প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস বলিউড থেকে হলিউড সর্বত্রই দারুণভাবে জনপ্রিয়। প্রিযাঙ্কা চোপড়া তাঁর অভিনয়, সমাজ সেবার মাধ্যমে সকলের কাছে সমাদৃত হলেও মা হওয়ার পর থেকে তিনি একাধিক বিতর্কের সম্মুখীন হয়েছেন। ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে মা হওয়ার সুখ অনুভব করেন বলিউডের এই অভিনেত্রী। মেয়ের নাম রাখা হয় মালতী মেরী চোপড়া জোনাস। এবার মেয়ে জন্ম হওয়ার এক বছর পর প্রিয়াঙ্কা চোপড়া জানালেন যে তিনি কেন সারোগেসিকে বেছে নিলেন। এছাড়াও নিজের সম্পর্কে আরও অনেক কিছুই জানিয়েছেন অভিনেত্রী।
প্রিয়াঙ্কা-মালতীর প্রথম ফটোশুট
এই প্রথমবার এক ব্রিটিশ ম্যাগাজিনে প্রিয়াঙ্কা চোপড়া তাঁর কন্যা মালতীকে নিয়ে ফটোশুট করেছেন এবং সেখানেই সাক্ষাৎকারে নিজের সারোগেসি নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। সারোগেসি নিয়ে সেভাবে বিস্তারিতভাবে না বললেও অভিনেত্রী বলেন, 'সবকিছু মেডিক্যাল কারণের জন্য হয়েছে।' তিনি জানান, 'আমার শারীরিকগত জটিলতা ছিল তাই আমাদের জন্য এটা জরুরি পদক্ষেপ ছিল। আমি এটা ভেবে আনন্দিত যে আমি এখন সেই জায়গায় রয়েছি যেখান থেকে এটা করা সম্ভব হয়েছে। আমাদের সারোগেট খুবই উদার, ভালো এবং মজাদার ছিলেন। তিনি আমাদের এই বিশেষ উপহারটির ছয়মাস পর্যন্ত যত্ন নিয়েছেন।'
সারোগেসি নিয়ে ট্রোল হতে শুরু করেন প্রিয়াঙ্কা
প্রসঙ্গত, মেয়ে মালতীর জন্মের পর থেকেই প্রিয়াঙ্কা চোপড়া ট্রোল হতে শুরু করে দেন। অনেক নেটিজেনই এটা বিশ্বাস করতে পারছিলেন না যে অভিনেত্রী সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন। যার মধ্যে একাধিক ভুলভাল কারণ সামনে আসতে শুরু করে দেয়। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কারণ যা নেটিজেনরা ভাবছিলেন তা হল প্রিয়াঙ্কা ও নিক তাঁদের ব্যস্ততম শিডিউলের জন্য অভিনেত্রী গর্ভে সন্তান ধারণ করতে পারেননি। এই প্রচলিত গুজব প্রসঙ্গে প্রিযাঙ্কা বলেন, 'আপনারা আমায় জানেন না। আপনারা জানেন না আমি কোন সমস্যার মধ্য দিয়ে গিয়েছি। আমি আমার বা আমার মেয়ের মেডিক্যাল হিস্ট্রি প্রকাশ্যে আনতে চাই না। তার মানে এটা নয় যে আপনাদের যা মনে আসবে তাই বলবেন।'
আরও পড়ুন: Bipasha Basu Becomes Mother: ৪৩ বছর বয়সে মা হলেন বিপাশা! কন্যা সন্তানের জন্ম দিলেন বলি নায়িকা
সময়ের আগেই জন্ম নেয় প্রিয়াঙ্কা-কন্যা
প্রিয়াঙ্কা ও নিকের কন্যা মালতী সময়ের আগেই ভূমিষ্ঠ হয়েছিল। প্রি-ম্যাচিওর বেবি হওয়ায় এই তারকা দম্পতি জানতেনও না যে আদৌও তাঁদের কন্যা বাঁচবেন কিনা। ক্যালিফোর্নিয়ার এক শিশু হাসপাতালে তিনমাস ভর্তি ছিল মালতী। পরে তাকে লস অ্যাঞ্জলসের এক হাসপাতালে ভর্তি করা হয়। প্রিয়াঙ্কা বলেন, 'সে যখন পৃথিবীতে এসেছিল তখন আমি অপারেটিং রুমে ছিলাম। সে খুব ছোট ছিল,আমার হাতের চেয়েও ছোট। আমি দেখেছি ইন্টেনসিভ কেয়ারের নার্সরা কীভাবে কাজ করেন। তাঁরা ভগবানের কাজ করছেন। আমি আর নিক ওখানেই দাঁড়িয়েছিলাম যখন ওঁরা মালতীকে মেশিনের সঙ্গে যুক্ত করছিল। আমি জানিনা কীভাবে তাঁরা মালতীর ছোট শরীরে কীভাবে সবকিছু খুঁজে মেশিন লাগিয়েছেন। আমরা প্রত্যেকটা দিন মালতীর সঙ্গে কাটিয়েছি। কখনও মালতী আমার বুকের ওপর থাকত আবার কখনও নিকের বুকের ওপর। আমি জানতাম না যে আমার মেয়ে আদৌ বাঁচবে কিনা।'
গর্ভ ভাড়া নেওয়ার অভিযোগ
তাঁর সারোগেসি নিয়ে মারাত্মক অভিযোগ এও ওঠে যে তিনি নাকি গর্ভ ভাড়া করেছেন। এ বিষয়ে প্রিয়াঙ্কা বলেন, 'লোকে বলছে, আমি নাকি গর্ভ ভাড়া করেছি। যাতে সারোগেসির মাধ্যমে রেডিমেড বেবি কিনতে পারি! নিজের মেয়ের সম্পর্কে এই কথাগুলো শোনা যে কী ভয়ঙ্কর যন্ত্রণার! আর সেই সময়ে এগুলো শুনতে হচ্ছে, যখন ডাক্তাররা ওর শরীরে ধমনী খুঁজে চলেছেন! ছোট্ট হাত দু’টো ধরে থেকেই আমি সিদ্ধান্ত নিই যে যাই হয়ে যাক, ওকে আমি গসিপে পরিণত হতে দেব না। কারণ এটা তো কেবল আমার জীবনের বিষয় নয়, ওরও জীবন এটা।' তাই হয়তো প্রিয়াঙ্কা ও নিক আজও তাঁদের কন্যার মুখ সামনে আনেননি।