Aryan Khan in Drugs Case Timeline: শুরু থেকে ঠিক কী ঘটেছে আরিয়ানের ক্রুজ ড্রাগ কাণ্ডে?

গত বছর বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে উত্তাল বলিউড। স্বজনপোষণ থেকে শুরু করে ড্রাগ, সামনে এসেছে নানা ঘটনা।

Advertisement
Timeline: শুরু থেকে ঠিক কী ঘটেছে আরিয়ানের ক্রুজ ড্রাগ কাণ্ডে?আরিয়ান খানের ক্রুশ ড্রাগ কাণ্ড নিয়ে চর্চা তুঙ্গে

গত বছর বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে উত্তাল বলিউড। স্বজনপোষণ থেকে শুরু করে ড্রাগ, সামনে এসেছে নানা ঘটনা।

সম্প্রতি শাহরুখ খান পুত্র আরিয়ান খানের ক্রুজ ড্রাগ কাণ্ড নিয়ে চর্চা তুঙ্গে। কী ঘটেছে শুরু থেকে?

Aryan Khan case
Aryan Khan in drugs bust case timeline

 

অনন্যা পাণ্ডের বাড়িতেও তল্লাসি করে, অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করে NCB। এদিনের জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ফের সমন পাঠানো হয় অনন্যাকে। আরিয়ান খানের বিচারবিভাগীয় হেফাজত ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ায় মুম্বই আদালত।

POST A COMMENT
Advertisement