ram Setu) ছবির পোস্টার। এই ছবিতে প্রশ্ন তোলা হয়েছে 'রাম সত্যি নাকি কল্পনা'? ট্যুইট করে অক্ষয় শেয়ার করেছিলেন পোস্টার। তিনি লিখেছিলেন, "ভারতবর্ষের জাতির আদর্শের সেতু এবং ভগবান শ্রী রামের মহান স্মৃতি যুগ যুগ ধরে ভারতের চেতনায় সুরক্ষিত। এই দীপাবলিতে 'রাম সেতু', বিভিন্ন প্রজন্মকে এই প্রচেষ্টায় রামের সঙ্গে যুক্ত করবে। আপনাদের সকলকে দীপাবলীর শুভেচ্ছা।"