Sara- Arjun Dating Rumours: 'ডেট' করছেন সারা- অর্জুন? বিজেপি নেতার ছেলের সঙ্গে সইফ কন্যার প্রেম চর্চা তুঙ্গে

Sara- Arjun Dating Rumours: বি-টাউনের জোর গুঞ্জন, সইফ কন্যার জীবনে এসেছে মনের মানুষ। আলোচনা চলছে, চর্চিত প্রেমিকের সঙ্গে বিনোদন দুনিয়া দূরে শান্তিপূর্ণ সময় কাটাচ্ছেন অভিনেত্রী। 

Advertisement
'ডেট' করছেন সারা- অর্জুন? বিজেপি নেতার ছেলের সঙ্গে সইফ কন্যার প্রেম চর্চা তুঙ্গে সারা- অর্জুন

'মেট্রো ইন দিনো'-র সাফল্যের পর, বলিউড অভিনেত্রী সারা আলি খান আবারও সংবাদ শিরোনামে। তবে, এবার তিনি কর্মজীবনের জন্য নয়, ব্যক্তিগত জীবনের জন্য চর্চায় এসেছেন। বি-টাউনের জোর গুঞ্জন, সইফ কন্যার জীবনে এসেছে মনের মানুষ। আলোচনা চলছে, চর্চিত প্রেমিকের সঙ্গে বিনোদন দুনিয়া দূরে শান্তিপূর্ণ সময় কাটাচ্ছেন অভিনেত্রী। 

অর্জুনের সঙ্গে ডেটিং করছেন সারা? 

সম্প্রতি একটি গুরুদ্বারে সারাকে দেখা গেছে অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে। অভিনেত্রীর প্রকাশ্যে আসা একটি ভিডিও সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। ভিডিওতে অর্জুন ছাড়া সারার সঙ্গে অন্য কোনও বন্ধু বা ঘনিষ্ঠ কাউকে দেখা যায়নি। এই ভিডিওটি দু'জনের গোপনে ডেটিং করার গুজবকে আরও বাড়িয়েছে।

মুম্বইয়ের পাপারাৎজ্জির পেজে শেয়ার করা ভিডিওতে, সারাকে দেখা গেছে সাদা স্যুট পরে। মাথা ওড়না দিয়ে ঢাকা। নায়িকার পিছনে রয়েছেন তাঁর চর্চিত প্রেমিক অর্জুন। যদিও দু'জনকে একসঙ্গে লেন্সবন্দি হতে দেখা যায়নি, তবুও সোশ্যাল মিডিয়ায় অনুগামীরা ইতিমধ্যেই তাঁদের 'সেরা জুটি' বলে অভিহিত করেছেন। অনেকেই লিখেছেন, তাঁদের একসঙ্গেই দেখতে চান। তারা একসাথে ছুটি উদযাপন করেছেন, কেন তারা সম্পর্ক নিশ্চিত করেননি? 

সারা এবং অর্জুনের ডেটিংয়ের গুঞ্জন প্রথম শুরু হয়েছিল ২০২৪ সালের অক্টোবর মাসে। সেসময় দু'জনে একসঙ্গে কেদারনাথ বেড়াতে গিয়েছিলেন। কেদারনাথ অভিনেত্রীর খুবই পছন্দের জায়গা। সুযোগ পেলেই সেখানে যান তিনি। এরপরে, ডিসেম্বর মাস নাগাদ তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট এই আলোচনাকে আরও জোরদার করে তুলেছিল। সারা-অর্জুনের ইনস্টা পোস্ট দেখে গুঞ্জন ছড়ায়, একসঙ্গে রাজস্থানে ছুটি কাটাচ্ছেন। দু'জনেই একই স্থান থেকে নিজেদের ছবি শেয়ার করেছিলেন।

যদিও দু'জনেই কেউই এখনও তাঁদের ডেটিংয়ের গুঞ্জন নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে অনুগামীরা মনে করেন যে, সারা এবং অর্জুন একটি গোপন সম্পর্কে রয়েছেন। সকলেই অপেক্ষায় রয়েছেন কবে গুঞ্জনে শিলমোহর দিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা  করবেন তাঁরা।

অর্জুন প্রতাপ বাজওয়া কে?

অর্জুন প্রতাপ বাজওয়া একজন বিখ্যাত মডেল। তিনি পঞ্জাবে ভারতীয় জনতা পার্টির সাম্প্রতিক সহ-সভাপতি ফতেহ জং সিং বাজওয়ার ছেলে। সেই সঙ্গে অর্জুন একজন এমএমএ (মিক্সড মার্শাল আর্টস) যোদ্ধা। মডেলিং ছাড়াও তিনি বলিউডেও কাজ করেছেন। অক্ষয় কুমারের 'সিং ইজ ব্লিং'-এর মতো ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। অভিনেতা হতে চান তিনি। বর্তমানে বেশ কয়েকটি কাজ হাতে রয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement