হৃদরোগে আক্রান্ত (Heart Attack) কোরিওগ্রাফার-পরিচালক রেমো ডি’সুজা (Remo D’Souza)। এই মুহূর্তে তিনি রয়েছেন মুম্বইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালের আইসিইউতে। অ্যাঞ্জিওপ্লাস্টি করার পর আপাতত স্থিতিশীল তিনি।
রেমো একজন পরিচিত কোরিওগ্রাফার। তিনি 'স্ট্রিট ড্যান্সার থ্রিডি'(Street Dancer 3D), 'এবিসিডি' (ABCD), 'এবিসিডি 2 (ABCD 2)' এবং 'এ ফ্লাইং জট' ( A Flying Jatt)- এর মতো চলচ্চিত্র পরিচালনার জন্যও পরিচিত। ৪৬ বছর বয়সী রেমো 'ডান্স ইন্ডিয়া ডান্স', 'ডান্স প্লাস' এবং 'ঝালক দিখলা জা'-র মতো নাচের রিয়েলিটি শোয়ের বিচারক ছিলেন রেমো।
ফিটনেস ফ্রিকও বলা চলে রেমোকে । নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায়ই তিনি তাঁর রোজকার ওয়ার্কআউট সেশনের ভিডিও শেয়ার করেন।
এমনকি তাঁকে মাঝে মধ্যে দেখা যায় পোষ্যদের ভিডিও শেয়ার করতে।
শুধু বলিউড না, রেমোর রয়েছে বিভিন্ন স্থানের এমনকি বিভিন্ন বয়সের অসংখ্য ফ্যান।