বিখ্যাত কমেডিয়ান কপিল শর্মাকে হুমকি দেওয়ার ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। আজ অর্থাত্ শনিবার উত্তর ২৪ পরগনা থেকে এই ঘটনায় দিলীপ চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। মুম্বই পুলিশের দাবি, ওই ব্যক্তি সরাসরি কপিল শর্মাকে একটা ই মেল পাঠিয়ে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেছিল। নিজেকে গ্যাংস্টার গোল্ডি ব্রার আর রোহিত গোদারা গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে দাবি করেছিল।
দিলীপের কাছ থেকে বেশ কিছু তথ্য মিলে
মুম্বই পুলিশ এখন খতিয়ে দেখছে, সত্যিই কি এই দিলীপ ওই সব কুখ্যাত গ্যাংয়ের সঙ্গে যুক্ত, নাকি মিথ্যে বলে হুমকি দিয়েছে। দিলীপকে আপাতত জেরা করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দিলীপের কাছ থেকে বেশ কিছু তথ্য মিলেছে, যেগুলি খতিয়ে দেখা হচ্ছে।
কানাডায় কপিলের ক্যাফেতে গুলি
গত কয়েক মাস ধরেই কপিল শর্মা একের পর এক হুমকির মুখে পড়ছেন। কানাডায় তাঁর মালিকানাধীন ক্যাফেতে টানা দু’বার গুলি চালানো হয়। প্রথম ঘটনার দায় স্বীকার করে খালিস্তানি জঙ্গি হরজিৎ সিং লাড়ি। দ্বিতীয় ঘটনায় দায় নেয় কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। এইসব ঘটনার পর থেকেই কপিলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছিল। মুম্বই পুলিশও বাড়তি নজরদারি শুরু করে। তার মধ্যেই নতুন করে এক কোটি টাকার মুক্তিপণের দাবি আসে কপিলের কাছে।
ই মেল করে এক কোটি টাকা চাওয়া হয়েছিল
পুলিশ জানিয়েছে, দিলীপ সরাসরি কপিল শর্মাকে ই মেল পাঠায়। মেলে লেখেন, এক কোটি টাকা দিতে হবে, নইলে প্রাণনাশ হবে। একই সঙ্গে সে দাবি করে, তার পিছনে আছে গোল্ডি ব্রার আর রোহিত গোদারা গ্যাং। এই ই মেল পাওয়ার পরই নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। সাইবার টিমের সাহায্যে ট্র্যাক করে অবশেষে দিলীপকে গ্রেফতার করা হয় বাংলার উত্তর ২৪ পরগনা থেকে।
কপিল শর্মা ভারতের অন্যতম জনপ্রিয় কমেডিয়ান। সেই কপিলকেই যখন একের পর এক হুমকি দেওয়া হচ্ছে, তখন ভক্তরা স্বাভাবিকভাবেই চিন্তায়। কানাডার ক্যাফেতে গুলি চালানো, বিষ্ণোই গ্যাংয়ের হুমকি, আর এখন বাংলার দিলীপের এক কোটি টাকার মুক্তিপণ, সব মিলিয়ে গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।