রাজ কুন্দ্রার (Raj Kundra) পর্নোগ্রাফিক কনটেন্ট (Pornographic Content)তৈরির মামলায় অভিনেত্রী গেহনা বশিষ্টের (Gehana Vasisth) নামও উঠেছে। যে ছবি নিয়ে এত চর্চা হচ্ছে তার মধ্যে রাজ কুন্দ্রার প্রোডাকশনের তিনটি ছবিতে কাজ করেছেন গেহনা। অভিনেত্রীর বিরুদ্ধে পর্ন ফিল্ম শুটিং এবং গণ ধর্ষণের মামলাও চলছে। গত কয়েক মাস জেলে কাটিয়েছেন অভিনেত্রী। আপাতত জামিনে মুক্ত। আজতককে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে গেহনা জানিযেছিলেন রাজ কুন্দ্রার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা।
গেহনা জানিয়েছিলেন, 'যে ভাবে ছবিগুলিকে পর্ন কনটেন্ট হিসাবে দাগিয়ে দেওয়া হচ্ছে তা ঠিক নয়। এগুলো বোল্ড ইরোটিক ফিল্ম তবে পর্নের সঙ্গে বিস্তর ফারাক রয়েছে। এটাকে ভুল ভাবে মানুষের সামনে আনা হচ্ছে। আমি সাধারণ মানুষকে বলতে চাই যত ক্ষণ আপনারা নিজে ছবিগুলি না দেখছেন, তত ক্ষণ পর্যন্ত পর্ন ক্যাটেগরিতে দাগিয়ে দেবেন না। আমার মনে হয় তাঁরা পর্ন এবং অ্যাডাল্ট ছবির তফাৎটা ভালোই বোঝেন। মানুষকে দেখান, তাঁরা নিজেরাই দেখে সিদ্ধান্ত নিক।'
পর্ন এবং ইরোটিকার মধ্যে তফাত বোঝাতে সম্প্রতি সম্প্রতি নগ্ন হয়ে সোশাল মিডিয়া লাইভে আসেন গেহনা। ফ্যানদের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন, 'আমায় কী ভীষণ ভালগার, অশ্লীল বা পর্ন কনটেন্টের অভিনেত্রীর মতো লাগছে?' উত্তরে সকলেই না বলেন। তখন গেহনা প্রকাশ করেন আসল সত্যিটা। বলেন, 'আমি কিছু পরিনি এখন। কিচ্ছু না। তাও আপনাদের দেখে এটা অশ্লীল মনে হয়নি। কিন্তু শুট করার সময় আমি সমস্ত পোশাক পরে থাকলেও পর্ন শুট পর্ন শুট করে কিছু মানুষ চিৎকার করে চলেছেন। এটা তো হাইট অফ হিপোক্রিসি। আমার এখানে প্রমাণ করার কিছু নেই। শুধু এটুকু বলছি। নিজেরা দেখে সিদ্ধান্ত নিন।'
গেহনা মনে করেন না রাজ কুন্দ্রা ব্যক্তিগত ভাবে জোর করে কোনও অভিনেত্রীকে দিয়ে এ সমস্ত সিনেমায় অভিনয় করান। গেহনা নিজে তিনটি ছবির অভিজ্ঞতায় জানান, তিনি কোনও দিন এ ধরনের কিছু দেখেননি বা তাঁর সঙ্গে কখনও হয়নি। গেহনা বলেন, 'আমার বিরুদ্ধে কোনও প্রমাণ না পেয়ে শেষ পর্যন্ত গণ ধর্ষণের অভিযোগে আমায় জেলে ভরেছে। রাজ কুন্দ্রার সঙ্গেও একই জিনিস করা হচ্ছে। আমার সঙ্গেও অন্যায় হয়েছিল, আর এখন রাজের সঙ্গেও হচ্ছে।'
গেহনা আরও জানান, রাজ Bollyfame নামে একটি অ্যাপ বানাচ্ছিলেন। তার জন্য একটি সিনেমা করার কথাও ছিল গেহনার। সেই অনুযআয়ী চিত্রনাট্যও তৈরি হচ্ছিল। কিন্তু কথা বেশি দূর আর এগোয়নি।