Dhanush Mrunal Relationship: রজনীকান্ত কন্যার সঙ্গের ডিভোর্সের পরেই ফের প্রেমে ধনুষ? ম্রুণালের সঙ্গে প্রেমের গুঞ্জন তুঙ্গে

Celeb Gossips: মাঝে দক্ষিণী সুপারস্টারের ব্যক্তিগত জীবন নিয়ে বিশেষ চর্চা না হলেও, সম্প্রতি ফের শিরোনামে অভিনেতা। বিনোদন দুনিয়ার গুঞ্জন, ধনুষের জীবন আবার বসন্ত।

Advertisement
ডিভোর্সের পরেই ফের প্রেমে ধনুষ? ম্রুণালের সঙ্গে প্রেমের গুঞ্জন তুঙ্গে  ধনুষ- ম্রুণাল

বিয়ের ১৮ বছর পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন ধনুষ ও ঐশ্বর্য। ২০২৪-র নভেম্বরে পাকাপাকিভাবে ছাদ আলাদা হয় তারকা জুটির। মাঝে দক্ষিণী সুপারস্টারের ব্যক্তিগত জীবন নিয়ে বিশেষ চর্চা না হলেও, সম্প্রতি ফের শিরোনামে অভিনেতা। বিনোদন দুনিয়ার গুঞ্জন, ধনুষের জীবন আবার বসন্ত। অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে রজনীকান্তের প্রাক্তন জামাইয়ের প্রেমের জল্পনা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। 

সম্প্রতি, ম্রুণালের নতুন ছবি 'সন অফ সর্দার ২'এর প্রিমিয়ারে দু'জনকে একসঙ্গে দেখা গেছে। এর আগে, ধনুষের ছবি 'তেরে ইশক মে'এর র‍্যাপ পার্টিতেও হাজির হয়েছিলেন অভিনেত্রী। সিনে দুনিয়ার খবর অনুযায়ী, এই জুটি চুটিয়ে ডেটিং করছেন। তবে তাঁদের প্রেম বেশি পুরনো না। সম্পর্কে বয়স এখনও নতুন। ফলে এখনই বিষয়টি প্রকাশ্যে আনতে চান না। 

যদিও ফিল্মি পার্টি হোক কিংবা কোনও অনুষ্ঠানে একসঙ্গে লেন্সবন্দি করা হলেও, সে বিষয়ে লুকোছাপা করেন না তাঁরা। দু'জনের বন্ধুরাও নাকি এই সম্পর্কে খুব খুশি। কারণ দু'জনেরই পছন্দ, চিন্তাভাবনা এবং মূল্যবোধ একই রকম। 

'সীতা রামম' ছবির সাফল্যের পর, মৃণালের জন্য দক্ষিণের দরজা খুলে গেছে। 'ডাকায়েত: আ লাভ স্টোরি' ছবির শ্যুটিংয়ের জন্য তিনি মুম্বই থেকে হায়দ্রাবাদে যাতায়াত করেন। দক্ষিণী ইন্ডাস্ট্রির একটি অনুষ্ঠানে ধনুষের সঙ্গে তাঁর দেখা হয়। সেখান থেকেই প্রথমে তাঁদের বন্ধুত্ব এবং পড়ে তা প্রেমে পরিণত হয়। 'সন অফ সর্দার ২'এর প্রিমিয়ারে ধনুষ ও ম্রুণালের বিশেষ রসায়ন চোখ এড়ায়নি অনেকের। এরপরই তাঁদের প্রেমের গুঞ্জন আরও ছড়িয়ে পড়ে। তবে এখনও পর্যন্ত দু'জনের কেউই প্রেমের খবরে সিলমোহর বা কোনও প্রতিক্রিয়া দেননি। 

প্রসঙ্গত, ২০০৪ সালে চেন্নাইতে জাকজমকপূর্ণ ভাবে বিয়ে হয়েছিল ধনুষ ও ঐশ্বর্যর। বিয়ে বাড়িতে কার্যত বসেছিল চাঁদের হাট। রাজনীতিবিদ থেকে শুরু করে, ইন্ডাস্ট্রির শীর্ষ অভিনেতারা বিয়েতে যোগ দিয়েছিলেন। দু'জনের প্রথম দেখা হয় ধনুষের ছবির মুক্তির সময়। সপরিবারে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন অভিনেতা। সেখানে ঐশ্বর্যও উপস্থিত ছিলেন। দু'জনের মধ্যে বৈঠকের আয়োজন করেন প্রেক্ষাগৃহের মালিক। সেখানে ঐশ্বর্য, ধনুষের অভিনয়ের প্রশংসা করে, তাঁকে একটি ফুলের তোড়া পাঠান। ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব হয় এবং পড়ে তা গড়ায় প্রেম ও বিয়ে পর্যন্ত। 

Advertisement

২০২২ সালে যৌথ বিবৃতি দিয়ে আলাদা হওয়ার কথা সকলকে জানান রজনীকান্তের মেয়ে ও প্রাক্তন জামাই। দু'বছর ধরে বিচ্ছেদের প্রক্রিয়া চলে। অবশেষে ২০২৪-র নভেম্বরে পাকাপাকিভাবে ছাদ আলাদা হয়। প্রাক্তন এই তারকা জুটির দুই ছেলে যাত্রা ও লিঙ্গ। জানা যায়, সন্তানদের কথা ভেবেই বিয়ে বাঁচানোর চেষ্টা করেছিলেন জুটি। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। তবে এখন ছাদ আলাদা হলেও সন্তানদের দেখভাল তাঁরা এক সঙ্গেই করেন। কেন বিয়ের ১৮ বছর পর তাঁদের সম্পর্কে ফাটল ধরে, তা নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরেও অনেক গুঞ্জন কানাঘুষো শোনা যায়। 


 

POST A COMMENT
Advertisement