Hina Khan Marriage: ক্যান্সারের সঙ্গে লড়াই জারি, ছায়াসঙ্গী রকিকে বিয়ে করলেন হিনা

Bollywood Marriage: বিরাট জাঁকজমক ছাড়াই সম্পন্ন হল বিয়ে। সোশ্যাল মিডিয়ায় বিয়ের নানা মুহূর্ত শেয়ার করে সুখবর দিয়েছেন বলিউড অভিনেত্রী। কোনও রকম আগাম খবর ছাড়াই হঠাৎ বিয়ের ছবি দেখে অনেকেই চমকে গিয়েছেন।

Advertisement
 ক্যান্সারের সঙ্গে লড়াই জারি, ছায়াসঙ্গী রকিকে বিয়ে করলেন হিনাহিনা- রকির বিয়ের ছবি (সৌজন্য: ইনস্টাগ্রাম)

সুখবর বলিউডে। দীর্ঘদিনের সঙ্গী রকি জয়সয়ালের সঙ্গে বিয়ে সারলেন হিনা খান। বিরাট জাঁকজমক ছাড়াই সম্পন্ন হল বিয়ে। সোশ্যাল মিডিয়ায় বিয়ের নানা মুহূর্ত শেয়ার করে সুখবর দিয়েছেন বলিউড অভিনেত্রী। কোনও রকম আগাম খবর ছাড়াই হঠাৎ বিয়ের ছবি দেখে অনেকেই চমকে গিয়েছেন। কমেন্ট বক্স ভরেছে অন্যান্য তারকা থেকে শুরু করে নেটিজেনদের শুভেচ্ছায়। 

রকির সঙ্গে আইনি বিয়ে সারলেন হিনা। বর- কনে দু'জনেই বেছে নিয়েছেন প্যাস্টেল শেডের পোশাক। মনিষ মালহোত্রার ডিজাইন করা শাড়ি পরেছেন হিনা। গাঢ় মেহেন্দি পরা হাতের অনামিকায় জ্বলজ্বল করছে হিরের এনগেজমেন্ট রিং। হিনার শাড়ির আঁচলে সেলাই করা দু'জনের নাম। জুটির সোহাগমাখা- আদুরে ছবিগুলি দেখে মুগ্ধ নেটিজেনরা।   

একগুচ্ছ বিয়ের ছবি শেয়ার করে বলিউড নায়িকা লিখেছেন, "দুটি ভিন্ন জগৎ থেকে, আমরা ভালোবাসার এক মহাবিশ্ব গড়ে তুলেছি। আমাদের পার্থক্যগুলো ম্লান হয়ে গেছে, আমাদের হৃদয় জুড়েছে, শেষ জীবনকালের জন্য একটি বন্ধন তৈরি হয়েছে। আমরা আমাদের ঘর, আমাদের আলো, আমাদের আশা এবং একসঙ্গে সমস্ত বাধা অতিক্রম করেছি। আজ, আমাদের মিলন চিরতরে প্রেম এবং আইনিভাবে মান্যতা পেয়েছে। স্বামী- স্ত্রী  হিসেবে আমরা আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা কামনা করি।" 

 

মারণ ক্যান্সারকে জয় করেছেন হিনা খান। তাঁর শত কষ্ট  হলেও, মুখের হাসি কখনও অমিল হতে দেখেননি কাছের মানুষেরা। উল্টে দাঁতে দাঁত চেপে আরও কঠিন লড়াই করে গিয়েছেন অভিনেত্রী। এই কঠিন জার্নিতে পরিবার ছাড়াও তাঁর ছায়াসঙ্গী হয়ে পাশে থেকেছেন রকি। বিভিন্ন সাক্ষাৎকারে সেকথা শেয়ার করতে গিয়ে আবেগপ্রবণ হয়েছেন হিনা। 

প্রসঙ্গত, রকি ও হিনার সম্পর্ক বহু বছরের। রকি পেশায় একজন প্রযোজক ও পরিচালক। সোশ্যাল মিডিয়াতেও তাঁর ফলোয়ার সংখ্যা বিপুল। অন্যদিকে টেলিভিশনের জনপ্রিয় মুখ হিনা খান। 'ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হ্যায়', 'কসৌটি জিন্দেগী কী ২'- দর্শকদের মন জেতা ছাড়াও 'বিগ বস' ১১ ও ১৪ -তেও যথেষ্ট জনপ্রিয় হয়েছেন তিনি। হিনা, শো-এ বিজয়ী হননি, কিন্তু 'বিগ বস'-র কারণে তাঁর জনপ্রিয়তা দ্বিগুণ বাড়ে। টেলিভিশন শো ছাড়াও, তিনি ওয়েব শো এবং ছবিতে কাজ করেছেন। এছাড়াও অনেক মিউজিক ভিডিওর মাধ্যমে সকলের মন বারবার জয় করেছেন অভিনেত্রী।

Advertisement


    

POST A COMMENT
Advertisement