scorecardresearch
 

Dilip Kumar: সত্যজিতের স্কেচে দিলীপ কুমারের ছবি ভাইরাল

সাহিত্যিক, চিত্রনির্মাতা, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক, সম্পাদক - জীবনে অনেক কিছু সাফল্যের সঙ্গে করেছেন সত্যজিৎ রায় (Satyajit Ray)। এত কিছুর সঙ্গে একটি আরও পরিচয় আত্মগোপন করেছিল। তা হল কার্টুনিস্ট। অভিনেতা দিলীপ কুমারের (Dilip Kumar) একটি কার্টুন এঁকেছিলেন বিশ্ব বরেণ্য চিত্রনির্মাতা। যা বুধবার প্রবীণ অভিনেতার মৃত্যুর পর নতুন করে ভাইরাল হয়েছে নেট জগতে।

Advertisement
সৃষ্টি। পাশে স্রষ্টা সৃষ্টি। পাশে স্রষ্টা
হাইলাইটস
  • কলকাতার অত্যন্ত পরিচিত চিত্রসাংবাদিক ভাস্বতী ঘোষ এই স্কেচটি শেয়ার করেন বুধবার সকালে
  • যা এখন রীতিমতো ভাইরাল।
  • সাধারণ সাদা কাগজে কালো কালি দিয়ে দিলীপ কুমারের স্কেচটি করেছিলেন সত্যজিৎ।

সাহিত্যিক, চিত্রনির্মাতা, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক, সম্পাদক - জীবনে অনেক কিছু সাফল্যের সঙ্গে করেছেন সত্যজিৎ রায় (Satyajit Ray)। এত কিছুর সঙ্গে একটি আরও পরিচয় আত্মগোপন করেছিল। তা হল কার্টুনিস্ট। অভিনেতা দিলীপ কুমারের (Dilip Kumar) একটি কার্টুন এঁকেছিলেন বিশ্ব বরেণ্য চিত্রনির্মাতা। যা বুধবার প্রবীণ অভিনেতার মৃত্যুর পর নতুন করে ভাইরাল হয়েছে নেট জগতে।

কলকাতার অত্যন্ত পরিচিত চিত্রসাংবাদিক ভাস্বতী ঘোষ এই স্কেচটি শেয়ার করেন বুধবার সকালে, যা এখন রীতিমতো ভাইরাল। সাধারণ সাদা কাগজে কালো কালি দিয়ে দিলীপ কুমারের স্কেচটি করেছিলেন সত্যজিৎ। তাতে #DilipKumar যোগ করে সত্যজিৎ রায়ের আঁকা ক্যাপশন লিখে শেয়ার করেন ভাস্বতী। বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ মুম্বইয়ের পি ডি হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

এই খবর দিলীপ কুমারের পারিবারিক বন্ধু ফয়জল ফারুকি টুইট করে জানান। টুইটে তিনি লেখেন, 'With a heavy heart and profound grief, I announce the passing away of our beloved Dilip Saab, few minutes ago. We are from God and to Him we return. Faisal Farooqui'.

যে মাটি থেকে উঠে এসেছিলেন, সেখানেই মিশে গেলেন লেজেন্ডারি অভিনেতা দিলীপ কুমার। জাতীয় পতাকায় মুড়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হল মুম্বইয়ে জুহু কবরস্থানে। শোকার্ত বলিউডের বহু তারকা তাঁকে শেষ বিদায় জানাতে আসেন বাসভবনে। সকাল থেকে চোখের জল বাঁধ মানেই সায়রা বানুর। শেষ বিদায়ের সময়ও অঝোরে কাঁদলেন। ৫৫ বছর এক সঙ্গে থাকার পর জীবনসঙ্গীর সঙ্গে বিচ্ছেদ হল সায়রার। জীবনের শেষ দিনগুলি তাঁকে স্মৃতি এবং একাকীত্বে কাটাতে হবে। কারণ দিলীপ কুমারের জায়গা তাঁর জীবনে কেউ নিতে পারবেন না।

Advertisement

 

Advertisement