শিরোনামে জেসমিন ভাসিন। হিন্দি টেলিভিশন জগতের অত্যন্ত মুখ তিনি। তাঁর সঙ্গে ঘটে যাওয়া এক ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। বহু বছর পর অভিনেত্রী মুখ খুলেছেন এই নিয়ে। তাঁর অভিযোগ, কাস্টিং কাউচের শিকার হতে হয়েছে তাঁকে। ঠিক কী ঘটেছিল? কার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন জেসমিন?
কাস্টিং কাউচের শিকার হয়েছেন জেসমিন?
জেসমিন 'বিগ বস', 'দ্য ট্রেইটার্স'-র মতো বড় রিয়্যালিটি শোতে অংশ নিয়েছেন। এক দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে আছেন আছেন এবং একের পর এক ভাল কাজ করছেন। তবে অভিনেত্রীকে মুখোমুখি হতে হয়েছে কাস্টিং কাউচের। সম্প্রতি খুঁটিনাটি শেয়ার করেছেন তিনি।
একটি পডকাস্টে এসে জেসমিন বলেন, "আমাকে অডিশনের জন্য মুম্বই আসতে হয়েছিল। মিটিং ঠিক হয়েছিল জুহুর একটি হোটেলে। সেখানকার লবিতে অনেক মহিলা, অভিনেত্রী অপেক্ষা করছিলেন। আরও অনেকে উপস্থিত ছিলেন। সবাই যাচ্ছিল এবং মিটিং করছিল। আর যখন আমার পালা এল, প্রথমেই আমি খুব ভয় পেয়ে যাই। একজন লোক মদ্যপান করছে এবং আমায় অডিশন দিতে বলছে। সেখানে উপস্থিত কো- অর্ডিনেটরও ঘর থেকে বেরিয়ে যায়। সেই সময় আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এর পর তিনি আমায় বলেন, একটি দৃশ্যে অভিনয় করতে হবে। আমি তাঁকে বলি, ঠিক আছে স্যার, আমি এটি প্রস্তুত করে আগামীকাল ফিরে আসব। তিনি বলেন না, তোমাকে এখনই এই দৃশ্যটি করতে হবে।"
জেসমিন আরও বলেন যে পরিচালক তাঁকে তাঁর ইচ্ছানুযায়ী দৃশ্যটি করতে বলছিলেন। সেই সময়, তিনি অভিনেত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করার চেষ্টাও করছিলেন। অভিনেত্রী বলেন, "পরিচালক আমায় দৃশ্যটি সঠিকভাবে করতে বলেছিলেন। তিনি আমায় দাঁড়াতে বলেছিলেন এবং দৃশ্যটি এমনভাবে করতে বলছিলেন যাতে মনে হয়, প্রেমিকা দূরে চলে যাচ্ছে এবং তাঁকে থামাতে হবে। আমি তাঁর কথা মতোই করলাম।"
তিনি যোগ করেন, "এর পর তিনি বলতে শুরু করেন যে, এভাবে করো... এদিকে সে ঘরটি ভেতর থেকে লক করে দেয়। তিনি কিছু খারাপ করার চেষ্টা করছিলেন। আমি সেসময় আমার দক্ষতা কাজে লাগিয়ে সেখান থেকে পালিয়ে আসি। সেই দিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে জীবনে আর কখনও কোনও হোটেলের ঘরে মিটিং করব না।"
কাস্টিং কাউচ নিয়ে জেসমিন
জেসমিন বলেন যে, বলিউডে কাস্টিং কাউচ হয়। তিনি বিশ্বাস করেন যে, যারা কাস্টিংয়ের জন্য ডাকেন তারা আসলে কাস্টিং ডিরেক্টর নন। তারা শুধুমাত্র মানুষের সুবিধা নেওয়ার জন্যই সেখানে থাকেন। যারা অভিনয় জগতে পা রাখতে চান, তাদের পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন যে, যে কোনও কাস্টিং কল সাবধানে বোঝা খুবই গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন যে, প্রত্যেকেরই কাজের প্রয়োজন। কিন্তু কখনও কখনও এটি ভুল জায়গায় পৌঁছে দেয়।