মা হলেন ভারতী সিং সুখবর বলিউডে। দ্বিতীয় বার মা- বাবা হলেন ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া। ৪১ বছর বয়সে ফের পুত্র সন্তানের জন্ম দিলেন কমেডি ক্যুইন। ১৯ ডিসেম্বর সকালে তাঁর 'লাফটার শেফ' অনুষ্ঠানের শ্যুটিং করার কথা ছিল। কিন্তু হঠাৎই ওয়াটার ব্যাগ ফেটে যাওয়ায়, তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ভারতী সন্তানের জন্ম দেন।
দ্বিতীয়বার মা হলেন ভারতী
এই সুখবর সামনে আসতেই, অনুগামী থেকে শুরু করে অন্যান্য তারকারা অভিনন্দন জানাচ্ছেন ভারতী- হর্ষকে। স্বাবভাবিকভাবেই তারকা দম্পতির বাড়িতে এখন উৎসবের আমেজ। ভারতী এবং হর্ষ ২০১৭ সালে বিয়ে করেন। ২০২২ সালে জন্ম হয় তাঁদের প্রথম সন্তান গোলার। যদিও তার আসল নাম লক্ষ্য। তবে গোলা নামেই বেশি পরিচিত তারকা সন্তান। প্রথম সন্তান হওয়ার পর, দ্বিতীয় সন্তানের ইচ্ছার কথা জানিয়েছিলেন ভারতী। তবে, তিনি বেশ কিছু সাক্ষাৎকারে কন্যা সন্তানের ইচ্ছা প্রকাশ করেন। নিজের ভ্লগে কৌতুকশিল্পী একবার বলেছিলেন যে, তিনি মেয়ে চান। গোলার পর তিনি 'গোলি' চেয়েছিলেন। বলেছিলেন, মেয়েকে দীপিকা পাড়ুকোনের মতো লেহেঙ্গা পরাবেন। কিন্তু ভারতীর সেই আশা আপাতত অপূর্ণই রয়ে গেল।
গর্ভাবস্থায় অনেক কাজ করেছেন
ভারতী তাঁর গর্ভাবস্থার পুরো সময়টা কাজ করেছেন। রান্নার কমেডি শো 'লাফটার শেফ সিজন ৩'-র শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। সেটে ভারতী প্রায়ই তাঁর গর্ভস্থ সন্তান সম্পর্কে কথা বলতেন। গর্ভাবস্থায় সক্রিয় থাকার জন্য সকলেই তাঁর প্রশংসা করেছেন। ভারতী নিজেও কাজ, ভ্লগিং এবং শ্যুটিংয়ে ব্যস্ত থাকতে চেয়েছিলেন। কিছুদিন আগে হাসপাতালের ব্যাগ গুছিয়ে নেওয়ার সময়, সকলের সঙ্গে সেই ভ্লগ শেয়ার করেছিলেন। বেবি বাম্প ফ্লন্ট করে, ম্যাটারনিটি শ্যুটের ঝলক সকলের সঙ্গে ভাগ করে নেন।
ভারতীর যমজ সন্তান নিয়ে গুজব
ভারতী সিংয়ের বড় বেবি বাম্প দেখে জল্পনা শুরু হয়েছিল যে তিনি যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন। ভারতী তাঁর ভ্লগে এই গুজবের জবাব দেন। এরপর হর্ষ মজা করে বলেন যে তিনি যমজ নয়, তিন সন্তানের জন্ম দিতে চলেছেন। আসলে এটা মজা ছিল। এখন সকলে অপেক্ষায় রয়েছেন ভারতী- হর্ষর ছোট্ট রাজপুত্রের প্রথম ঝলকের দেখার।