প্রবীণ লেজেন্ডারি অভিনেতা দিলীপ কুমারের প্রয়াণে বলিউডে শোকের ছায়া। বুধবার ৭ জুলাই মৃত্যুর খবর পাওয়ার পর থেকে একে একে বলিউড তারকারা দিলীপ কুমারের বাসভবনে এসেছেন মহান অভিনেতাকে শেষ বিদায় জানাতে। অন্য দিকে সোশাল মিডিয়ার মাধ্যমেও বহু তারকা এবং শিল্পীরা শ্রদ্ধা জানিয়েছেন সকলের শ্রদ্ধার দিলীপ সাহাব-কে। বুধবার সকালে হিন্দুজা হাসপাতালে ৯৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলীপ কুমার।
With a heavy heart and profound grief, I announce the passing away of our beloved Dilip Saab, few minutes ago.
— Dilip Kumar (@TheDilipKumar) July 7, 2021
We are from God and to Him we return. - Faisal Farooqui
LIVE UPDATES
অভিষেকের সঙ্গে কবরস্থানে পৌঁছলেন অমিতাভ বচ্চন। প্রবীণ অভিনেতাকে শেষ বিদায় জানালেন চোখের জলে
সুপুর্দ-এ-খাক হলেন দিলীপ কুমার
যে মাটি থেকে উঠে এসেছিলেন, সেখানেই মিশে গেলেন লেজেন্ডারি অভিনেতা দিলীপ কুমার। জাতীয় পতাকায় মুড়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হল মুম্বইয়ে জুহু কবরস্থানে। শোকার্ত বলিউডের বহু তারকা তাঁকে শেষ বিদায় জানাতে আসেন বাসভবনে। সকাল থেকে চোখের জল বাঁধ মানেই সায়রা বানুর। শেষ বিদায়ের সময়ও অঝোরে কাঁদলেন। ৫৫ বছর এক সঙ্গে থাকার পর জীবনসঙ্গীর সঙ্গে বিচ্ছেদ হল সায়রার। জীবনের শেষ দিনগুলি তাঁকে স্মৃতি এবং একাকীত্বে কাটাতে হবে। কারণ দিলীপ কুমারের জায়গা তাঁর জীবনে কেউ নিতে পারবেন না।
শেষকৃত্যর জন্য আনা হল দেহ। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হবে দিলীপ কুমারকে
কবরস্থানে এলেন সায়রা বানু
শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হচ্ছে তেরঙা পতাকা মোড়া দেহ
Veteran actor Dilip Kumar's family, friends gather at his residence ahead of his State funeral, which will be held today at 5 pm in Santacruz, Mumbai. The actor passed away this morning at the age of 98. pic.twitter.com/eY9wh2XQZn
— ANI (@ANI) July 7, 2021
কিছুক্ষণের মধ্যেই শেষকৃত্য
আর কিছু ক্ষণের মধ্যে দিলীপ কুমারের শেষকৃত্য সম্পন্ন করা হবে। মুম্বইয়ের জুহু কবরস্থানে নিয়ে যাওয়া হবে দেহ। বাড়িতে তার প্রস্তুতি চলছে। রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে শেষকৃত্য। জাতীয় পতাকায় মুড়ে শেষ শ্রদ্ধা জানানো হবে তাঁকে। শেষ বারের মতো তাঁকে বিদায় জানাচ্ছেন সকলে। সকাল থেকে চোখের জল ফেলছেন সায়রা। তাঁকে সান্ত্বনা জানাচ্ছেন সকলে।
সুপুর্দ-এ-খাক এর উদ্দেশে রওনা হলেন দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু
শেষ বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ধর্মেন্দ্র। ছবি: পিটিআই
পৌঁছলেন অভিনেতা রণবীর কাপুর
এলেন বলিউড বাদশা শাহরুখ খান
শাহরুখের সঙ্গে দিলীপ কুমার এবং সায়রা বানু বিশেষ সম্পর্ক ছিল। তাঁরা শাহরুখকে নিজের সন্তানের মতো স্নেহ করতেন। শাহরুখ বহুবার অসুস্থ দিলীপ কুমারকে বাড়িতে এবং হাসপাতালে দেখতে গিয়েছিলেন। শাহরুখকে দেখে কান্নায় ভেঙে পড়েন সায়রা।
Deeply Saddened 💔#ShahRukhKhan consoles #SairaBanu, wife of legend #DilipKumar Sahab
— SRK LOVER (@SrK___LoVeR) July 7, 2021
Rest in peace #DilipSaab 🙏 pic.twitter.com/70NzifqWMj
এলেন চিত্রনির্মাতা করণ জোহর
শ্রদ্ধা জানাতে এলেন রাজনীতিবিদ শরদ পাওয়ার
পৌঁছলেন অনিল কাপুর
পৌঁছলেন অভিনেতা জনি লিভার
টুইটে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।
Today, an icon who was loved by generations passes away. Rest in peace Dilip ji. My condolences to the family 🙏
— Virat Kohli (@imVkohli) July 7, 2021
টুইট করে শোকপ্রকাশ করেছেন সলমান খানও।
Best actor indian cinema has ever seen and will ever see … #RIP Dilip Saab pic.twitter.com/XG0PM9mjX4
— Salman Khan (@BeingSalmanKhan) July 7, 2021Advertisement
দিলীপ কুমারের অত্যন্ত কাছের মানুষ ছিলেন প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। এই খবরে তিনি ভেঙে পড়েছেন। 'কী ভাবে সায়রার সামনে গিয়ে দাঁড়াব জানি না।' আজতককে প্রতিক্রিয়ায় বলেছেন তিনি।
দিলীপ কুমারের মৃত্যুর খবর অত্যন্ত ভেঙে পড়েছেন প্রবীণ সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর। টুইট করে তিনি লেখেন, 'ইউসুফ ভাই আজ তাঁর এই ছোট বোনকে ছেড়ে চলে গেলেন। তাঁর সঙ্গে একটা যুগের অন্ত হল। কী বলব, কী করব কিছউই বুঝে উঠতে পারছি না। আমি নির্বাক হয়ে পড়েছি। শুধু স্মৃতিতে ভেসে উঠছে একের পর এক ছবি। যা ছেড়ে চলে গিয়েছেন তিনি।'
यूसुफ़ भाई आज अपनी छोटीसी बहन को छोड़के चले गए.. यूसुफ़ भाई क्या गए, एक युग का अंत हो गया. मुझे कुछ सूझ नहीं रहा. मैं बहुत दुखी हूँ, नि:शब्द हूँ.कई बातें कई यादें हमें देके चले गए.
— Lata Mangeshkar (@mangeshkarlata) July 7, 2021
यूसुफ़ भाई पिछले कई सालों से बिमार थे, किसीको पहचान नहीं पाते थे ऐसे वक़्त सायरा भाभीने सब छोड़कर उनकी दिन रात सेवा की है उनके लिए दूसरा कुछ जीवन नहीं था. ऐसी औरत को मैं प्रणाम करती हूँ और यूसुफ़ भाई कीं आत्मा को शान्ति मिले ये दुआ करती हूँ.
— Lata Mangeshkar (@mangeshkarlata) July 7, 2021
— Lata Mangeshkar (@mangeshkarlata) July 7, 2021
স্বামী সিদ্ধার্থ রয় কাপুরের সঙ্গে বিদ্যা বালন
এলেন অভিনেত্রী শাবানা আজমি।
বাসভবনে আনা হল দিলীপ কুমারের পার্থিব শরীর।