Armaan Payel Kritika: ষষ্ঠবার বাবা হবেন কোটিপতি ইউটিউবার আরমান? পায়েলের পরে কৃতিকার গর্ভধারণের ইঙ্গিত

Armaan Payel Kritika: মালিক পরিবারে কি ফের ছোট্ট অতিথি আসতে চলেছে? ফের একই সঙ্গে কি গর্ভবতী হবেন কোটিপতি ইউটিউবারের দুই স্ত্রী? এই মুহূর্তে এই নিয়ে জোর আলোচনা নেট দুনিয়ায়। 

Advertisement
ষষ্ঠবার বাবা হবেন আরমান? পায়েলের পরে কৃতিকার গর্ভধারণের ইঙ্গিত ছেলে-মেয়েদের সঙ্গে আরমান, পায়েল ও কৃতিকা

শিরোনামে থাকেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আরমান মালিক এবং তাঁর দুই স্ত্রী পায়েল ও কৃতিকা। ৪ সন্তানের বাবা আরমান। পায়েলের ৩ ছেলে এবং কৃত্তিকার ১ ছেলে। মালিক পরিবারে কি ফের ছোট্ট অতিথি আসতে চলেছে? ফের একই সঙ্গে কি গর্ভবতী হবেন কোটিপতি ইউটিউবারের দুই স্ত্রী? এই মুহূর্তে এই নিয়ে জোর আলোচনা নেট দুনিয়ায়। 

ফের বাবা হতে চলেছেন আরমান মালিক। এই খবরে সরগরম নেটমাধ্যম। আসলে, আরমানের প্রথম স্ত্রী সম্প্রতি একটি ভ্লগে জানান যে তিনি আবার গর্ভবতী। ক্যামেরার সামনে প্রেগন্যান্সি কিটের পজিটিভ রিপোর্ট দেখান তিনি। তৃতীয়বার মা হতে চলেছেন পায়েল। তাঁর ইতিমধ্যেই তিনটি সন্তান রয়েছে। প্রথম ছেলের নাম চিকু। এরপর আইভিএফের সাহায্যে যমজ সন্তানের মা হোন। সেসময় একসঙ্গে দুটি সন্তানের মা হোন তিনি। 

পায়েল আবার গর্ভধারণ করেছেন। আরমান এই গর্ভাবস্থাকে 'জাদুকরী' বলে অভিহিত করেছেন। তাঁদের দাবি, এই প্রেগন্যান্সি পরিকল্পিত ছিল না। এবার পায়েল স্বাভাবিকভাবেই গর্ভধারণ করেছেন। বাড়ির সবাই  অবাক হয়েছেন। তবুও পরিবারে এই মুহূর্তে খুশির হাওয়া। 

 

Payel Kritika

পায়েলের এই সুখবর পাওয়ার সঙ্গে সঙ্গে, তাঁদের পরিবারে আরও এক বড় খবরের ইঙ্গিত দিলেন তিনি। সম্প্রতি একটি  ভ্লগে তিনি জানিয়েছেন, যে খুব শীঘ্রই কৃতিকাও সুখবর দেবেন। আরমানের প্রথম পত্নী বলেন, তাঁদের কমপক্ষে এক ডজন সন্তান হবে। তাঁর কথায়, "গোলুর (কৃতিকার) একটা, দুটো, অথবা ৪-৬টা সন্তান হবে। এটা তাঁর ইচ্ছে। খুব শীঘ্রই গোলুও সুখবর দেবে। কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের অন্তত এক ডজন বাচ্চা থাকা উচিত। পরিবারে ৫টা বাচ্চার পরে, আমরা আরও একটা বাচ্চা নেওয়ার কথা ভেবেছি।" 

কিছুদিন আগে গর্ভধারণ নিয়ে প্র্যাঙ্ক করেছিলেন কৃতিকা। সকলেরই ভাবতে শুরু করেন, ফের মা হচ্ছেন তিনি। যদিও পরে জানা যায়, এই খবর সত্যি না। কৃতিকা আসলে গর্ভবতী নন। শুধুমাত্র মজা করেছেন। কৃত্তিকা তাঁর ভ্লগে যে পজিটিভ প্রেগন্যান্সি কিট রিপোর্ট দেখিয়েছিলেন, তা আসলে তাঁর প্রথম গর্ভাবস্থার সময়কার, যখন তিনি প্রথমবার গর্ভবতী ছিলেন। 

Advertisement

 

ARMAAN payel kritika

এই প্রথম নয়। এর আগেও এই ধরণের প্র্যাঙ্ক বা মজা করেছেন এই তিন ইউটিউবার। আসলে নিজেদের প্রচার বা লাইক- ভিউ বাড়ানোর জন্যই এই পন্থা অবলম্বন করেন তাঁরা। যদিও এই বিষয়টির তীব্র নিন্দা করেন বহু নেটিজেন। নিন্দুকরা কটাক্ষ করতেও ছাড়েননি জনপ্রিয় এই ইউটিউবারদের। এবার পায়েলের গর্ভধারণের খবরটিও অনেকে প্র্যাঙ্ক বলেই মনে করছেন। 
   
প্রসঙ্গত, আরমান মালিক তাঁর দুই স্ত্রী পায়েল এবং কৃত্তিকার সঙ্গে একই বাড়িতে থাকেন। আরমানের প্রথম স্ত্রী পায়েলের ৩ সন্তান রয়েছে। অন্যদিকে তাঁর দ্বিতীয় স্ত্রী কৃত্তিকা এক ছেলের মা। 
 

POST A COMMENT
Advertisement